ETV Bharat / state

বিষ্ণুপুরে মহিলা মোর্চার কর্মীকে গুলি, তৃণমূলের বিরুদ্ধে সরব BJP - লকেট চট্টোপাধ্যায়

ঘড়িতে সকাল 11টা ৷ এমন সময় একদল লোক বাড়িতে চড়াও হয় ৷ বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাধারানি ৷ তখনই তাঁর কাছে অরুণ বাড়িতে আছে কি না জানতে চাওয়া হয় ৷ রাধারানি কিছু বলতে না চাওয়ায় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ আগ্নেয়াস্ত্র বের করে গুলি করা হয় তাঁকে ৷

বিষ্ণুপুর
বিষ্ণুপুর
author img

By

Published : Sep 7, 2020, 8:16 PM IST

Updated : Sep 7, 2020, 9:38 PM IST

বিষ্ণুপুর, 7 সেপ্টেম্বর : দিন-দুপুরে বাড়ির ভেতরে ঢুকে বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মীকে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনায় গুরুতর জখম হন বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্কর ৷ গুলির শব্দে শুনে পাড়া-প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন রাধারানি ৷ তাঁঁকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীরা ৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷ রাধারানি নস্কর বিষ্ণুপুরের কুলেরদাঁড়ি গ্রামপঞ্চায়েতের 102 নম্বর বুথের BJP-র সহ-সভাপতি ৷ এবং তাঁর স্বামী অরুণ নস্কর ওই একই বুথের সভাপতি ৷ BJP-র মহিলা মোর্চার কর্মীর বাড়িতে এইভাবে ঢুকে গুলি করার পেছনে শাষকদলের হাত রয়েছে বলে দাবি করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

তখন ঘড়িতে সকাল 11টা ৷ বাড়ির কিছু কাজের জন্য বেরিয়েছিলেন অরুণ নস্কর ৷ বাড়িতে ছিলেন রাধারানি ও তাঁদের ছয় বছরের একমাত্র ছেলে ৷ এমন সময় একদল ব্যক্তি বাড়িতে চড়াও হয় ৷ বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাধারানি ৷ তখনই তাঁর কাছে অরুণ বাড়িতে আছে কি না জানতে চাওয়া হয় ৷ রাধারানি কিছু বলতে না চাওয়ায় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ পালটা দুষ্কৃতীদের উদ্দেশ্যে ঝাঁটা ছুড়েন রাধারানি ৷ অভিযোগ, তখনই দুষ্কৃতীদের মধ্যে থেকে একজন আগ্নেয়াস্ত্র বের করে রাধারানিকে গুলি করে ৷ স্থানীয় সূত্রে খবর, মাথার বাঁদিকে গুলি লাগে তাঁর। এরপরই ঘটনাস্থান ছেড়ে পালায় দুষ্কৃতীরা ৷ গুলির শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় মাটিয়ে পড়ে রয়েছেন রাধারানি নস্কর ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মোটরবাইকে করে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে ।

আরও পড়ুন:"মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন", মমতাকে আক্রমণ লকেটের

যদিও, BJP কর্মীকে গুলির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস মাইতি । তিনি বলেন, "‌‌এই ঘটনার সঙ্গে তৃণমূলে যোগ নেই ৷ তৃণমূল দলটার বদনাম করার জন্য এই অভিযোগ করা হয়েছে ৷" পালটা BJP-র প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বলেন, " BJP-র উত্থান তৃণমূল সহ্য করতে পারছে না ৷ তাই BJP-নেতা-কর্মীদের খুন করে এলাকা দখলের চেষ্টা করছে তৃণমূল ৷"

এই ঘটনার প্রতিবাদে সবর হয়েছেন BJP-র হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ BJP-র মহিলাকর্মীর বাড়িতে ঢুকে গুলি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ তুলেছেন তিনি ৷ আজ টুইট করে তিনি লেখেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্করকে গুলি করেছে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷" এই ঘটনা ঘটার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি ৷ লেখেন, "এখন রাজ্যের মহিলাদের ক্ষমাহীনভাবে খুন করা হচ্ছে ৷ নতুন করে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন ৷"

  • তৃণমূলের বর্বরোচিত হামলার শিকার বিজেপি সদস্যা। অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের, বিষ্ণুপুরের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ শ্রীমতি রাধারানী নস্করের মাথায় গুলি চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মানুষ এই নৃশংস হিংসার জবাব দেবে। pic.twitter.com/d0XvR6CB6s

    — Kailash Vijayvargiya (@KailashOnline) September 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনার সমালোচনায় সরব BJP-র রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ এই ঘটনার জন্য তিনিও তৃণমূলকেই দায়ি করেছেন ৷ তিনি আজ সন্ধেয় টুইটে লেখেন, "তৃণমূলের বর্বরোচিত হামলার শিকার BJP-র মহিলা সদস্য । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের, বিষ্ণুপুরের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ শ্রীমতি রাধারানি নস্করের মাথায় গুলি চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী । তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । মানুষ এই নৃশংস হিংসার জবাব দেবে ।"

বিষ্ণুপুর, 7 সেপ্টেম্বর : দিন-দুপুরে বাড়ির ভেতরে ঢুকে বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মীকে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনায় গুরুতর জখম হন বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্কর ৷ গুলির শব্দে শুনে পাড়া-প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন রাধারানি ৷ তাঁঁকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীরা ৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷ রাধারানি নস্কর বিষ্ণুপুরের কুলেরদাঁড়ি গ্রামপঞ্চায়েতের 102 নম্বর বুথের BJP-র সহ-সভাপতি ৷ এবং তাঁর স্বামী অরুণ নস্কর ওই একই বুথের সভাপতি ৷ BJP-র মহিলা মোর্চার কর্মীর বাড়িতে এইভাবে ঢুকে গুলি করার পেছনে শাষকদলের হাত রয়েছে বলে দাবি করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

তখন ঘড়িতে সকাল 11টা ৷ বাড়ির কিছু কাজের জন্য বেরিয়েছিলেন অরুণ নস্কর ৷ বাড়িতে ছিলেন রাধারানি ও তাঁদের ছয় বছরের একমাত্র ছেলে ৷ এমন সময় একদল ব্যক্তি বাড়িতে চড়াও হয় ৷ বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাধারানি ৷ তখনই তাঁর কাছে অরুণ বাড়িতে আছে কি না জানতে চাওয়া হয় ৷ রাধারানি কিছু বলতে না চাওয়ায় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ পালটা দুষ্কৃতীদের উদ্দেশ্যে ঝাঁটা ছুড়েন রাধারানি ৷ অভিযোগ, তখনই দুষ্কৃতীদের মধ্যে থেকে একজন আগ্নেয়াস্ত্র বের করে রাধারানিকে গুলি করে ৷ স্থানীয় সূত্রে খবর, মাথার বাঁদিকে গুলি লাগে তাঁর। এরপরই ঘটনাস্থান ছেড়ে পালায় দুষ্কৃতীরা ৷ গুলির শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় মাটিয়ে পড়ে রয়েছেন রাধারানি নস্কর ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মোটরবাইকে করে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে ।

আরও পড়ুন:"মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন", মমতাকে আক্রমণ লকেটের

যদিও, BJP কর্মীকে গুলির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস মাইতি । তিনি বলেন, "‌‌এই ঘটনার সঙ্গে তৃণমূলে যোগ নেই ৷ তৃণমূল দলটার বদনাম করার জন্য এই অভিযোগ করা হয়েছে ৷" পালটা BJP-র প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বলেন, " BJP-র উত্থান তৃণমূল সহ্য করতে পারছে না ৷ তাই BJP-নেতা-কর্মীদের খুন করে এলাকা দখলের চেষ্টা করছে তৃণমূল ৷"

এই ঘটনার প্রতিবাদে সবর হয়েছেন BJP-র হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ BJP-র মহিলাকর্মীর বাড়িতে ঢুকে গুলি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ তুলেছেন তিনি ৷ আজ টুইট করে তিনি লেখেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্করকে গুলি করেছে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷" এই ঘটনা ঘটার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি ৷ লেখেন, "এখন রাজ্যের মহিলাদের ক্ষমাহীনভাবে খুন করা হচ্ছে ৷ নতুন করে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন ৷"

  • তৃণমূলের বর্বরোচিত হামলার শিকার বিজেপি সদস্যা। অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের, বিষ্ণুপুরের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ শ্রীমতি রাধারানী নস্করের মাথায় গুলি চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মানুষ এই নৃশংস হিংসার জবাব দেবে। pic.twitter.com/d0XvR6CB6s

    — Kailash Vijayvargiya (@KailashOnline) September 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনার সমালোচনায় সরব BJP-র রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ এই ঘটনার জন্য তিনিও তৃণমূলকেই দায়ি করেছেন ৷ তিনি আজ সন্ধেয় টুইটে লেখেন, "তৃণমূলের বর্বরোচিত হামলার শিকার BJP-র মহিলা সদস্য । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের, বিষ্ণুপুরের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ শ্রীমতি রাধারানি নস্করের মাথায় গুলি চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী । তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । মানুষ এই নৃশংস হিংসার জবাব দেবে ।"

Last Updated : Sep 7, 2020, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.