ETV Bharat / state

Bhangore TMC Rally: ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক মিছিলে তৃণমূলের কাইজার-আরাবুল-সওকত - ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস (TMC Rally at Bhangore) ৷ সেই মিছিলে দেখা গেল আরাবুল ইসলাম, কাইজার আহমেদ ও সওকত মোল্লাকে ৷

Bhangore TMC Rally
Bhangore TMC Rally
author img

By

Published : Mar 16, 2023, 8:51 PM IST

ভাঙ্গড়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক মিছিলে কাইজার-আরাবুল-সওকত

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 16 মার্চ: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) ৷ তার আগে বারবার রাজনৈতিক সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনা ভাঙড় । ভাঙড় বিধানসভায় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে তাই সবপক্ষকে এক জায়গায় আনার চেষ্টা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা (TMC Saokat Molla) । তাঁর উদ্য়োগে আয়োজিত এই মিছিলে পা মেলাতে দেখা গেল ভাঙড়ে যুযুধান দুই তৃণমূল নেতা কাইজার আহমেদ ও আরাবুল ইসলামকে ৷

বৃহস্পতিবার ভাঙড়ের বড়ালী ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় মিছিল করা হয় (TMC Rally at Bhangore) ৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিল শুরু করায় অনেক পরে ৷ পাশাপাশি শব্দবিধি বলবৎ থাকায় মৌন মিছিল করা হয়েছে বলে তৃণমূলের দাবি ৷ তবে এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল সমর্থক হাজির হয়েছিলেন বলে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ মুখে কালো কাপড় বেঁধে এদিন মিছিলে উপস্থিত হন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয় (TMC Factionalism in Bhangore) ৷ তার উপর সেখানে এখন আইএসএফের প্রভাব চোখে পড়ার মতো ৷ তাই পঞ্চায়েত ভোটের আগে দ্বন্দ্ব ভুলে স্থানীয় নেতাদের একসঙ্গে কাজ করানোর দায়িত্ব পেয়েছেন সওকত মোল্লা ৷ সেই কারণেই এই মিছিল বলে তৃণমূলের একটি সূত্রের দাবি ৷ যদিও কয়েকদিন আগে ফুরফুরা শরীফে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদে এই মিছিল বলে প্রকাশ্যে ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে ৷

এদিন সওকত মোল্লা বলেন, ‘‘ফুরফুরা শরীফের পরিকল্পিত ভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল । তারই প্রতিবাদে এদিনের এই মিছিল । ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তা কখনোই কাম্য নয় । আমরা তার প্রতিবাদ জানাই ।’’

তিনি এদিন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্য়েও তোপ দেগেছেন (Saokat Molla Slams Nawshad Siddiqui) ৷ তিনি বলেন, ‘‘ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী এলাকার মানুষের জন্য কোনও উপকার করেননি । এলাকার মানুষদের ব্যবহার করা হয়েছে সন্ত্রাসের কাজে । এলাকার উন্নয়নের জন্য বিধায়ক যে টাকা পেয়েছেন, সেই টাকায় কোনও প্রকার কাজ করেননি নওশাদ সিদ্দিকী । আগামী পঞ্চায়েত ভোটে মানুষের যোগ্য জবাব দেবে ।’’

একই কথা শোনা গেল আরাবুল ইসলামের গলাতেও ৷ তিনি বলেন, ‘‘ভাঙড়ে মানুষ শান্তিপ্রিয় । এঁরা সন্ত্রাস চান না ৷ নওশাদ সিদ্দিকী একজন পীরজাদা হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক না বজায় রেখে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন এলাকায় । আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে ।’’

এই বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘ভাঙড়ে উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে আমি একাধিক প্রকল্প নিয়ে একগুচ্ছ আবেদন করেছি ৷ রাজ্য সরকার সেই উন্নয়নমূলক প্রকল্প বা এলাকায় উন্নয়নের জন্য কোনও কাজ ইতিমধ্যেই শুরু করেনি । পঞ্চায়েত ভোটের আগে যদি এলাকায় উন্নয়নের জন্য টাকা বরাদ্দ না করে রাজ্য সরকার, তাহলে আমি নিজের বাড়ির টাকা দিয়ে এলাকার মানুষের জন্য উন্নয়ন করব ।’’

তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ তৃণমূলকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে । ভাঙড়ে মানুষ সংযুক্ত মোর্চা সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে মানুষ এলাকার উন্নয়নের জন্য সংযুক্ত মোর্চাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে । এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তৃণমূল ।’’

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েতে অনুপস্থিত উপপ্রধান, থমকে উন্নয়নের কাজ

ভাঙ্গড়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক মিছিলে কাইজার-আরাবুল-সওকত

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 16 মার্চ: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) ৷ তার আগে বারবার রাজনৈতিক সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনা ভাঙড় । ভাঙড় বিধানসভায় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে তাই সবপক্ষকে এক জায়গায় আনার চেষ্টা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা (TMC Saokat Molla) । তাঁর উদ্য়োগে আয়োজিত এই মিছিলে পা মেলাতে দেখা গেল ভাঙড়ে যুযুধান দুই তৃণমূল নেতা কাইজার আহমেদ ও আরাবুল ইসলামকে ৷

বৃহস্পতিবার ভাঙড়ের বড়ালী ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় মিছিল করা হয় (TMC Rally at Bhangore) ৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিল শুরু করায় অনেক পরে ৷ পাশাপাশি শব্দবিধি বলবৎ থাকায় মৌন মিছিল করা হয়েছে বলে তৃণমূলের দাবি ৷ তবে এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল সমর্থক হাজির হয়েছিলেন বলে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ মুখে কালো কাপড় বেঁধে এদিন মিছিলে উপস্থিত হন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয় (TMC Factionalism in Bhangore) ৷ তার উপর সেখানে এখন আইএসএফের প্রভাব চোখে পড়ার মতো ৷ তাই পঞ্চায়েত ভোটের আগে দ্বন্দ্ব ভুলে স্থানীয় নেতাদের একসঙ্গে কাজ করানোর দায়িত্ব পেয়েছেন সওকত মোল্লা ৷ সেই কারণেই এই মিছিল বলে তৃণমূলের একটি সূত্রের দাবি ৷ যদিও কয়েকদিন আগে ফুরফুরা শরীফে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদে এই মিছিল বলে প্রকাশ্যে ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে ৷

এদিন সওকত মোল্লা বলেন, ‘‘ফুরফুরা শরীফের পরিকল্পিত ভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল । তারই প্রতিবাদে এদিনের এই মিছিল । ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তা কখনোই কাম্য নয় । আমরা তার প্রতিবাদ জানাই ।’’

তিনি এদিন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্য়েও তোপ দেগেছেন (Saokat Molla Slams Nawshad Siddiqui) ৷ তিনি বলেন, ‘‘ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী এলাকার মানুষের জন্য কোনও উপকার করেননি । এলাকার মানুষদের ব্যবহার করা হয়েছে সন্ত্রাসের কাজে । এলাকার উন্নয়নের জন্য বিধায়ক যে টাকা পেয়েছেন, সেই টাকায় কোনও প্রকার কাজ করেননি নওশাদ সিদ্দিকী । আগামী পঞ্চায়েত ভোটে মানুষের যোগ্য জবাব দেবে ।’’

একই কথা শোনা গেল আরাবুল ইসলামের গলাতেও ৷ তিনি বলেন, ‘‘ভাঙড়ে মানুষ শান্তিপ্রিয় । এঁরা সন্ত্রাস চান না ৷ নওশাদ সিদ্দিকী একজন পীরজাদা হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক না বজায় রেখে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন এলাকায় । আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে ।’’

এই বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘ভাঙড়ে উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে আমি একাধিক প্রকল্প নিয়ে একগুচ্ছ আবেদন করেছি ৷ রাজ্য সরকার সেই উন্নয়নমূলক প্রকল্প বা এলাকায় উন্নয়নের জন্য কোনও কাজ ইতিমধ্যেই শুরু করেনি । পঞ্চায়েত ভোটের আগে যদি এলাকায় উন্নয়নের জন্য টাকা বরাদ্দ না করে রাজ্য সরকার, তাহলে আমি নিজের বাড়ির টাকা দিয়ে এলাকার মানুষের জন্য উন্নয়ন করব ।’’

তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ তৃণমূলকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে । ভাঙড়ে মানুষ সংযুক্ত মোর্চা সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে মানুষ এলাকার উন্নয়নের জন্য সংযুক্ত মোর্চাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে । এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তৃণমূল ।’’

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েতে অনুপস্থিত উপপ্রধান, থমকে উন্নয়নের কাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.