কুলপি, 5 ডিসেম্বর : কর্তব্যরত চিকিৎসককে অশালীন মন্তব্য ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে । তারপরেই প্রসূতির পরিবারের দুই আত্মীয়কে হাসপাতালে মিটিং হলে ডেকে এনে নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের সামনে কান ধরে ক্ষমা চাওয়ালেন কুলপি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (Block Medical Officer of Health) ।
ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে দেওয়া ওই কড়া শাস্তির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে । গত মাসের শেষের দিকে রামনগর গাজীপুর এলাকার কুলপি হাসপাতালে এক প্রসূতি ভর্তি হন । প্রসবের পর অপারেশন করে তাঁর যৌনাঙ্গে কপাটি লাগানো হয়েছিল । সেই কপাটি লাগানোকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত ৷ তাঁদের অনুমতি ছাড়াই প্রসূতির দেহে কপাটি লাগানো নিয়ে অশান্তি শুরু করেন প্রসূতির পরিবার, এমনকি ওই কপাটি খোলার জন্য কর্তব্যরত চিকিৎসককে জোর করতে থাকে পরিবারের সদস্যরা ।
আরও পড়ুন : Man Died Police Custody in Nadia: নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডাক্তার তা মানতে রাজি না হওয়ায় কুলপি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা: তনুশ্রী কুণ্ডুকে কপাটি খোলার কথা বলেন রোগীর পরিবার । তনুশ্রী কুণ্ডু বলেন, ‘‘আমি কপাটি খুলব না বলায় রাতে আমার কোয়ার্টারের সামনে রোগীর পরিবার এসে হুমকি দিতে থাকে আমাকে । আমি আতঙ্কে ফোন করি কুলপি থানাতে । পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় ।’’