ETV Bharat / state

Blackmail with offensive pictures of house wife: গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেল, প্রতিবাদ করায় মারধর প্রতিবেশী যুবকের - Blackmail Allegations Against Youth

দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে গৃহবধূর আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল ৷ ব্ল্যাকমেলের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ প্রতিবাদ করলে গৃহবধূর মা ও ভাইকে মারধরের অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে (Blackmail with offensive pictures of house wife) ৷

Blackmail with offensive pictures of housewife
গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেল
author img

By

Published : Mar 21, 2022, 4:25 PM IST

Updated : Mar 21, 2022, 5:41 PM IST

ক্যানিং, 21 মার্চ: বিয়ে করে শ্বশুড়বাড়িতে সুখে সংসার করছিলেন গৃহবধূ ৷ সব কিছু এক লহমায় ওলট পালট করে দিল একটি ছবি ৷ গৃহবধূর স্বামীর মোবাইলে আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল প্রতিবেশী যুবকের ৷ প্রতিবেশী ওই যুবক রাহুল সর্দারে বিরুদ্ধে কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ ৷ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কাশীপুর থানা এলাকায় (Blackmail with offensive pictures of house wife) ৷

আরও পড়ুন: স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

সূত্রের খবর, রাহুল সর্দার ওই গৃহবধূর বিয়ের আগের একটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্ল্যাকমেল করছিল ৷ এদিন হঠাৎই আপত্তিকর ছবিটি গৃহবধূর স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয় ৷ তা নিয়েই অশান্তি শুরু হয় তার পরিবারে ৷ ছবি নিয়ে কেন ব্ল্যাকমেল করেছে তা জানতে ওই গৃহবধূ তাঁর মা ও ভাইকে নিয়ে রাহুলের কাছে যান ৷ ব্ল্য়াকমেলের কারণ জ্ঞিজ্ঞাসা করতেই তাদের উপর চড়াও হয় রাহুল বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহবধূর মা ও ভাই ৷ সমস্ত ঘটনা জানিয়ে ইতিমধ্য়েই থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ (Blackmail Allegations Against Youth) ৷

এ প্রসঙ্গেই ওই গৃহবধূ বলেন, ‘‘প্রতিবেশী ওই যুবককে তিনি চিনলেও তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না ৷ তাঁকে ফাঁসানের জন্য রাহুল সর্দার এই কাজ করেছে ৷’’

ক্যানিং, 21 মার্চ: বিয়ে করে শ্বশুড়বাড়িতে সুখে সংসার করছিলেন গৃহবধূ ৷ সব কিছু এক লহমায় ওলট পালট করে দিল একটি ছবি ৷ গৃহবধূর স্বামীর মোবাইলে আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল প্রতিবেশী যুবকের ৷ প্রতিবেশী ওই যুবক রাহুল সর্দারে বিরুদ্ধে কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ ৷ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কাশীপুর থানা এলাকায় (Blackmail with offensive pictures of house wife) ৷

আরও পড়ুন: স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

সূত্রের খবর, রাহুল সর্দার ওই গৃহবধূর বিয়ের আগের একটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্ল্যাকমেল করছিল ৷ এদিন হঠাৎই আপত্তিকর ছবিটি গৃহবধূর স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয় ৷ তা নিয়েই অশান্তি শুরু হয় তার পরিবারে ৷ ছবি নিয়ে কেন ব্ল্যাকমেল করেছে তা জানতে ওই গৃহবধূ তাঁর মা ও ভাইকে নিয়ে রাহুলের কাছে যান ৷ ব্ল্য়াকমেলের কারণ জ্ঞিজ্ঞাসা করতেই তাদের উপর চড়াও হয় রাহুল বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহবধূর মা ও ভাই ৷ সমস্ত ঘটনা জানিয়ে ইতিমধ্য়েই থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ (Blackmail Allegations Against Youth) ৷

এ প্রসঙ্গেই ওই গৃহবধূ বলেন, ‘‘প্রতিবেশী ওই যুবককে তিনি চিনলেও তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না ৷ তাঁকে ফাঁসানের জন্য রাহুল সর্দার এই কাজ করেছে ৷’’

Last Updated : Mar 21, 2022, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.