ETV Bharat / state

রায়দিঘির 176নং বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অলোক জলদাতা

ভোট দিলেন রায়দিঘির তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷ নিজের কেন্দ্রের 176নং বুথে ভোট দেন তিনি ৷ সেই সঙ্গে কয়েকটি জায়গায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ তুললেন রায়দিঘির প্রার্থী ৷

bengal election 2021 Trinamool candidate Alok Jaldata cast his vote in booth no 176 Raidighi assembly
রায়দিঘির 176নং বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অলোক জলদাতা
author img

By

Published : Apr 6, 2021, 4:48 PM IST

রায়দিঘি (দক্ষিণ 24 পরগনা), 6 এপ্রিল : রায়দিঘির 176নং বুথে ভোট দিলেন রায়দিঘি বিধানসভার তৃণমূলের প্রার্থী অলোক জলদাতা ৷ রায়দিঘির গিরিবলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথের ভোটার তিনি ৷ আজ সপরিবারে গিয়ে নিজের ভোট দেন তিনি ৷

রায়দিঘির 176নং বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অলোক জলদাতা

আরও পড়ুন : বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত দুবরাজপুর, আক্রান্ত পুলিশ

কমিশনের নিয়ম মেনে দলীয় কর্মীদের বুথের অনেক আগেই দাঁড় করিয়ে দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রায়দিঘির তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷ দক্ষিণ 24 পগরনার রায়দিঘির গিরিবালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের 176নং বুথের ভোটার তিনি ৷ ভোট দিয়ে তৃণমূল প্রার্থী জানালেন, তাঁর কেন্দ্রের সর্বত্রই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ৷ প্রতিটি বুথে তাঁদের এজেন্টরা রয়েছেন ৷ সেই সঙ্গে কিছু অভিযোগও করেন অলোক জলদাতা ৷ তিনি বলেন, ‘‘রায়দিঘির বেশ কয়েক জায়গায় গতকাল রাতে ও আজ সকালে তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা কর্মীকে বিজেপির লোকজন মারধর করেছে ৷’’ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি ৷

রায়দিঘি (দক্ষিণ 24 পরগনা), 6 এপ্রিল : রায়দিঘির 176নং বুথে ভোট দিলেন রায়দিঘি বিধানসভার তৃণমূলের প্রার্থী অলোক জলদাতা ৷ রায়দিঘির গিরিবলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথের ভোটার তিনি ৷ আজ সপরিবারে গিয়ে নিজের ভোট দেন তিনি ৷

রায়দিঘির 176নং বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অলোক জলদাতা

আরও পড়ুন : বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত দুবরাজপুর, আক্রান্ত পুলিশ

কমিশনের নিয়ম মেনে দলীয় কর্মীদের বুথের অনেক আগেই দাঁড় করিয়ে দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রায়দিঘির তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷ দক্ষিণ 24 পগরনার রায়দিঘির গিরিবালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের 176নং বুথের ভোটার তিনি ৷ ভোট দিয়ে তৃণমূল প্রার্থী জানালেন, তাঁর কেন্দ্রের সর্বত্রই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ৷ প্রতিটি বুথে তাঁদের এজেন্টরা রয়েছেন ৷ সেই সঙ্গে কিছু অভিযোগও করেন অলোক জলদাতা ৷ তিনি বলেন, ‘‘রায়দিঘির বেশ কয়েক জায়গায় গতকাল রাতে ও আজ সকালে তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা কর্মীকে বিজেপির লোকজন মারধর করেছে ৷’’ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.