বারুইপুর, 13অক্টোবর: শারদোৎসব মানেই ঐতিহ্যের আর সাবেকিয়ানার মেলবন্ধন ৷ যেমন বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো ৷ হাজার হাজার বারোয়ারি পুজোর ভিড় আর থিমের চমক থাকলেও আজও অমলিন বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো । কালের নিয়মে জমিদারি প্রথা উঠে গেলেও আজও পুজোর সময় এই বাড়ির দালানে আলো জ্বলে ওঠে ৷ জমিদারি রীতি মেনে পালিত হয় দেবীর পুজো ৷ এই রায়চৌধুরী বাড়ির সাবেকী দুর্গাপুজো দেখতে ফি বছর ঠাকুর দালানে ভিড় জমান আবালবৃদ্ধবনিতা। কয়েকদিনের জন্য ঘরে ফেরে পরিবারের লোকজন ৷
কথিত আছে, নীলকন্ঠ পাখি কৈলাসে গিয়ে ভগবান শিবকে মা দুর্গার মর্ত্য ছেড়ে কৈলাসের উদ্দ্যেশে রওনার খবর দেয় । এই বিশ্বাস থেকে আজও বিসর্জনের আগে আদি গঙ্গার সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি ওড়ায় বারুইপুরের এই জমিদার রায়চৌধুরীর পরিবার । তবে গতবছর দুর্ঘটনার কারণে ওড়ানো হয়নি, তবে এবার সেই প্রথা মানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রায়চৌধুরীর পরিবার বংশধর অমিয়কৃষ্ণ রায়চৌধুরী ৷
এই পুজোর ঐতিহ্য তুলে ধরতে গিয়েই অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, "শুধু দুর্গা পুজো নয়, বাঙালির বারো মাসে তের-পার্বণের সবকটিই পালিত হয় রায়চৌধুরী বাড়িতে । এছাড়াও এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা । তিন জন পুরোহিত রীতি মেনে এখানে পুজো করেন । এখনও সপ্তমী ও অষ্টমীতে ছাগবলি হয় । নবমীতে হয় আখ ও চাল কুমড়ো বলি হয় ।"
আরও পড়ুন: মহালয়ায় বৃষ্টি নেই, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের, পুজোয় কী হবে ?
তিনি আরও জানান, প্রতিবছর দশমীর দিন রায়চৌধুরী বাড়ির প্রতিমার প্রথম বিসর্জন দেওয়া হয় ৷ তারপর এলাকার অন্যান্য প্রতিমার বিসর্জন হয় আদি গঙ্গার সদাব্রত ঘাটে । প্রতিমা নিরঞ্জনের আগে আজও রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রূপোর পাখা দিয়ে দেবীকে হাওয়া করা হয় ৷ এই রীতি আজও চলে আসছে বলে জানিয়েছেন অমিয়কৃষ্ণ রায়চৌধুরী । পুজো শুরুর দিন থেকেই নিজেদের বনেদিয়ানা মতোই সমস্ত নিয়ম নীতি ও নির্ঘণ্ট মেনে চলে এই পুজো । জমিদারি থাক বা না থাক ঐতিহ্যবাহী রায়চৌধুরী বাড়ির পুজোর রীতি বদলায়নি ৷