ETV Bharat / state

Bidyut Baran Gayen কোন উপায়ে সম্পদ বৃদ্ধি বিদ্যুৎবরণের, জানা নেই আত্মীয়দের

তৃণমূল জমানাতেই সম্পদ বেড়েছিল গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের (Bidyut Baran Gayen) ৷ যদিও কীভাবে এমনটা সম্ভব হল, তা জানা নেই বিদ্যুৎবরণের জয়নগরের আত্মীয় ও প্রতিবেশীদের ৷

Bidyut Baran Gayen Relatives do not have any idea about his Disproportionate Assets
Bidyut Baran Gayen কোন উপায়ে সম্পদ বৃদ্ধি বিদ্যুৎবরণের, জানা নেই আত্মীয়দের
author img

By

Published : Aug 24, 2022, 4:33 PM IST

জয়নগর, 24 অগস্ট: গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই বেশ কয়েকটি নাম লাগাতার সংবাদ শিরোনামে থাকছে ৷ তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন (Bidyut Baran Gayen) ৷ সিবিআই (CBI)-এর দাবি, বোলপুর পৌরসভার (Bolpur Municipality) একজন অত্যন্ত সাধারণ কর্মী হওয়া সত্ত্বেও অঢেল সম্পত্তির মালিক এই বিদ্যুৎবরণ ৷ তাঁর এই বাড়বাড়ন্তের নেপথ্যে অনুব্রত 'হাতযশ' রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের ৷ ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ তাদের হাতে এই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু গুরুত্ব নথিও এসেছে ৷ বুধবারই তাঁকে আটক করে সিবিআই ৷

বিদ্যুবরণ গায়েন আসলে কে ? তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের পরিচয় ও ঘনিষ্ঠতা হল কীভাবে ? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ উত্তর খুঁজছি আমরাও ৷ বিদ্যুৎবরণের অতীত জানতে দক্ষিণ 24 পরগনার জয়নগরে পৌঁছে গিয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ জানা গেল অনেক অজানা তথ্য ৷

Bidyut Baran Gayen Relatives do not have any idea about his Disproportionate Assets
সুকন্যা মণ্ডলের সঙ্গে বিদ্যুৎবরণ গায়েন ৷

আরও পড়ুন: অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

সূত্রের দাবি, আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার ভবানীমারি গ্রামের বাসিন্দা ছিলেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তাঁর বাবা পঞ্চানন গায়েন বোলপুরের স্বাস্থ্য দফতরে চাকরি করতেন ৷ সেই সূত্রেই বোলপুরে যাতায়াত ছিল বিদ্যুৎবরণের ৷ ভবানীমারি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রায় দুই দশক আগে সপরিবারে বীরভূমে চলে যান বিদ্যুৎবরণ ৷ চাকরি সূত্রেই তাঁর এই বাসস্থান বদল ঘটেছিল ৷ প্রাথমিকভাবে বোলপুর পৌরসভার একজন অস্থায়ী কর্মী ছিলেন বিদ্যুৎবরণ ৷ কিন্তু, রাজ্যে পালাবদল ঘটার পরই তাঁর চাকরি পাকা হয় ৷ আর সেই সময় থেকেই নাকি তাঁর প্রভাব, প্রতিপত্তি এবং সম্পদ বাড়তে শুরু করে (Disproportionate Assets) ! যদিও এ নিয়ে বিস্তারিতভাবে কেউ কোনও কথা বলতে চাননি ৷

বিদ্যুৎবরণ গায়েনের জয়নগরের পাড়ায় ইটিভি ভারত ৷

বিদ্যুৎবরণের প্রতিবেশী এবং পরিজনদের দাবি, বীরভূমে নিজের পাকা বাড়ি তৈরি করেছিলেন বিদ্যুৎ ৷ কিন্তু, তারপরও জয়নগরের প্রতি তাঁর টান কমেনি ৷ এখানকার বাড়িটিকেও নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি ৷ তবে, খুব বেশি এখানে থাকতেন না ৷ শেষবার, কয়েক মাস আগে জয়নগরের বাড়িতে এসেছিলেন বিদ্যুৎবরণ ৷ সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও ছিলেন ৷ সেই সময় গ্রামে একটি পুজো ছিল ৷ অনুব্রতর সঙ্গে যে বিদ্যুৎবরণের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্য়েই এই বিষয়ে অনেক খবর সামনে এসেছে ৷ তবে, এই ঘনিষ্ঠতার সূত্রপাত কীভাবে হল, তা তাঁদের জানা নেই বলেই দাবি করেছেন জয়নগরে বিদ্যুৎবরণের আত্মীয় ও পরিজনরা ৷

জয়নগর, 24 অগস্ট: গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই বেশ কয়েকটি নাম লাগাতার সংবাদ শিরোনামে থাকছে ৷ তার মধ্যে অন্যতম বিদ্যুৎবরণ গায়েন (Bidyut Baran Gayen) ৷ সিবিআই (CBI)-এর দাবি, বোলপুর পৌরসভার (Bolpur Municipality) একজন অত্যন্ত সাধারণ কর্মী হওয়া সত্ত্বেও অঢেল সম্পত্তির মালিক এই বিদ্যুৎবরণ ৷ তাঁর এই বাড়বাড়ন্তের নেপথ্যে অনুব্রত 'হাতযশ' রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের ৷ ইতিমধ্যেই বিদ্যুৎবরণের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ তাদের হাতে এই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু গুরুত্ব নথিও এসেছে ৷ বুধবারই তাঁকে আটক করে সিবিআই ৷

বিদ্যুবরণ গায়েন আসলে কে ? তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের পরিচয় ও ঘনিষ্ঠতা হল কীভাবে ? এইসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ উত্তর খুঁজছি আমরাও ৷ বিদ্যুৎবরণের অতীত জানতে দক্ষিণ 24 পরগনার জয়নগরে পৌঁছে গিয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ জানা গেল অনেক অজানা তথ্য ৷

Bidyut Baran Gayen Relatives do not have any idea about his Disproportionate Assets
সুকন্যা মণ্ডলের সঙ্গে বিদ্যুৎবরণ গায়েন ৷

আরও পড়ুন: অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

সূত্রের দাবি, আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার ভবানীমারি গ্রামের বাসিন্দা ছিলেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তাঁর বাবা পঞ্চানন গায়েন বোলপুরের স্বাস্থ্য দফতরে চাকরি করতেন ৷ সেই সূত্রেই বোলপুরে যাতায়াত ছিল বিদ্যুৎবরণের ৷ ভবানীমারি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রায় দুই দশক আগে সপরিবারে বীরভূমে চলে যান বিদ্যুৎবরণ ৷ চাকরি সূত্রেই তাঁর এই বাসস্থান বদল ঘটেছিল ৷ প্রাথমিকভাবে বোলপুর পৌরসভার একজন অস্থায়ী কর্মী ছিলেন বিদ্যুৎবরণ ৷ কিন্তু, রাজ্যে পালাবদল ঘটার পরই তাঁর চাকরি পাকা হয় ৷ আর সেই সময় থেকেই নাকি তাঁর প্রভাব, প্রতিপত্তি এবং সম্পদ বাড়তে শুরু করে (Disproportionate Assets) ! যদিও এ নিয়ে বিস্তারিতভাবে কেউ কোনও কথা বলতে চাননি ৷

বিদ্যুৎবরণ গায়েনের জয়নগরের পাড়ায় ইটিভি ভারত ৷

বিদ্যুৎবরণের প্রতিবেশী এবং পরিজনদের দাবি, বীরভূমে নিজের পাকা বাড়ি তৈরি করেছিলেন বিদ্যুৎ ৷ কিন্তু, তারপরও জয়নগরের প্রতি তাঁর টান কমেনি ৷ এখানকার বাড়িটিকেও নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি ৷ তবে, খুব বেশি এখানে থাকতেন না ৷ শেষবার, কয়েক মাস আগে জয়নগরের বাড়িতে এসেছিলেন বিদ্যুৎবরণ ৷ সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও ছিলেন ৷ সেই সময় গ্রামে একটি পুজো ছিল ৷ অনুব্রতর সঙ্গে যে বিদ্যুৎবরণের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ইতিমধ্য়েই এই বিষয়ে অনেক খবর সামনে এসেছে ৷ তবে, এই ঘনিষ্ঠতার সূত্রপাত কীভাবে হল, তা তাঁদের জানা নেই বলেই দাবি করেছেন জয়নগরে বিদ্যুৎবরণের আত্মীয় ও পরিজনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.