ETV Bharat / state

বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ ব্রাত্য বসুর - South 24 Parganas

পাথরপ্রতিমার সভা থেকে ব্রাত্য বসু ও দেবাংশু ভট্টাচার্য একযোগে আক্রমণ করেন বিজেপিকে ৷

দক্ষিণ 24 পরগনা
দক্ষিণ 24 পরগনা
author img

By

Published : Jan 20, 2021, 8:34 PM IST

পাথরপ্রতিমা, 20 জানুয়ারি : ফের একবার বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ করল তৃণমূল ৷ আজ পাথরপ্রতিমায় সভা করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু ৷ সভা থেকে তিনি নাম না করে মুকুল রায় ও দিলীপ ঘোষকে বহিরাগত বলে কটাক্ষ করেন ৷

যে সব নেতা-নেত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের 'বিভীষণ' ও 'মীরজাফর' বলেও আক্রমণ করেন ব্রাত্য বসু ৷ বলেন, "যারা ভোটের আগে পার্টি আমায় কী দিল হিসাব না করে, কী দিল না হিসাব করে, তারা বিভীষণ, তারাই মিরজাফর । তৃণমূল ছেড়ে যে সকল নেতা বিজেপিতে যোগদান করছে সেই সকল নেতাকে মুখ্যমন্ত্রী ও উপমন্ত্রীর লোভ দেখাচ্ছে ।" তিনি আরও বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কোনও নেতার নাম প্রস্তাব করতে পারেনি ।" পাশাপাশি ন্যানো কারখানা নিয়ে তিনি বলেন, "সিঙ্গুর থেকে সানন্দে চলে গিয়েছিল ন্যানো । মাত্র দেড় হাজার লোকের চাকরি হয়েছিল । 3 বছর পর গুজরাত থেকে কারখানা উঠে গিয়েছে ।"

আরও পড়ুন : এবার শুভেন্দুর মিছিল থেকে শোনা গেল 'দেশ কে গদ্দারো কো গোলি মারো'

এদিনের সভাতে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা সহ অন্যরা । সভা থেকে দেবাংশু ভট্টাচার্য বলেন, "ভারতবর্ষে কটি রাজ্য আছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এক মহিলা ৷ মহিলা ছাড়া আপনাদের কথা কে ভাববে ।" দলত্যাগীদের "বেইমান, গাদ্দার" বলে কটাক্ষ করেন ৷

পাথরপ্রতিমা, 20 জানুয়ারি : ফের একবার বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ করল তৃণমূল ৷ আজ পাথরপ্রতিমায় সভা করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু ৷ সভা থেকে তিনি নাম না করে মুকুল রায় ও দিলীপ ঘোষকে বহিরাগত বলে কটাক্ষ করেন ৷

যে সব নেতা-নেত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের 'বিভীষণ' ও 'মীরজাফর' বলেও আক্রমণ করেন ব্রাত্য বসু ৷ বলেন, "যারা ভোটের আগে পার্টি আমায় কী দিল হিসাব না করে, কী দিল না হিসাব করে, তারা বিভীষণ, তারাই মিরজাফর । তৃণমূল ছেড়ে যে সকল নেতা বিজেপিতে যোগদান করছে সেই সকল নেতাকে মুখ্যমন্ত্রী ও উপমন্ত্রীর লোভ দেখাচ্ছে ।" তিনি আরও বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কোনও নেতার নাম প্রস্তাব করতে পারেনি ।" পাশাপাশি ন্যানো কারখানা নিয়ে তিনি বলেন, "সিঙ্গুর থেকে সানন্দে চলে গিয়েছিল ন্যানো । মাত্র দেড় হাজার লোকের চাকরি হয়েছিল । 3 বছর পর গুজরাত থেকে কারখানা উঠে গিয়েছে ।"

আরও পড়ুন : এবার শুভেন্দুর মিছিল থেকে শোনা গেল 'দেশ কে গদ্দারো কো গোলি মারো'

এদিনের সভাতে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা সহ অন্যরা । সভা থেকে দেবাংশু ভট্টাচার্য বলেন, "ভারতবর্ষে কটি রাজ্য আছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এক মহিলা ৷ মহিলা ছাড়া আপনাদের কথা কে ভাববে ।" দলত্যাগীদের "বেইমান, গাদ্দার" বলে কটাক্ষ করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.