ETV Bharat / state

শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য , দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি লাভলির

শীতলকুচি কাণ্ডে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার এক প্রতিবাদ মিছিল থেকে তাঁকে গ্রেফতারের দাবি জানালেন সোনারপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র ৷ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কাছে তাঁর প্রশ্ন, প্রথমেই গুলি কেন চালানো হল? কার নির্দেশে চালানো হল? অন্য কোনও ব্যবস্থা কেন নেওয়া হল না । গুলির বদলে লাঠিচার্জ বা টিয়ার গ্যাস ছোড়া হল না কেন এ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি ।

শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য , দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র
শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য , দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র
author img

By

Published : Apr 12, 2021, 12:34 PM IST

Updated : Apr 12, 2021, 12:51 PM IST

সোনারপুর , 12 এপ্রিল : শীতলকুচি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই ঘটনার বিরুদ্ধে জেলায় জেলায় চলছে তৃণমূলের প্রতিবাদ মিছিল ৷ শীতলকুচি কাণ্ডে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার এক প্রতিবাদ মিছিল থেকে তাঁকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র ৷

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র রবিবার শীতলকুচির ঘটনার প্রতিবাদে একটি মিছিল করেন ৷ কালো ব্যাজ পরে, মুখে কালো কাপড় লাগিয়ে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের নিয়ে সোনারপুর মোড় থেকে এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন লাভলি ৷ তাঁর অভিযোগ , কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বিজেপি এইভাবে চারজন নিরীহ মানুষের প্রাণ কাড়ল ৷ এরা যে পার্টিরই সমর্থক হোন , কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করা উচিত হয়নি ৷ এই ঘটনার জেরে বিজেপির ফাঁসি হওয়া উচিত ৷

শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে এদিন লাভলি বলেন, ‘‘নির্বাচন কমিশন কেন দিলীপ ঘোষকে গ্রেফতার করছেন না ৷’’ কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি ৷ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কাছে তাঁর প্রশ্ন, প্রথমেই গুলি কেন চালানো হল? কার নির্দেশে চালানো হল? অন্য কোনো ব্যবস্থা কেন নেওয়া হল না । গুলির বদলে লাঠিচার্জ বা টিয়ার গ্যাস ছোড়া হল না কেন এ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি । এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগও দাবি করেন এদিন ৷

লাভলির দাবি , 2 রা মে-র পর মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব বুঝে নেবেন । সোশাল মিডিয়ায় যাঁরা এই ঘটনা নিয়ে ঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন, তাঁদেরও এদিন একহাত নিয়েছেন তিনি । তাঁর বক্তব্য, নিজের বাড়ির কারোর সঙ্গে এই ঘটনা হলে তাঁরা মেনে নিতে পারতেন তো?

সোনারপুর জুড়ে বিভিন্ন জায়গায় এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় । তৃণমূল কংগ্রেসের ডাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 31টি বিধানসভা এলাকাতেই এদিন প্রতিবাদ মিছিল করা হয় ৷

তৃণমূলের এই প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করে বারুইপুর পূর্ব বিজেপির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীপ দাস বলেন , ‘‘মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে ।’’

আরও পড়ুন : 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার

সোনারপুর , 12 এপ্রিল : শীতলকুচি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই ঘটনার বিরুদ্ধে জেলায় জেলায় চলছে তৃণমূলের প্রতিবাদ মিছিল ৷ শীতলকুচি কাণ্ডে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার এক প্রতিবাদ মিছিল থেকে তাঁকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র ৷

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র রবিবার শীতলকুচির ঘটনার প্রতিবাদে একটি মিছিল করেন ৷ কালো ব্যাজ পরে, মুখে কালো কাপড় লাগিয়ে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের নিয়ে সোনারপুর মোড় থেকে এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন লাভলি ৷ তাঁর অভিযোগ , কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বিজেপি এইভাবে চারজন নিরীহ মানুষের প্রাণ কাড়ল ৷ এরা যে পার্টিরই সমর্থক হোন , কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করা উচিত হয়নি ৷ এই ঘটনার জেরে বিজেপির ফাঁসি হওয়া উচিত ৷

শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে এদিন লাভলি বলেন, ‘‘নির্বাচন কমিশন কেন দিলীপ ঘোষকে গ্রেফতার করছেন না ৷’’ কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি ৷ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কাছে তাঁর প্রশ্ন, প্রথমেই গুলি কেন চালানো হল? কার নির্দেশে চালানো হল? অন্য কোনো ব্যবস্থা কেন নেওয়া হল না । গুলির বদলে লাঠিচার্জ বা টিয়ার গ্যাস ছোড়া হল না কেন এ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি । এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগও দাবি করেন এদিন ৷

লাভলির দাবি , 2 রা মে-র পর মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব বুঝে নেবেন । সোশাল মিডিয়ায় যাঁরা এই ঘটনা নিয়ে ঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন, তাঁদেরও এদিন একহাত নিয়েছেন তিনি । তাঁর বক্তব্য, নিজের বাড়ির কারোর সঙ্গে এই ঘটনা হলে তাঁরা মেনে নিতে পারতেন তো?

সোনারপুর জুড়ে বিভিন্ন জায়গায় এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় । তৃণমূল কংগ্রেসের ডাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 31টি বিধানসভা এলাকাতেই এদিন প্রতিবাদ মিছিল করা হয় ৷

তৃণমূলের এই প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করে বারুইপুর পূর্ব বিজেপির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীপ দাস বলেন , ‘‘মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে ।’’

আরও পড়ুন : 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার

Last Updated : Apr 12, 2021, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.