ETV Bharat / state

মন্দিরবাজারে খুন তৃণমূল কর্মী - Mandir Bazar Police Station

পঞ্চায়েত ভোটের সময় এলাকায় সন্তোষ বর বলে এক ব্যক্তি খুন হয়েছিল । সেই ঘটনার মূল সাক্ষী ছিল পরেশ । ওই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল পঙ্কজ বরসহ আরও বেশ কয়েকজনের ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 22, 2020, 10:56 PM IST

মন্দিরবাজার, 22 মার্চ : মন্দিরবাজারে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ ৷ অভিযোগ তাকে কুপিয়ে খুন করা হয়েছে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানা এলাকার কানপুর পোলের কাছে। মৃত ব্যক্তির নাম পরেশ বর (28)। ঘটনায় জড়িত সন্দেহে পঙ্কজ বর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্ত পঙ্কজও তৃণমূল কর্মী বলে জানিয়েছে স্থানীয়দের একাংশ ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মাঠের মধ্যে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা । এরপরেই মন্দিরবাজার থানার পুলিশকে খবর পাঠায় স্থানীয়রা । ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

এর আগে পঞ্চায়েত ভোটের সময় এলাকায় সন্তোষ বর বলে এক ব্যক্তি খুন হয়েছিল । সেই ঘটনার মূল সাক্ষী ছিল পরেশ । ওই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল পঙ্কজ বরসহ আরও বেশ কয়েকজনের ।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মূলত মামলার সাক্ষীকে সরানোর জন্যই খুন করেছে পঙ্কজ । আগামীকাল অভিযুক্ত পঙ্কজ বরকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে ।

মন্দিরবাজার, 22 মার্চ : মন্দিরবাজারে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ ৷ অভিযোগ তাকে কুপিয়ে খুন করা হয়েছে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানা এলাকার কানপুর পোলের কাছে। মৃত ব্যক্তির নাম পরেশ বর (28)। ঘটনায় জড়িত সন্দেহে পঙ্কজ বর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্ত পঙ্কজও তৃণমূল কর্মী বলে জানিয়েছে স্থানীয়দের একাংশ ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মাঠের মধ্যে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা । এরপরেই মন্দিরবাজার থানার পুলিশকে খবর পাঠায় স্থানীয়রা । ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

এর আগে পঞ্চায়েত ভোটের সময় এলাকায় সন্তোষ বর বলে এক ব্যক্তি খুন হয়েছিল । সেই ঘটনার মূল সাক্ষী ছিল পরেশ । ওই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল পঙ্কজ বরসহ আরও বেশ কয়েকজনের ।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মূলত মামলার সাক্ষীকে সরানোর জন্যই খুন করেছে পঙ্কজ । আগামীকাল অভিযুক্ত পঙ্কজ বরকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.