ETV Bharat / state

নির্বাচনের আগে কুলতলিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র - kultali

কুলতলি থানার আইসি অর্ধেন্দু দে সরকারের নেতৄত্বে একটি পুলিশ টিম গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সকালে হানা দেয় সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৄতীর বাড়িতে ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর একটি টিমও ৷ গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে সাদ্দাম লস্করের বাড়িতে কিছু দুষ্কৄতী একত্রিত হয়েছে৷ সঙ্গে সঙ্গেই হানা দেয় পুলিশের টিম ৷

kultali
কুলতলি
author img

By

Published : Mar 20, 2021, 9:20 PM IST

কুলতলি, 20 মার্চ : নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও টাকা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ গোপন সূত্রে খবর পেয়ে কুলতুলি থানার পুলিশ তল্লাশি চালিয়ে পয়তারহাট এলাকা থেকে উদ্ধার করে একটি ওয়ান সাটার পাইপগান, দু রাউন্ড কার্তুজ, ছয়টি তাজা বোমা ও নগদ দুই লাখ ১৬ হাজার টাকা৷ ঘটনাস্থল থেকে তাসও উদ্ধার করেছে কুলতলি থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে কুলতুলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷


বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলি থানার আইসি অর্ধেন্দু দে সরকারের নেতৄত্বে একটি পুলিশ টিম গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সকালে হানা দেয় সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৄতীর বাড়িতে ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর একটি টিমও ৷ গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে সাদ্দাম লস্করের বাড়িতে কিছু দুষ্কৄতী একত্রিত হয়েছে৷ সঙ্গে সঙ্গেই হানা দেয় পুলিশের টিম ৷ তবে পুলিশের টিম পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা ৷ পুলিশ গিয়ে সাদ্দামের ঘরে তল্লাশি চালিয়ে সেখান থেকে অস্ত্র ও টাকা উদ্ধার করে ৷

kultali
কুলতলি


উদ্ধার হওয়া টাকা ও অস্ত্র বাজেয়াপ্ত করেছে কুলতুলি থানার পুলিশ ৷ পলাতকদের সন্ধানে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় ৷ আগ্নেয়াস্ত্র, বোমা ও টাকা কী কারণে এখানে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ নির্বাচনের আগে এলাকায় কোনও অশান্তি তৈরির চেষ্টা নাকি এগুলি বিক্রি করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

কুলতলি, 20 মার্চ : নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও টাকা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ গোপন সূত্রে খবর পেয়ে কুলতুলি থানার পুলিশ তল্লাশি চালিয়ে পয়তারহাট এলাকা থেকে উদ্ধার করে একটি ওয়ান সাটার পাইপগান, দু রাউন্ড কার্তুজ, ছয়টি তাজা বোমা ও নগদ দুই লাখ ১৬ হাজার টাকা৷ ঘটনাস্থল থেকে তাসও উদ্ধার করেছে কুলতলি থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে কুলতুলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷


বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলি থানার আইসি অর্ধেন্দু দে সরকারের নেতৄত্বে একটি পুলিশ টিম গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সকালে হানা দেয় সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৄতীর বাড়িতে ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর একটি টিমও ৷ গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে সাদ্দাম লস্করের বাড়িতে কিছু দুষ্কৄতী একত্রিত হয়েছে৷ সঙ্গে সঙ্গেই হানা দেয় পুলিশের টিম ৷ তবে পুলিশের টিম পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা ৷ পুলিশ গিয়ে সাদ্দামের ঘরে তল্লাশি চালিয়ে সেখান থেকে অস্ত্র ও টাকা উদ্ধার করে ৷

kultali
কুলতলি


উদ্ধার হওয়া টাকা ও অস্ত্র বাজেয়াপ্ত করেছে কুলতুলি থানার পুলিশ ৷ পলাতকদের সন্ধানে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় ৷ আগ্নেয়াস্ত্র, বোমা ও টাকা কী কারণে এখানে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ নির্বাচনের আগে এলাকায় কোনও অশান্তি তৈরির চেষ্টা নাকি এগুলি বিক্রি করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.