মন্দিরবাজার, 9 অগস্ট : রবিবার মন্দিরবাজার থেকে জেলা কমিটির মিটিং সেরে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হন মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি দীপঙ্কর জানা । দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
দলীয় কর্মীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনে কাকদ্বীপের তৃণমূল প্রার্থী প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হন দীপঙ্কর জানা । সেই ভোটের সময় থেকেই তৃণমূলের সঙ্গে দীপঙ্করবাবুর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন কর্মীরা ৷ কর্মীদের আরও অভিযোগ, তাঁদের কাউকে দলীয় কর্মসূচিতে ডাকা হয় না ।
মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি হয়েও সংগঠন মজবুত করতে ব্যর্থ হন দীপঙ্কর জানা । রবিবার দলীয় মিটিং সেরে বেরোনোর সময় দীপঙ্কর জানার উপর চড়াও হন দলীয় কর্মীরা ৷ মারধরের পাশাপাশি মুখে কালি লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : illegal drugs : কুলতলিতে বেআইনি মাদক-সহ গ্রেফতার 3
খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও এই বিষয়ে মথুরাপুরের বিজেপি নেতা পলাশ রানা জানান, বিজেপি একাধিক কর্মসূচি নিয়ে রবিবার মন্দিরবাজারে একটি সভার আয়োজন করে ৷ মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই সভায় মহিলা মোর্চার সঙ্গে যুব মোর্চার মধ্যে কিছু বিষয় নিয়ে বাকবিতন্ডা শুরু হয় । সেই বাকবিতণ্ডা থামাতে ছুটে আসেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দীপঙ্কর জানা ৷ সেই সময়ে কয়েকজন দুষ্কৃতীরা দীপঙ্করবাবুর ওপর হামলা চালায় ও জামায় কালি দিয়ে চম্পট দেয় । ইতিমধ্যেই এই ঘটনা মন্দিরবাজার থানায় জানানো হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ।
বিজেপির গোষ্ঠীকোন্দলের বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷