ETV Bharat / state

Bidyut Baran Gayen কোন উপায়ে সম্পদ বৃদ্ধি বিদ্যুৎবরণের, জানা নেই আত্মীয়দের - বোলপুর পৌরসভা

তৃণমূল জমানাতেই সম্পদ বেড়েছিল গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের (Bidyut Baran Gayen) ৷ যদিও কীভাবে এমনটা সম্ভব হল, তা জানা নেই বিদ্যুৎবরণের জয়নগরের আত্মীয় ও প্রতিবেশীদের ৷

Bidyut Baran Gayen Relatives do not have any idea about his Disproportionate Assets
Bidyut Baran Gayen কোন উপায়ে সম্পদ বৃদ্ধি বিদ্যুৎবরণের, জানা নেই আত্মীয়দের
author img

By

Published : Aug 24, 2022, 4:33 PM IST

জয়নগর, 24 অগস্ট: গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই বেশ কয়েকটি নাম লাগাতার সংবাদ শিরোনামে থাকছে ৷ তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন (Bidyut Baran Gayen) ৷ সিবিআই (CBI)-এর দাবি, বোলপুর পৌরসভার (Bolpur Municipality) একজন অত্যন্ত সাধারণ কর্মী হওয়া সত্ত্বেও অঢেল সম্পত্তির মালিক এই বিদ্যুৎবরণ ৷ তাঁর এই বাড়বাড়ন্তের নেপথ্যে অনুব্রত 'হাতযশ' রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের ৷ ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ তাদের হাতে এই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু গুরুত্ব নথিও এসেছে ৷ বুধবারই তাঁকে আটক করে সিবিআই ৷

বিদ্যুবরণ গায়েন আসলে কে ? তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের পরিচয় ও ঘনিষ্ঠতা হল কীভাবে ? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ উত্তর খুঁজছি আমরাও ৷ বিদ্যুৎবরণের অতীত জানতে দক্ষিণ 24 পরগনার জয়নগরে পৌঁছে গিয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ জানা গেল অনেক অজানা তথ্য ৷

Bidyut Baran Gayen Relatives do not have any idea about his Disproportionate Assets
সুকন্যা মণ্ডলের সঙ্গে বিদ্যুৎবরণ গায়েন ৷

আরও পড়ুন: অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

সূত্রের দাবি, আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার ভবানীমারি গ্রামের বাসিন্দা ছিলেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তাঁর বাবা পঞ্চানন গায়েন বোলপুরের স্বাস্থ্য দফতরে চাকরি করতেন ৷ সেই সূত্রেই বোলপুরে যাতায়াত ছিল বিদ্যুৎবরণের ৷ ভবানীমারি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রায় দুই দশক আগে সপরিবারে বীরভূমে চলে যান বিদ্যুৎবরণ ৷ চাকরি সূত্রেই তাঁর এই বাসস্থান বদল ঘটেছিল ৷ প্রাথমিকভাবে বোলপুর পৌরসভার একজন অস্থায়ী কর্মী ছিলেন বিদ্যুৎবরণ ৷ কিন্তু, রাজ্যে পালাবদল ঘটার পরই তাঁর চাকরি পাকা হয় ৷ আর সেই সময় থেকেই নাকি তাঁর প্রভাব, প্রতিপত্তি এবং সম্পদ বাড়তে শুরু করে (Disproportionate Assets) ! যদিও এ নিয়ে বিস্তারিতভাবে কেউ কোনও কথা বলতে চাননি ৷

বিদ্যুৎবরণ গায়েনের জয়নগরের পাড়ায় ইটিভি ভারত ৷

বিদ্যুৎবরণের প্রতিবেশী এবং পরিজনদের দাবি, বীরভূমে নিজের পাকা বাড়ি তৈরি করেছিলেন বিদ্যুৎ ৷ কিন্তু, তারপরও জয়নগরের প্রতি তাঁর টান কমেনি ৷ এখানকার বাড়িটিকেও নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি ৷ তবে, খুব বেশি এখানে থাকতেন না ৷ শেষবার, কয়েক মাস আগে জয়নগরের বাড়িতে এসেছিলেন বিদ্যুৎবরণ ৷ সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও ছিলেন ৷ সেই সময় গ্রামে একটি পুজো ছিল ৷ অনুব্রতর সঙ্গে যে বিদ্যুৎবরণের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্য়েই এই বিষয়ে অনেক খবর সামনে এসেছে ৷ তবে, এই ঘনিষ্ঠতার সূত্রপাত কীভাবে হল, তা তাঁদের জানা নেই বলেই দাবি করেছেন জয়নগরে বিদ্যুৎবরণের আত্মীয় ও পরিজনরা ৷

জয়নগর, 24 অগস্ট: গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই বেশ কয়েকটি নাম লাগাতার সংবাদ শিরোনামে থাকছে ৷ তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন (Bidyut Baran Gayen) ৷ সিবিআই (CBI)-এর দাবি, বোলপুর পৌরসভার (Bolpur Municipality) একজন অত্যন্ত সাধারণ কর্মী হওয়া সত্ত্বেও অঢেল সম্পত্তির মালিক এই বিদ্যুৎবরণ ৷ তাঁর এই বাড়বাড়ন্তের নেপথ্যে অনুব্রত 'হাতযশ' রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের ৷ ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ তাদের হাতে এই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু গুরুত্ব নথিও এসেছে ৷ বুধবারই তাঁকে আটক করে সিবিআই ৷

বিদ্যুবরণ গায়েন আসলে কে ? তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের পরিচয় ও ঘনিষ্ঠতা হল কীভাবে ? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ উত্তর খুঁজছি আমরাও ৷ বিদ্যুৎবরণের অতীত জানতে দক্ষিণ 24 পরগনার জয়নগরে পৌঁছে গিয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ জানা গেল অনেক অজানা তথ্য ৷

Bidyut Baran Gayen Relatives do not have any idea about his Disproportionate Assets
সুকন্যা মণ্ডলের সঙ্গে বিদ্যুৎবরণ গায়েন ৷

আরও পড়ুন: অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

সূত্রের দাবি, আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার ভবানীমারি গ্রামের বাসিন্দা ছিলেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তাঁর বাবা পঞ্চানন গায়েন বোলপুরের স্বাস্থ্য দফতরে চাকরি করতেন ৷ সেই সূত্রেই বোলপুরে যাতায়াত ছিল বিদ্যুৎবরণের ৷ ভবানীমারি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রায় দুই দশক আগে সপরিবারে বীরভূমে চলে যান বিদ্যুৎবরণ ৷ চাকরি সূত্রেই তাঁর এই বাসস্থান বদল ঘটেছিল ৷ প্রাথমিকভাবে বোলপুর পৌরসভার একজন অস্থায়ী কর্মী ছিলেন বিদ্যুৎবরণ ৷ কিন্তু, রাজ্যে পালাবদল ঘটার পরই তাঁর চাকরি পাকা হয় ৷ আর সেই সময় থেকেই নাকি তাঁর প্রভাব, প্রতিপত্তি এবং সম্পদ বাড়তে শুরু করে (Disproportionate Assets) ! যদিও এ নিয়ে বিস্তারিতভাবে কেউ কোনও কথা বলতে চাননি ৷

বিদ্যুৎবরণ গায়েনের জয়নগরের পাড়ায় ইটিভি ভারত ৷

বিদ্যুৎবরণের প্রতিবেশী এবং পরিজনদের দাবি, বীরভূমে নিজের পাকা বাড়ি তৈরি করেছিলেন বিদ্যুৎ ৷ কিন্তু, তারপরও জয়নগরের প্রতি তাঁর টান কমেনি ৷ এখানকার বাড়িটিকেও নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি ৷ তবে, খুব বেশি এখানে থাকতেন না ৷ শেষবার, কয়েক মাস আগে জয়নগরের বাড়িতে এসেছিলেন বিদ্যুৎবরণ ৷ সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও ছিলেন ৷ সেই সময় গ্রামে একটি পুজো ছিল ৷ অনুব্রতর সঙ্গে যে বিদ্যুৎবরণের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্য়েই এই বিষয়ে অনেক খবর সামনে এসেছে ৷ তবে, এই ঘনিষ্ঠতার সূত্রপাত কীভাবে হল, তা তাঁদের জানা নেই বলেই দাবি করেছেন জয়নগরে বিদ্যুৎবরণের আত্মীয় ও পরিজনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.