ETV Bharat / state

BSF over Gold Smuggling: সোনাপাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হোয়াটসঅ্যাপ নম্বর - ভারত বাংলাদেশ সীমান্ত

দক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে সোনাপাচার মোকাবিলায় নতুন পদক্ষেপ করল বিএসএফ ৷ দক্ষিণবঙ্গ সীমান্তবাসীর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল বিএসএফ ৷ পাশাপাশি লক্ষাধিক টাকার পুরস্কার (BSF launches WhatsApp service to prevent gold smuggling) ৷

Gold Smuggling
সোনাপাচার
author img

By

Published : Mar 21, 2023, 2:29 PM IST

কলকাতা, 21 মার্চ: সীমান্তে চোরাচালান রুখতে তৎপর বিএসএফ ৷ 2019 সাল থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের 'সীমা সাথী' হেল্পলাইন নম্বর 14419 (Seema Saathi Helpline Number) চালু করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে এলাকার বাসিন্দারা যাতে সীমান্তরক্ষী বাহিনীর কাছে চোরাকারবার সংক্রান্ত তথ্য দিতে পারে, তাই এই পদক্ষেপ ৷ এই ব্যবস্থার সঙ্গে নিজেদের গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে গত কয়েক মাসে কয়েক কোটির টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ ৷ এবার এই কাজে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকেও কাজে লাগাতে চাইছে বাহিনী ৷ তাই নতুন সংযোজন হোয়াটসঅ্যাপ নম্বর (South Bengal Frontier Headquarters starts WhatsApp number to counter Gold Smuggling) ৷

সোনার চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে ৷ সঠিক তথ্য দিতে পারলে উপযুক্ত পুরস্কারের বন্দোবস্ত করা হয়েছে ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে বলে জানা গিয়েছে ৷ দক্ষিণবঙ্গ বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে সীমান্তবাসীদের ৷ এর ফলে চোরাচালান আটকাতে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যাবে ৷ অন্যদিকে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে অপরাধমূলক কাজে যোগ দেওয়ার প্রবণতা কমবে ৷ তাঁর দাবি, এখনও পর্যন্ত যে সব পাচারকারী ধরা পড়েছে, তাদের কেউ পাচারের কাজে এক লক্ষ টাকা পেয়েছে বলে জানা যায়নি ৷ খুব কম টাকার বিনিময়ে জীবন বাজি রেখে সীমান্তে চোরাচালানের কাজ করে । তাই, সরকারকে সাহায্য করলে বেশি অঙ্কের টাকা পেতে আগ্রহী হবেন সীমান্তবাসী, আশা বিএসএফ আধিকারিকের ৷

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারে সোনা যোগ ! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের

এদিকে চলতি মাসের প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রায় 16.5 কেজি সোনা উদ্ধার হয়েছে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এলাকা থেকে ৷ বাংলাদেশে পাচারের পথে প্রায় সাড়ে ন'কোটির সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে সীমান্ত রক্ষা বাহিনী ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ইটিভি ভারতের এক প্রতিনিধিকে বলেন, "সীমান্ত নিরাপত্তা বাহিনী সীমান্তে বসবাসকারীদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন ৷ এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর 99034 72227 চালু হয়েছে ৷ এর ফলে সোনাপাচার সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যায় ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার হিসেবে অর্থ দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয়ও গোপন রাখা হবে ৷ তথ্যের ভিত্তিতে এক কেজি সোনা উদ্ধার হলে 1 লক্ষ 45 হাজার টাকা দেওয়া হবে ৷"

সুন্দরবন থেকে উত্তরবঙ্গের মালদা ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত দক্ষিণবঙ্গ বিএসএফের আওতাধীন ৷ তার মধ্যে গত 20 দিনেই উত্তর 24 পরগনার সীমান্ত এলাকায থেকে 5টি সোনার বিস্কুট পাচার রুখেছে বিএসএফ ৷ এর ফলে, 137টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত সম্ভব হয়েছে ৷ উল্লেখ্য, গত বছর দক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে মোট 113 কেজি সোনার উদ্ধার করা হয় ৷ এবছর আরও বেশি পরিমাণ সোনা উদ্ধার হবে বলেই মনে করছে বিএসএফ ৷

সোনাপাচার সম্পর্কিত কয়েকটি তথ্য- সোনার খোঁজ দিতে দক্ষিণবঙ্গ সীমান্তবাসীর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু বিএসএফের ৷ সোনার খোঁজ দিতে পারলেই এক থেকে দেড় লক্ষ টাকা আর্থিক পুরস্কার ৷ চলতি মাসে শুধু দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকায় 16 কেজি 500 গ্রাম সোনা পাওয়া গিয়েছে ৷ যার মূল্য সাড়ে 9 কোটি টাকা ৷ এর মধ্যে উত্তর 24 পরগনার থেকে 137টি সোনার বিস্কুট উদ্ধার ৷ গত বছর মোট 113 কেজি সোনা উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ

কলকাতা, 21 মার্চ: সীমান্তে চোরাচালান রুখতে তৎপর বিএসএফ ৷ 2019 সাল থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের 'সীমা সাথী' হেল্পলাইন নম্বর 14419 (Seema Saathi Helpline Number) চালু করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে এলাকার বাসিন্দারা যাতে সীমান্তরক্ষী বাহিনীর কাছে চোরাকারবার সংক্রান্ত তথ্য দিতে পারে, তাই এই পদক্ষেপ ৷ এই ব্যবস্থার সঙ্গে নিজেদের গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে গত কয়েক মাসে কয়েক কোটির টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ ৷ এবার এই কাজে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকেও কাজে লাগাতে চাইছে বাহিনী ৷ তাই নতুন সংযোজন হোয়াটসঅ্যাপ নম্বর (South Bengal Frontier Headquarters starts WhatsApp number to counter Gold Smuggling) ৷

সোনার চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে ৷ সঠিক তথ্য দিতে পারলে উপযুক্ত পুরস্কারের বন্দোবস্ত করা হয়েছে ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে বলে জানা গিয়েছে ৷ দক্ষিণবঙ্গ বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে সীমান্তবাসীদের ৷ এর ফলে চোরাচালান আটকাতে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া যাবে ৷ অন্যদিকে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে অপরাধমূলক কাজে যোগ দেওয়ার প্রবণতা কমবে ৷ তাঁর দাবি, এখনও পর্যন্ত যে সব পাচারকারী ধরা পড়েছে, তাদের কেউ পাচারের কাজে এক লক্ষ টাকা পেয়েছে বলে জানা যায়নি ৷ খুব কম টাকার বিনিময়ে জীবন বাজি রেখে সীমান্তে চোরাচালানের কাজ করে । তাই, সরকারকে সাহায্য করলে বেশি অঙ্কের টাকা পেতে আগ্রহী হবেন সীমান্তবাসী, আশা বিএসএফ আধিকারিকের ৷

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারে সোনা যোগ ! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের

এদিকে চলতি মাসের প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রায় 16.5 কেজি সোনা উদ্ধার হয়েছে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এলাকা থেকে ৷ বাংলাদেশে পাচারের পথে প্রায় সাড়ে ন'কোটির সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে সীমান্ত রক্ষা বাহিনী ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ইটিভি ভারতের এক প্রতিনিধিকে বলেন, "সীমান্ত নিরাপত্তা বাহিনী সীমান্তে বসবাসকারীদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন ৷ এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর 99034 72227 চালু হয়েছে ৷ এর ফলে সোনাপাচার সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যায় ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার হিসেবে অর্থ দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয়ও গোপন রাখা হবে ৷ তথ্যের ভিত্তিতে এক কেজি সোনা উদ্ধার হলে 1 লক্ষ 45 হাজার টাকা দেওয়া হবে ৷"

সুন্দরবন থেকে উত্তরবঙ্গের মালদা ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত দক্ষিণবঙ্গ বিএসএফের আওতাধীন ৷ তার মধ্যে গত 20 দিনেই উত্তর 24 পরগনার সীমান্ত এলাকায থেকে 5টি সোনার বিস্কুট পাচার রুখেছে বিএসএফ ৷ এর ফলে, 137টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত সম্ভব হয়েছে ৷ উল্লেখ্য, গত বছর দক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে মোট 113 কেজি সোনার উদ্ধার করা হয় ৷ এবছর আরও বেশি পরিমাণ সোনা উদ্ধার হবে বলেই মনে করছে বিএসএফ ৷

সোনাপাচার সম্পর্কিত কয়েকটি তথ্য- সোনার খোঁজ দিতে দক্ষিণবঙ্গ সীমান্তবাসীর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু বিএসএফের ৷ সোনার খোঁজ দিতে পারলেই এক থেকে দেড় লক্ষ টাকা আর্থিক পুরস্কার ৷ চলতি মাসে শুধু দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকায় 16 কেজি 500 গ্রাম সোনা পাওয়া গিয়েছে ৷ যার মূল্য সাড়ে 9 কোটি টাকা ৷ এর মধ্যে উত্তর 24 পরগনার থেকে 137টি সোনার বিস্কুট উদ্ধার ৷ গত বছর মোট 113 কেজি সোনা উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.