বাসন্তী, 18 জুন: বাসন্তীতে উদ্ধার 6-7টি তাজা বোমা ৷ রবিবার একটি নির্মীয়মাণ বাড়ির পাশের ঝোপ থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ একটি ব্যাগের মধ্যে রাখা ছিল ওই তাজা বোমাগুলি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ ৷ এলাকাবাসীদের সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করে তারা। কে বা কারা এই নির্মীয়মাণ বাড়ির পাশে বোমা-সহ ব্যাগটি রেখে গেল, তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ।
জানা গিয়েছে, শনিবার বাসন্তী এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷ তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ । ওই ঘটনার পর বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্কের ছবি ধরা পড়েছে । এই বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না । তবে কি বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছে সেটাই সত্যি ? এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমাগুলি মজুত করা হয়েছে ৷ এমনই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও গোটা বিষয় তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: রাস্তায় ছড়িয়ে বোমা, বৃহস্পতিতে হিংসার পর আজ থমথমে ভাঙড়
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন আর কেবল কয়েকদিনের অপেক্ষা । আগামী 8 জুলাই সারা রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত নির্বাচন ৷ এমনটাই জানিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন । ইতিমধ্যেই ভাঙড়, ক্যানিং-সহ বহু জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে । এরপরে ওই সমস্ত এলাকায় গিয়েছেন রাজ্যপাল ৷ তারপরে উত্তপ্ত হয়ে ওঠা এলাকায় শুরু হয়েছে পুলিশি টহলদারিও ৷ শনিবার রাতে দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে । সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ । রবিবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বাসন্তীতে ৷ আতঙ্কিত হয়ে রয়েছে গ্রামবাসীরা । তারই মাঝে বোমা উদ্ধারের ঘটনা ঘটল সেখানে ৷