ভাঙড়, 10 এপ্রিল : ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর বারুইপুরু পুলিশ ৷ আর সেই লক্ষ্যে আজ সকালে বারুইপুরের পুলিশ সুপার কামনাশিস সেন নিজে এলাকা পরিদর্শনে বেরলেন ৷ সঙ্গে ছিল অন্যান্য পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ৷ ভাঙড়ের রাস্তায় নেমে সব গাড়িতে তল্লাশি চালালেন তিনি ৷
আরও পড়ুন : ‘মোদি-শাহ আপনারা খুনি’, শীতলকুচি ও মাথাভাঙার ঘটনায় তোপ ডেরেকের
প্রতি নির্বাচনেই অশান্তির খবর আসে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে ৷ সেই ভাঙড়ে এবার শান্তিপূর্ণ নির্বাচন করাতে রাস্তায় নামলেন খোদ বারুইপুরের পুলিশ সুপার ৷ অন্যান্য পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভাঙড়ের রাস্তায় টহল দিলেন তিনি ৷ সেই সঙ্গে পথ চলতি সব গাড়িতে চলল তল্লাশি ৷ ভোটকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই নিশ্চিত করতে এই পরিদর্শন বলে জানা গিয়েছে ৷ তবে, শুধু গাড়ি নয় ৷ রাস্তার ধারে বা ভাঙড় এলাকায় কোথাও কোনও জটলা দেখলে তৎক্ষণাৎ সেই জমায়েত সরিয়ে দেওয়া হয় ৷