ETV Bharat / state

Marichjhapi Day by BJP : ‘মরিচঝাঁপি দিবসে’ বাম আমলের গণহত্যার তদন্তের দাবিতে বিচ্ছিন্ন দ্বীপে রওনা বিজেপির

author img

By

Published : Jan 31, 2022, 1:02 PM IST

1979 সালে মরিচঝাঁপিতে গণহত্যার প্রতিবাদে বিজেপির তরফে ‘মরিচঝাঁপি দিবস’ পালন (BJP Demands Inquiry Commission for 1979 Marichjhapi Incident) ৷ সেই সঙ্গে তদন্ত কমিশনের দাবিতে এবং সেখানকার মানুষদের পাশে থাকতে আজ বিজেপির একটি প্রতিনিধি দল মরিচঝাঁপির উদ্দেশ্যে রওনা দিয়েছে (BJP Leaders Depart to Marichjhapi Island) ৷

BJP Leaders Depart to Marichjhapi Island
BJP Leaders Depart to Marichjhapi Island

বারুইপুর, 31 জানুয়ারি : রাজ্য বিজেপির নজরে এ বার সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপ ৷ সোমবার বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার পার্টি অফিসে ‘মরিচঝাঁপি’ দিবস পালন করা হয় ৷ উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ মরিচঝাঁপি হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধা জানান বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ এর পর পূর্ব ঘোষণা অনুযায়ী, সেখান থেকে বিজেপির একটি প্রতিনিধি দল আজ মরিচঝাঁপির উদ্দেশ্যে রওনা দিয়েছে (BJP Leaders Depart to Marichjhapi Island) ৷

প্রসঙ্গত, 1979 সালে বাম শাসনে মরিচঝাঁপি দ্বীপে বাংলাদেশি হিন্দু উদ্ববাস্তুদের পুলিশের গুলি করে হত্যার ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি (BJP Demands Inquiry Commission for 1979 Marichjhapi Incident) ৷ সেই নিয়ে এ বার ময়দানে নেমেছে বিজেপি নেতারা ৷ এ দিন বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, প্রতিবছরই রাজ্য বিজেপি মরিচঝাঁপি দিবস পালন করে ৷ কিন্তু, 2011 সালে বাংলায় পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মরিচঝাঁপির বাসিন্দাদের পাশে দাঁড়াননি ? প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পল ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের সরকার রাজনীতির স্বার্থে মরিচঝাঁপি দ্বীপের মানুষদের পাশে দাঁড়াননি ৷

‘মরিচঝাঁপি দিবসে’ বাম আমলের গণহত্যার তদন্তের দাবিতে বিচ্ছিন্ন দ্বীপে রওনা বিজেপির

আরও পড়ুন : AMC Election 2022 : রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে থানা ঘেরাও

তবে, মরিচঝাঁপি দ্বীপে সহসা সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ৷ ফলে সেখানে বিজেপি নেতৃত্বর এই অভিযান পরিস্থিতিকে অশান্ত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অগ্নিমিত্রা পল এ দিন জানান, বিজেপি নেতৃত্ব মরিচঝাঁপি যাচ্ছে, সেখানকার মানুষের পাশে দাঁড়াতে ৷ তিনি অভিযোগ করেছেন, মরিচঝাঁপির মানুষজন খুবই খারাপ অবস্থায় রয়েছেন ৷ 1979 সালে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারের আমলে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তের দাবিতেই সেখানে বিজেপির প্রতিনিধি দল সেখানে যাচ্ছে বলে জানান তিনি ৷

বারুইপুর, 31 জানুয়ারি : রাজ্য বিজেপির নজরে এ বার সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপ ৷ সোমবার বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার পার্টি অফিসে ‘মরিচঝাঁপি’ দিবস পালন করা হয় ৷ উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ মরিচঝাঁপি হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধা জানান বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ এর পর পূর্ব ঘোষণা অনুযায়ী, সেখান থেকে বিজেপির একটি প্রতিনিধি দল আজ মরিচঝাঁপির উদ্দেশ্যে রওনা দিয়েছে (BJP Leaders Depart to Marichjhapi Island) ৷

প্রসঙ্গত, 1979 সালে বাম শাসনে মরিচঝাঁপি দ্বীপে বাংলাদেশি হিন্দু উদ্ববাস্তুদের পুলিশের গুলি করে হত্যার ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি (BJP Demands Inquiry Commission for 1979 Marichjhapi Incident) ৷ সেই নিয়ে এ বার ময়দানে নেমেছে বিজেপি নেতারা ৷ এ দিন বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, প্রতিবছরই রাজ্য বিজেপি মরিচঝাঁপি দিবস পালন করে ৷ কিন্তু, 2011 সালে বাংলায় পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মরিচঝাঁপির বাসিন্দাদের পাশে দাঁড়াননি ? প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পল ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের সরকার রাজনীতির স্বার্থে মরিচঝাঁপি দ্বীপের মানুষদের পাশে দাঁড়াননি ৷

‘মরিচঝাঁপি দিবসে’ বাম আমলের গণহত্যার তদন্তের দাবিতে বিচ্ছিন্ন দ্বীপে রওনা বিজেপির

আরও পড়ুন : AMC Election 2022 : রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে থানা ঘেরাও

তবে, মরিচঝাঁপি দ্বীপে সহসা সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ৷ ফলে সেখানে বিজেপি নেতৃত্বর এই অভিযান পরিস্থিতিকে অশান্ত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অগ্নিমিত্রা পল এ দিন জানান, বিজেপি নেতৃত্ব মরিচঝাঁপি যাচ্ছে, সেখানকার মানুষের পাশে দাঁড়াতে ৷ তিনি অভিযোগ করেছেন, মরিচঝাঁপির মানুষজন খুবই খারাপ অবস্থায় রয়েছেন ৷ 1979 সালে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারের আমলে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তের দাবিতেই সেখানে বিজেপির প্রতিনিধি দল সেখানে যাচ্ছে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.