ETV Bharat / state

BJP Bengal : বারুইপুরে বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার

বারুইপুরে বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য ঘিরে ধুন্ধুমার ৷ পুলিশি ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ বেশ কয়েকজন বিজেপি সমর্থককে আটক করা হয়েছে ৷

BJP Mahila Morcha Agitation in baruipur Police Arrest BJP Workers
BJP Bengal : বারুইপুরে বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার
author img

By

Published : Aug 12, 2021, 5:51 PM IST

বারুইপুর, 12 অগস্ট : বারুইপুর (Baruipur) পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপি (BJP)-র মহিলা মোর্চার আইন অমান্যকে ঘিরে ধুন্ধুমার ৷ পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করছে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা ৷ যেখানে প্রতিটি পুলিশ স্টেশন, পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপির মহিলা মোর্চা ৷ সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন বারুইপুরের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা ৷

এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বলে অভিযোগ ৷ আর তার পরেই সেখানে উপস্থিত মহিলা পুলিশ বিজেপির কর্মী-সমর্থকদের বাধা দেয় ৷ এরপরই দু’তরফে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ পুলিশের তরফে বিক্ষোভকারীদের টেনে ভ্যানে তোলা হয় ৷ এ নিয়ে দক্ষিণ 24 পরগনার বিজেপির পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস অভিযোগ করেছেন, বিজেপির মহিলা মোর্চার শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে ৷ জোর করে আন্দোলনকারী মহিলাদের ভ্যানে তোলা হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : BJP Bengal : বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতায়

পাশাপাশি রাজ্য মহিলাদের উপর অত্যাচারের অভিযোগেও সরব হয়েছেন সুনীপ দাস ৷ তিনি অভিযোগ করেছেন, যে রাজ্যের মুখ্য়মন্ত্রী একজন মহিলা, সেখানে রাজ্যের মহিলারাই সুরক্ষিত নন ৷ আর তাই মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে বিজেপি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, এদিনের আন্দোলন কর্মসূচিতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে বিজেপি মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় ৷

বারুইপুর, 12 অগস্ট : বারুইপুর (Baruipur) পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপি (BJP)-র মহিলা মোর্চার আইন অমান্যকে ঘিরে ধুন্ধুমার ৷ পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করছে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা ৷ যেখানে প্রতিটি পুলিশ স্টেশন, পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপির মহিলা মোর্চা ৷ সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন বারুইপুরের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা ৷

এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বলে অভিযোগ ৷ আর তার পরেই সেখানে উপস্থিত মহিলা পুলিশ বিজেপির কর্মী-সমর্থকদের বাধা দেয় ৷ এরপরই দু’তরফে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ পুলিশের তরফে বিক্ষোভকারীদের টেনে ভ্যানে তোলা হয় ৷ এ নিয়ে দক্ষিণ 24 পরগনার বিজেপির পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস অভিযোগ করেছেন, বিজেপির মহিলা মোর্চার শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে ৷ জোর করে আন্দোলনকারী মহিলাদের ভ্যানে তোলা হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : BJP Bengal : বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতায়

পাশাপাশি রাজ্য মহিলাদের উপর অত্যাচারের অভিযোগেও সরব হয়েছেন সুনীপ দাস ৷ তিনি অভিযোগ করেছেন, যে রাজ্যের মুখ্য়মন্ত্রী একজন মহিলা, সেখানে রাজ্যের মহিলারাই সুরক্ষিত নন ৷ আর তাই মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে বিজেপি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, এদিনের আন্দোলন কর্মসূচিতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে বিজেপি মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.