ETV Bharat / state

Post Poll Violence: জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে হুমকির অভিযোগ, বাড়ির সামনে রাখা হল সাদা থান ও ফুল - TMC

নামখানায় জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্ট হওয়ায় হুমকির অভিযোগ ৷ নামখানার নারায়ণপুরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে আক্রান্ত তৃণমূল কর্মী তরুণ জানা ৷ যদিও, বিজেপির তরফে অভিযোগ খারজি করা হয়েছে ৷

Post Poll Violence ETV BHARAT
Post Poll Violence
author img

By

Published : Jul 18, 2023, 11:10 AM IST

বিজেপির বিরুদ্ধে জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে হুমকির অভিযোগ

নামখানা, 18 জুলাই: পঞ্চায়েত নির্বাচন মিটেছে ৷ আর তার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে ৷ এবার খোদ আক্রান্ত হলেন শাসক শিবিরের এক কর্মী ৷ তবে, হামলা হয়নি তাঁর উপর ৷ অভিযোগ নির্বাচনে তৃণমূলের এজেন্ট হওয়া তরুণ জানার বাড়ির সামনে ফুলের মালা, সাদা থান ও মিষ্টি রেখে গিয়েছে কেউ বা কারা ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 257 নম্বর বুথের ঘটনাটি এটি ৷ জয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর নির্বাচনী এজেন্ট হয়েছিলেন বলে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তরুণ জানার ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

তরুণ জানা অভিযোগ করেছেন, সোমবার তাঁর বাড়ির সামনে কেউ বা কারা একটি সাদা থান, মালা ও মিষ্টি রেখে দিয়ে চলে যায় ৷ ঘটনাটি নজরে আসার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে তাঁর পরিবার ৷ তরুণ জানা বলেন, ‘‘আমি পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর এজেন্ট হয়েছিলাম বলেই, আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে ৷ আমাকে ভয় দেখানো হচ্ছে ৷’’ আর জয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর দাবি, ‘‘নির্বাচনে হেরে যাওয়ার পর এলাকা অশান্ত করতে পায়ে-পা তুলে ঝামেলা করতে আসছে বিজেপি ৷ আমারই এজেন্টকে ভয় দেখানো হচ্ছে ৷ পুলিশকে জানানো হয়েছে ৷ খুব তাড়াতাড়ি অভিযুক্তরা ধরা পড়বে ৷’’

কিন্তু, এই ঘটনায় কিছুটা তাজ্জব স্থানীয় রাজনৈতিকমহল ৷ বিশেষত বিরোধী শিবির ৷ কারণ, যেখানেই তৃণমূল জিতেছে, সেখানকার বিরোধী প্রার্থী এবং এজেন্টদের বাড়িতে হামলা চালানোর অথবা ভয় দেখানোর অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় ৷ সেখানে হেরে যাওয়ার পরেও বিজেপির তরফে জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে ভয় দেখানোর ঘটনা বিরল ৷ তবে, এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ এলাকার বিজেপির মণ্ডল সহ-সভাপতি অনুপ সামন্তর পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হুমকি দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার অভিযোগ, পার্টি অফিসে ঠাঁই 500 ঘরছাড়া বিজেপি কর্মীর

পুরো বিষয়টিতে নামখানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণ জানা ৷ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখেও গিয়েছে ৷ হুমকি হিসেবে রেখে যাওয়া জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তদন্ত করে দ্রুত অভিযুক্তদের ধরার আশ্বাস দেওয়া হয়েছে ৷

বিজেপির বিরুদ্ধে জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে হুমকির অভিযোগ

নামখানা, 18 জুলাই: পঞ্চায়েত নির্বাচন মিটেছে ৷ আর তার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে ৷ এবার খোদ আক্রান্ত হলেন শাসক শিবিরের এক কর্মী ৷ তবে, হামলা হয়নি তাঁর উপর ৷ অভিযোগ নির্বাচনে তৃণমূলের এজেন্ট হওয়া তরুণ জানার বাড়ির সামনে ফুলের মালা, সাদা থান ও মিষ্টি রেখে গিয়েছে কেউ বা কারা ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 257 নম্বর বুথের ঘটনাটি এটি ৷ জয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর নির্বাচনী এজেন্ট হয়েছিলেন বলে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তরুণ জানার ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

তরুণ জানা অভিযোগ করেছেন, সোমবার তাঁর বাড়ির সামনে কেউ বা কারা একটি সাদা থান, মালা ও মিষ্টি রেখে দিয়ে চলে যায় ৷ ঘটনাটি নজরে আসার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে তাঁর পরিবার ৷ তরুণ জানা বলেন, ‘‘আমি পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর এজেন্ট হয়েছিলাম বলেই, আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে ৷ আমাকে ভয় দেখানো হচ্ছে ৷’’ আর জয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর দাবি, ‘‘নির্বাচনে হেরে যাওয়ার পর এলাকা অশান্ত করতে পায়ে-পা তুলে ঝামেলা করতে আসছে বিজেপি ৷ আমারই এজেন্টকে ভয় দেখানো হচ্ছে ৷ পুলিশকে জানানো হয়েছে ৷ খুব তাড়াতাড়ি অভিযুক্তরা ধরা পড়বে ৷’’

কিন্তু, এই ঘটনায় কিছুটা তাজ্জব স্থানীয় রাজনৈতিকমহল ৷ বিশেষত বিরোধী শিবির ৷ কারণ, যেখানেই তৃণমূল জিতেছে, সেখানকার বিরোধী প্রার্থী এবং এজেন্টদের বাড়িতে হামলা চালানোর অথবা ভয় দেখানোর অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় ৷ সেখানে হেরে যাওয়ার পরেও বিজেপির তরফে জয়ী তৃণমূল প্রার্থীর এজেন্টকে ভয় দেখানোর ঘটনা বিরল ৷ তবে, এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ এলাকার বিজেপির মণ্ডল সহ-সভাপতি অনুপ সামন্তর পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হুমকি দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার অভিযোগ, পার্টি অফিসে ঠাঁই 500 ঘরছাড়া বিজেপি কর্মীর

পুরো বিষয়টিতে নামখানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণ জানা ৷ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখেও গিয়েছে ৷ হুমকি হিসেবে রেখে যাওয়া জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তদন্ত করে দ্রুত অভিযুক্তদের ধরার আশ্বাস দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.