ETV Bharat / state

Bacon Bungalow: গোসাবায় পর্যটক টানতে সেজে উঠছে বিশ্বকবির স্মৃতি জড়ানো বেকন বাংলো - রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা

1932 সালে গোসাবার (Gosaba) বেকন বাংলোয় (Bacon Bungalow) গিয়ে থেকেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ৷ পর্যটক টানতে তাঁর স্মৃতিবিজড়িত সেই বাংলোকে নতুন করে সাজিয়ে তুলছে প্রশাসন ৷

Bacon Bungalow
গোসাবায় বিশ্বকবির স্মৃতি জড়ানো বেকন বাংলো সংস্কারের উদ্যোগ রাজ্যের
author img

By

Published : Sep 13, 2021, 4:16 PM IST

Updated : Sep 13, 2021, 9:43 PM IST

গোসাবা, 13 সেপ্টেম্বর: গোসাবায় (Gosaba) পর্যটক টানতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) স্মৃতিবিজড়িত 'বেকন বাংলো'কে (Bacon Bungalow) পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিল প্রশাসন ।

বাম আমলে সংস্কারের অভাবে ক্রমশ বেহাল হয়ে পড়ে ঐতিহাসিক বাংলোটি । এ বার জেলা প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বদলে যেতে চলেছে জরাজীর্ণ বাংলোর খোলনলচে । তবে সংস্কার করা হলেও বাংলোর পুরাতন রূপে কোনও বদল করা হয়নি । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলো সংস্কারে প্রায় 25 লক্ষ টাকা এবং প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন এবং পার্ক নির্মাণের কাজ করা হবে ।

আরও পড়ুন: Fever in Children : জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত 130 শিশু, চিকিৎসাধীন সদর হাসপাতালে

1903-1907 সালের মধ্যে জঙ্গল সাফ করে জনবসতি তৈরির কাজে গতি আসে গোসাবায় ৷ যার উদ্যোক্তা ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন । 1909 সালে সাতজেলিয়া দ্বীপে আরও 40 হাজার বিঘা জমি চল্লিশ বছরের জন্য ইজারায় নেওয়া হয় । সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় উন্নয়নের বহু সম্ভাবনা তৈরি হয়েছিল সাহেবের হাত ধরে । বিশেষ করে পল্লি উন্নয়ন ও সমবায় ভাবনায় অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি । সাহেবের কর্মকাণ্ড দেখতে এই দ্বীপেই ছুটে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । 1932 সালের 29 ডিসেম্বর (মতান্তরে 30 ডিসেম্বর) সাহেবের আতিথেয়তায় দু’দিন বেকন বাংলোতে কাটিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

কিন্তু অযত্ন আর অবহেলায় দিন দিন জরাজীর্ণ হয়ে পড়েছিল বাংলোটি ৷ বাংলো সংস্কারের জন্য বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছিল ৷ গত কয়েক বছর আগে বাংলোর সংস্কারে উদ্যোগী হন গোসাবার বিডিও সৌরভ মিত্র । তিনি জেলাশাসকের কাছে বাংলো সংস্কারের আবেদন জানান । এরপর জেলাশাসক অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিনে বাংলো ঘুরে দেখার পর সংস্কারে অনুমতি দিতেই শুরু হয় কাজ ৷ আপাতত কাঠের তৈরি এই বাংলো সংস্কার প্রায় শেষের পথে ।

গোসাবায় পর্যটক টানতে সেজে উঠছে বিশ্বকবির স্মৃতি জড়ানো বেকন বাংলো

আরও পড়ুন: Asansol Old age home special : নেই স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকারের প্রতীক্ষায় ওঁরা

এ বার বাংলোর সামনে একটি পার্ক তৈরি এবং পুকুর সংস্কারের কাজও শুরু হয়েছে । পার্কে বসতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি । বাঘ, হরিণ ও আদিবাসী মূর্তিও বসছে । কবিগুরু এবং সাহেবের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে একটি সংগ্রহশালা গড়ে তোলা হবে । আগামী কয়েক মাসের মধ্যে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শেষ হলে বেকন বাংলো গোসাবার পর্যটনে গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন ।

আরও পড়ুন: Naxalbari Murder : আড়াই বছরের মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী বাবা, জখম স্ত্রী

গোসাবা, 13 সেপ্টেম্বর: গোসাবায় (Gosaba) পর্যটক টানতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) স্মৃতিবিজড়িত 'বেকন বাংলো'কে (Bacon Bungalow) পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিল প্রশাসন ।

বাম আমলে সংস্কারের অভাবে ক্রমশ বেহাল হয়ে পড়ে ঐতিহাসিক বাংলোটি । এ বার জেলা প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বদলে যেতে চলেছে জরাজীর্ণ বাংলোর খোলনলচে । তবে সংস্কার করা হলেও বাংলোর পুরাতন রূপে কোনও বদল করা হয়নি । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলো সংস্কারে প্রায় 25 লক্ষ টাকা এবং প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন এবং পার্ক নির্মাণের কাজ করা হবে ।

আরও পড়ুন: Fever in Children : জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত 130 শিশু, চিকিৎসাধীন সদর হাসপাতালে

1903-1907 সালের মধ্যে জঙ্গল সাফ করে জনবসতি তৈরির কাজে গতি আসে গোসাবায় ৷ যার উদ্যোক্তা ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন । 1909 সালে সাতজেলিয়া দ্বীপে আরও 40 হাজার বিঘা জমি চল্লিশ বছরের জন্য ইজারায় নেওয়া হয় । সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় উন্নয়নের বহু সম্ভাবনা তৈরি হয়েছিল সাহেবের হাত ধরে । বিশেষ করে পল্লি উন্নয়ন ও সমবায় ভাবনায় অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি । সাহেবের কর্মকাণ্ড দেখতে এই দ্বীপেই ছুটে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । 1932 সালের 29 ডিসেম্বর (মতান্তরে 30 ডিসেম্বর) সাহেবের আতিথেয়তায় দু’দিন বেকন বাংলোতে কাটিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

কিন্তু অযত্ন আর অবহেলায় দিন দিন জরাজীর্ণ হয়ে পড়েছিল বাংলোটি ৷ বাংলো সংস্কারের জন্য বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছিল ৷ গত কয়েক বছর আগে বাংলোর সংস্কারে উদ্যোগী হন গোসাবার বিডিও সৌরভ মিত্র । তিনি জেলাশাসকের কাছে বাংলো সংস্কারের আবেদন জানান । এরপর জেলাশাসক অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিনে বাংলো ঘুরে দেখার পর সংস্কারে অনুমতি দিতেই শুরু হয় কাজ ৷ আপাতত কাঠের তৈরি এই বাংলো সংস্কার প্রায় শেষের পথে ।

গোসাবায় পর্যটক টানতে সেজে উঠছে বিশ্বকবির স্মৃতি জড়ানো বেকন বাংলো

আরও পড়ুন: Asansol Old age home special : নেই স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকারের প্রতীক্ষায় ওঁরা

এ বার বাংলোর সামনে একটি পার্ক তৈরি এবং পুকুর সংস্কারের কাজও শুরু হয়েছে । পার্কে বসতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি । বাঘ, হরিণ ও আদিবাসী মূর্তিও বসছে । কবিগুরু এবং সাহেবের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে একটি সংগ্রহশালা গড়ে তোলা হবে । আগামী কয়েক মাসের মধ্যে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শেষ হলে বেকন বাংলো গোসাবার পর্যটনে গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন ।

আরও পড়ুন: Naxalbari Murder : আড়াই বছরের মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী বাবা, জখম স্ত্রী

Last Updated : Sep 13, 2021, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.