ভাঙড়, 10 জানুয়ারি : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীকে খুনের চেষ্টা (Attempt to Murder) ও তাঁর দু’টি চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত যুবকের নাম খোকন বাছার ৷ সে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা এলাকার মাধবপুরের বাসিন্দা ৷ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে (Bhangar Police arrest Lover) ৷ আক্রান্ত তরুণী ভর্তি রয়েছেন ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷
আরও পড়ুন : Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে গড়িয়ার নাকতলা এলাকায় একটি বৃদ্ধাশ্রমে আয়ার কাজ করতেন ওই তরুণী ৷ সেই সময়েই খোকনের সঙ্গে পরিচয় ও প্রেম হয় তাঁর ৷ তরুণীর পরিবারের সদস্যদের দাবি, নিজেকে অবিবাহিত দাবি করে তাঁদের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ান খোকন ৷ কিন্তু, পরে তরুণী জানতে পারেন খোকন বিবাহিত ৷ এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি ৷ এমনকী, বৃদ্ধাশ্রমের কাজও ছেড়ে দেন ৷
এই অবস্থায় দীর্ঘদিন বাড়িতেই বেকার বসেছিলেন ওই তরুণী ৷ কিন্তু তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় ৷ তাই ফের বালিগঞ্জে আয়ার কাজ নেন তিনি ৷ তরুণীর পরিবারের দাবি, এরপর খোকন নিজেই মেয়েটির সঙ্গে ফের যোগাযোগ করে ৷ গত মঙ্গলবার তাঁরা একে অপরের সঙ্গে দেখা করেন ৷ তারপর দু’জনে একসঙ্গেই ট্রেনে ওঠেন ৷ নামেন সোনারপুর স্টেশনে ৷ তারপর ওই তরুণীকে মুড়ি খেতে দেয় খোকন ৷ আর তা খেয়েই তিনি জ্ঞান হারান ৷ এরপর কাশিয়াডাঙা এলাকা থেকে তরুণীকে প্রায় অচেতন ও বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেন পথচলতি মানুষ ৷ তাঁরাই অটো ডেকে তাঁকে তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন ৷
আরও পড়ুন : Attempt to Murder: নিত্যদিনের অশান্তি, ছেলেকে কাঠারির কোপ মায়ের !
তরুণীর পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার রাতে তিনি অজ্ঞান হয়ে যেতেই খোকন তাঁর দু’চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে ৷ এরপর তরুণীর গলায় ফাঁস দিয়ে তাঁকে খুনেরও চেষ্টা করে সে ৷ এমনকী, তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অনুমান তরুণীর পরিবারের ৷ তাঁদের দাবি, তরুণী অজ্ঞান হয়ে যাওয়াতেই খোকন হয়তো ভেবেছিল তিনি মারা গিয়েছেন ৷ সেই কারণেই তাঁকে ফেলে পালায় ওই যুবক ৷ এরপর তরুণীর পরিবারের তরফে খোকনের বিরুদ্ধে ভাঙড় থানায় লিখিত অভিযোগ করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে, ওই তরুণীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷