ETV Bharat / state

BJP Leaders Slam TMC: তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সজল-অগ্নিমিত্রার - শুভেন্দু অধিকারী

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সভা মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপির অন্য নেতারা ৷ এর মধ্যে সজল ঘোষ ও অগ্নিমিত্রা পাল বিতর্কিত মন্তব্য করলেন ৷

bjp-leaders-make-controversial-comments-while-targeting-trinamool-congress
BJP Leaders Slam TMC: তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সজল-অগ্নিমিত্রার
author img

By

Published : Dec 3, 2022, 9:02 PM IST

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 3 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির (BJP) দুই নেতা সজল ঘোষ ও অগ্নিমিত্রা পাল ৷ একদিকে সজল ঘোষের মুখে ‘বদল নয়, বদলা’র স্লোগান শোনা গেল ৷ অন্যদিকে অগ্নিমিত্রা পাল আবার ‘প্রতিশোধ’এর কথা বললেন ৷ যা নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷

শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) লাইট হাউজের মাঠে বিজেপির সভা হয় ৷ যে সভার মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এছাড়াও ছিলেন বিজেপির একাধিক নেতা, বিধায়ক, জনপ্রতিনিধি৷ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দক্ষিণ 24 পরগনার এই অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের কর্মীদের সভায় আসতে বাধা দিয়েছে ৷

BJP Leaders Make Controversial Comments while targeting Trinamool Congress
সভায় ভাষণ দিচ্ছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

ফলে সভার শুরু থেকেই বিজেপির নেতারা আক্রমণাত্মক মেজাজে ছিলেন ৷ প্রত্যেকেই কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের ৷ আর তা করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন কলকাতা পৌরনিগমের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘প্রতিজ্ঞা করতে এসেছি, যারা আমাদের মারল, যারা গাড়ি পোড়াল৷ আমরা এর বদল নয়, বদলা নেব ৷’’

এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘‘একেকটা কর্মীর বদলা আমরা নেব ৷ পঞ্চায়েতে নেব ৷ লোকসভায় নেব ৷ বিধানসভা পর্যন্ত দলটাই থাকবে না ৷’’ তিনি সিপিএমের উদাহরণ টানেন ৷ সিপিএমও একসময় তৃণমূলকে আটকাতে রাস্তা কেটে, পথ অবরোধ করে আন্দোলন করত ৷ কিন্তু শেষ পর্যন্ত যে সিপিএমের হার হয়েছে, সেটাও তিনি মনে করিয়ে দেন ৷

এর পর তিনি নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ নাম না করে তিনি ডায়মন্ড হারবারের সাংসদকে আক্রমণ করেন ৷ কিন্তু সেটা করতে গিয়ে আবার বিতর্কিত মন্তব্য করেন সজল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘ভাইপো তুমি জেনে রাখো শ্মশানে তোমাদের চিতা আমরা তুলব ৷’’

এদিকে শনিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা । এর জেরে অনেকেই সভায় পৌঁছাতে পারেননি বলে অভিযোগ ৷ হটুগঞ্জের কাছে বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই খবর পেয়ে সেখানে যান আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল ৷ সেখানে পুলিশের তাঁর বচসা হয় ৷ পরে তিনি সেখান থেকে সভাস্থলে কর্মী-সমর্থকদের উদ্ধার করে নিয়ে আসেন ৷

তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সজল-অগ্নিমিত্রার

তাই ভাষণ দেওয়ার সময় তিনিও চড়া মেজাজে ছিলেন ৷ এভাবে বিজেপিকে তৃণমূল আটকাতে পারবে না বলেও তিনি দাবি করেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের শাসক দল বিরোধীদের ভয় পাচ্ছে । বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল । বিজেপি তৃণমূলের চোখ রাঙানিকে ভয় পায় না । তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে সভা অনুষ্ঠিত হল । বিজেপি কর্মী সমর্থকদের বহু বাধা সম্মুখীন হতে হয়েছে আগামী পঞ্চায়েত ভোটে সমস্ত হিসেব শোধ করে দেওয়া হবে ।’’ তাঁর মুখে প্রতিশোধের কথাও শোনা যায় ৷

আরও পড়ুন: ডিসেম্বরেই ডায়মন্ড হারবারে বিজয় সমাবেশ করবেন, কেন বললেন শুভেন্দু

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 3 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির (BJP) দুই নেতা সজল ঘোষ ও অগ্নিমিত্রা পাল ৷ একদিকে সজল ঘোষের মুখে ‘বদল নয়, বদলা’র স্লোগান শোনা গেল ৷ অন্যদিকে অগ্নিমিত্রা পাল আবার ‘প্রতিশোধ’এর কথা বললেন ৷ যা নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷

শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) লাইট হাউজের মাঠে বিজেপির সভা হয় ৷ যে সভার মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এছাড়াও ছিলেন বিজেপির একাধিক নেতা, বিধায়ক, জনপ্রতিনিধি৷ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দক্ষিণ 24 পরগনার এই অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের কর্মীদের সভায় আসতে বাধা দিয়েছে ৷

BJP Leaders Make Controversial Comments while targeting Trinamool Congress
সভায় ভাষণ দিচ্ছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

ফলে সভার শুরু থেকেই বিজেপির নেতারা আক্রমণাত্মক মেজাজে ছিলেন ৷ প্রত্যেকেই কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের ৷ আর তা করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন কলকাতা পৌরনিগমের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘প্রতিজ্ঞা করতে এসেছি, যারা আমাদের মারল, যারা গাড়ি পোড়াল৷ আমরা এর বদল নয়, বদলা নেব ৷’’

এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘‘একেকটা কর্মীর বদলা আমরা নেব ৷ পঞ্চায়েতে নেব ৷ লোকসভায় নেব ৷ বিধানসভা পর্যন্ত দলটাই থাকবে না ৷’’ তিনি সিপিএমের উদাহরণ টানেন ৷ সিপিএমও একসময় তৃণমূলকে আটকাতে রাস্তা কেটে, পথ অবরোধ করে আন্দোলন করত ৷ কিন্তু শেষ পর্যন্ত যে সিপিএমের হার হয়েছে, সেটাও তিনি মনে করিয়ে দেন ৷

এর পর তিনি নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ নাম না করে তিনি ডায়মন্ড হারবারের সাংসদকে আক্রমণ করেন ৷ কিন্তু সেটা করতে গিয়ে আবার বিতর্কিত মন্তব্য করেন সজল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘ভাইপো তুমি জেনে রাখো শ্মশানে তোমাদের চিতা আমরা তুলব ৷’’

এদিকে শনিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা । এর জেরে অনেকেই সভায় পৌঁছাতে পারেননি বলে অভিযোগ ৷ হটুগঞ্জের কাছে বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই খবর পেয়ে সেখানে যান আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল ৷ সেখানে পুলিশের তাঁর বচসা হয় ৷ পরে তিনি সেখান থেকে সভাস্থলে কর্মী-সমর্থকদের উদ্ধার করে নিয়ে আসেন ৷

তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সজল-অগ্নিমিত্রার

তাই ভাষণ দেওয়ার সময় তিনিও চড়া মেজাজে ছিলেন ৷ এভাবে বিজেপিকে তৃণমূল আটকাতে পারবে না বলেও তিনি দাবি করেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের শাসক দল বিরোধীদের ভয় পাচ্ছে । বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল । বিজেপি তৃণমূলের চোখ রাঙানিকে ভয় পায় না । তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে সভা অনুষ্ঠিত হল । বিজেপি কর্মী সমর্থকদের বহু বাধা সম্মুখীন হতে হয়েছে আগামী পঞ্চায়েত ভোটে সমস্ত হিসেব শোধ করে দেওয়া হবে ।’’ তাঁর মুখে প্রতিশোধের কথাও শোনা যায় ৷

আরও পড়ুন: ডিসেম্বরেই ডায়মন্ড হারবারে বিজয় সমাবেশ করবেন, কেন বললেন শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.