ETV Bharat / state

শেষবেলার প্রচারের ঝড় তুলতে মরিয়া সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২১

দ্বিতীয় দফার আজ শেষ প্রচার ৷ সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার অনুরোধ করলেন সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান ৷

আনিসুর রহমান
আনিসুর রহমান
author img

By

Published : Mar 30, 2021, 12:59 PM IST

সাগর, 30 মার্চ : দ্বিতীয় দফার ভোট প্রচারে আজ অন্তিম দিন । তাই শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুলতে ব্যস্ত রইলেন সাগর বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান ৷ আজ সকাল থেকে সাগর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভোট প্রচার সারলেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী ।

সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি ৷ আনিসুর বলেন, " বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েও মৌসুনিতে কোনও উন্নতি করেনি ৷ সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলেও তাতে কোনও সঠিক পরিকাঠামো নেই ৷"

শেষবেলার প্রচারে আনিসুর রহমান

আরও পড়ুন : মোদির আগে এনআরসির দাবি করেছিলেন মমতা : আব্বাস সিদ্দিকী

জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, " 28-এর ব্রিগেডে যে বিপুল পরিমাণ জনসমাবেশ হয়েছিল তা দেখেই বোঝা যান মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাসের কারণে তাঁরা প্রত্যক্ষভাবে আমাদের সমর্থন করতে না পারলেও পরোক্ষভাবে তাঁরা আমাদেরই সঙ্গে আছেন ৷" প্রসঙ্গত রাজ্যে দ্বিতীয় দফার ভোট 2 মার্চ ৷ ভোটগ্রহণ হবে দক্ষিণ 24 পরগনার 4টি বিধানসভা কেন্দ্রে।

সাগর, 30 মার্চ : দ্বিতীয় দফার ভোট প্রচারে আজ অন্তিম দিন । তাই শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুলতে ব্যস্ত রইলেন সাগর বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান ৷ আজ সকাল থেকে সাগর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভোট প্রচার সারলেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী ।

সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি ৷ আনিসুর বলেন, " বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েও মৌসুনিতে কোনও উন্নতি করেনি ৷ সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলেও তাতে কোনও সঠিক পরিকাঠামো নেই ৷"

শেষবেলার প্রচারে আনিসুর রহমান

আরও পড়ুন : মোদির আগে এনআরসির দাবি করেছিলেন মমতা : আব্বাস সিদ্দিকী

জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, " 28-এর ব্রিগেডে যে বিপুল পরিমাণ জনসমাবেশ হয়েছিল তা দেখেই বোঝা যান মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাসের কারণে তাঁরা প্রত্যক্ষভাবে আমাদের সমর্থন করতে না পারলেও পরোক্ষভাবে তাঁরা আমাদেরই সঙ্গে আছেন ৷" প্রসঙ্গত রাজ্যে দ্বিতীয় দফার ভোট 2 মার্চ ৷ ভোটগ্রহণ হবে দক্ষিণ 24 পরগনার 4টি বিধানসভা কেন্দ্রে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.