ETV Bharat / state

বিজেপি হল তৃণমূলের প্রাক্তনীদের কমিটি, ভাঙড়ে কটাক্ষ সুজনের

রবিবার ভাঙড়ের ভোজেরহাটের সভায় সুজন চক্রবর্তী বলেন, বিজেপি আর তৃণমূলের চক্করে পড়ে মানুষের সর্বনাশ হচ্ছে । মানুষ বিভ্রান্ত । বিজেপি আর তৃণমূল মিলে হয়েছে বিজেমূল ।

BJP is a committee of TMC alumni-sneer by-cpi-m-leader-sujan-chakraborty
BJP is a committee of TMC alumni-sneer by-cpi-m-leader-sujan-chakraborty
author img

By

Published : Jan 17, 2021, 10:32 PM IST

ভাঙড়, 17 জানুয়ারি: জিয়ন কাঠি দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল ৷ ভাঙড়ের জনসভায় মন্তব্য সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তীর । তাঁর মেত বিজেপি হল তৃণমূলের প্রাক্তনীদের কমিটি ৷

আজ ডিওয়াইএফআই-এর সমাবেশ ছিল ভাঙড়ে । সভাতে ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলী-সহ বাম নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজন চক্রবর্তী একাধিক ইশুতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন । তোলেন সারদা, নারদা প্রসঙ্গ ৷ দাবি করেন, বাংলায় জিয়ন কাঠি দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল । বলেন, তৃণমূলকে শেষ করতে মোদি বা শাহ-র দরকার হবে না । সারদা ও নারদা নিয়ে সিআইডি সঠিক তদন্ত করলে তাতেই নবান্নের সব ঘর ফাঁকা হয়ে যাবে ৷ ভাঙড় থেকে আব্বাস সিদ্দিকীর নতুন দলের সঙ্গে জোট গড়ার বার্তাও দিলেন সজুন ।

সুজন চক্রবর্তী বলেন, "এবারের নির্বাচনে বাজিমাত করবে বামেরা । কোনও দল এককভাবে জিততে পারবে না বলেই সবাই বামেদের ডাকছে । একুশের নির্বাচনে আসল ঘোড়া বামেরা ।"

ভাঙড়ে নির্বাচনী সভায় সুজন চক্রবর্তী ৷

আরও পড়ুন : বিধানসভার অধিবেশনের দিন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধীদের

রবিবার ভোজেরহাটের সভায় সুজন আরও বলেন, "বিজেপি ও তৃণমূলের চক্করে পড়ে মানুষের সর্বনাশ হচ্ছে । মানুষ আজ বিভ্রান্ত । বিজেপি আর তৃণমূল মিলে হয়েছে বিজেমূল । লড়াইটা এখন কি দাঁড়াচ্ছে মুকুল রায় বনাম তৃণমূল, না কি শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল, নাকি শোভন-বৈশাখি বনাম তৃণমূল । বিজেপি বলছে আমাকে ভোট না দিলে তৃণমূলকে দাও । তৃণমূল বলছে, আমাকে ভোট না দিলে বিজেপিকে দাও । মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই । "

আরও পডুন: ভাইপো-পিকে দল চালায়, শুভেন্দুর আর দরকার নেই : সুজন

সুজন চক্রবর্তী কথায়, "মানুষের সঙ্গে যোগাযোগ রেখে, মানুষের কাছে গিয়ে সিপিএমকে ঘুরে দাঁড়াতে হবে । আমাদের দলের এত টাকা নেই যে চ্যানেল কিনে মানুষের কাছে হাজির হব । মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আমাদের ।"

ভাঙড়, 17 জানুয়ারি: জিয়ন কাঠি দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল ৷ ভাঙড়ের জনসভায় মন্তব্য সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তীর । তাঁর মেত বিজেপি হল তৃণমূলের প্রাক্তনীদের কমিটি ৷

আজ ডিওয়াইএফআই-এর সমাবেশ ছিল ভাঙড়ে । সভাতে ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলী-সহ বাম নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজন চক্রবর্তী একাধিক ইশুতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন । তোলেন সারদা, নারদা প্রসঙ্গ ৷ দাবি করেন, বাংলায় জিয়ন কাঠি দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল । বলেন, তৃণমূলকে শেষ করতে মোদি বা শাহ-র দরকার হবে না । সারদা ও নারদা নিয়ে সিআইডি সঠিক তদন্ত করলে তাতেই নবান্নের সব ঘর ফাঁকা হয়ে যাবে ৷ ভাঙড় থেকে আব্বাস সিদ্দিকীর নতুন দলের সঙ্গে জোট গড়ার বার্তাও দিলেন সজুন ।

সুজন চক্রবর্তী বলেন, "এবারের নির্বাচনে বাজিমাত করবে বামেরা । কোনও দল এককভাবে জিততে পারবে না বলেই সবাই বামেদের ডাকছে । একুশের নির্বাচনে আসল ঘোড়া বামেরা ।"

ভাঙড়ে নির্বাচনী সভায় সুজন চক্রবর্তী ৷

আরও পড়ুন : বিধানসভার অধিবেশনের দিন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধীদের

রবিবার ভোজেরহাটের সভায় সুজন আরও বলেন, "বিজেপি ও তৃণমূলের চক্করে পড়ে মানুষের সর্বনাশ হচ্ছে । মানুষ আজ বিভ্রান্ত । বিজেপি আর তৃণমূল মিলে হয়েছে বিজেমূল । লড়াইটা এখন কি দাঁড়াচ্ছে মুকুল রায় বনাম তৃণমূল, না কি শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল, নাকি শোভন-বৈশাখি বনাম তৃণমূল । বিজেপি বলছে আমাকে ভোট না দিলে তৃণমূলকে দাও । তৃণমূল বলছে, আমাকে ভোট না দিলে বিজেপিকে দাও । মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই । "

আরও পডুন: ভাইপো-পিকে দল চালায়, শুভেন্দুর আর দরকার নেই : সুজন

সুজন চক্রবর্তী কথায়, "মানুষের সঙ্গে যোগাযোগ রেখে, মানুষের কাছে গিয়ে সিপিএমকে ঘুরে দাঁড়াতে হবে । আমাদের দলের এত টাকা নেই যে চ্যানেল কিনে মানুষের কাছে হাজির হব । মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আমাদের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.