ETV Bharat / state

Panchayat Election 2023: নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী - মনোনয়নপত্র জমা

নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার বাঁধল ভাঙড়ে ৷ এক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 13, 2023, 1:58 PM IST

Updated : Jun 13, 2023, 3:00 PM IST

মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়

ভাঙড়, 13 জুন: আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । বিডিও অফিসের সামনে শুধু বোমার গর্জন । চলেছে গুলিও । আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হন বলে খবর ৷ লাঠি, বাঁশ নিয়ে চলে বেধড়ক মারধর । হল ইটবৃষ্টি, ছোড়া হল টিয়ার গ্যাসের শেল । মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় । মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটার পর্যন্ত এলাকায় 144 ধারা জারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ গতকাল থেকে এই নিয়ম চালু হওয়ার পরও কীভাবে ভাঙড়ে এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা । অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা সেই সময় জমায়েত করে ছিলেন । আইএসএফ কর্মীরা সেখানে পৌঁছতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ । মুড়িমুড়কির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি ।

এমনিতেই মনোনয়ন কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে জারি রয়েছে 144 ধারা । কিন্তু নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে তৃণমূল কর্মীরা বাঁশ হাতে পাহারায় ছিলেন বলে অভিযোগ । আইএসএফ নেতা-কর্মীরা পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ক্যামেরায় ধরা পড়ে, এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: ফের ভোটে জিতে আসার সাহস দেখান বাইরন, চ্যালেঞ্জ নওশাদের

তিনি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকেন । তাঁর বক্তব্য, তিনি আইএসএফ কর্মী । মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন । কিন্তু তাঁর সামনেই বোমা ফেলে তৃণমূল । তাঁর কথায়, "টিএমসি-রা আমায় গুলি করছে স্যার, আমার ক্যান্ডিডেটকে মারছে স্যার । আমি আর কী করব ! টিএমসি-রা প্রচণ্ড বোমা-গুলি চালাচ্ছে । আরাবুল-সওকতের নেতৃত্বেই এই হামলা ।”

এ দিন এতটাই বোমাবাজি হয় যে, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায় । এলাকায় বিশাল বাহিনী নামানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ । আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, “আইন লঙ্ঘন হয়, এ রকম কোনও কাজ আমরা করব না । কিন্তু যারা অশান্তি করছে, মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, এটাই আশা রাখছি । তৃণমূল তো বোমা-গুলি-পিস্তল নিয়ে প্রস্তুত থাকে, যাতে আমরা এলেই হামলা চালানো যায় ।”

এ দিন পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে । যদিও তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে, সব অভিযোগই ভিত্তিহীন ।

মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়

ভাঙড়, 13 জুন: আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । বিডিও অফিসের সামনে শুধু বোমার গর্জন । চলেছে গুলিও । আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হন বলে খবর ৷ লাঠি, বাঁশ নিয়ে চলে বেধড়ক মারধর । হল ইটবৃষ্টি, ছোড়া হল টিয়ার গ্যাসের শেল । মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় । মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটার পর্যন্ত এলাকায় 144 ধারা জারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ গতকাল থেকে এই নিয়ম চালু হওয়ার পরও কীভাবে ভাঙড়ে এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা । অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা সেই সময় জমায়েত করে ছিলেন । আইএসএফ কর্মীরা সেখানে পৌঁছতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ । মুড়িমুড়কির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি ।

এমনিতেই মনোনয়ন কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে জারি রয়েছে 144 ধারা । কিন্তু নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে তৃণমূল কর্মীরা বাঁশ হাতে পাহারায় ছিলেন বলে অভিযোগ । আইএসএফ নেতা-কর্মীরা পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ক্যামেরায় ধরা পড়ে, এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ ।

আরও পড়ুন: ফের ভোটে জিতে আসার সাহস দেখান বাইরন, চ্যালেঞ্জ নওশাদের

তিনি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকেন । তাঁর বক্তব্য, তিনি আইএসএফ কর্মী । মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন । কিন্তু তাঁর সামনেই বোমা ফেলে তৃণমূল । তাঁর কথায়, "টিএমসি-রা আমায় গুলি করছে স্যার, আমার ক্যান্ডিডেটকে মারছে স্যার । আমি আর কী করব ! টিএমসি-রা প্রচণ্ড বোমা-গুলি চালাচ্ছে । আরাবুল-সওকতের নেতৃত্বেই এই হামলা ।”

এ দিন এতটাই বোমাবাজি হয় যে, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায় । এলাকায় বিশাল বাহিনী নামানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ । আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, “আইন লঙ্ঘন হয়, এ রকম কোনও কাজ আমরা করব না । কিন্তু যারা অশান্তি করছে, মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, এটাই আশা রাখছি । তৃণমূল তো বোমা-গুলি-পিস্তল নিয়ে প্রস্তুত থাকে, যাতে আমরা এলেই হামলা চালানো যায় ।”

এ দিন পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে । যদিও তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে, সব অভিযোগই ভিত্তিহীন ।

Last Updated : Jun 13, 2023, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.