ডায়মণ্ড হারবার , 30 মার্চ : কথা দিয়েও মঙ্গলবার ডায়মণ্ড হারবারের জনসভায় উপস্থিত হতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দীর্ঘক্ষণ অপেক্ষার পর শাহ-র একটি অডিয়ো বার্তায় বিষয়টি জানা যায় ।
প্রসঙ্গত, ডায়মণ্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠে মঙ্গলবার নির্বাচনী জনসভায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর । কিন্তু নির্ধারিত সময়ের দু ঘন্টা পর বাতিল করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা । জনসভায় উপস্থিত হতে না পারার জন্য অডিয়ো বার্তা পাঠিয়ে এদিন দলের কর্মী সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন অমিত শাহ । সন্ধে হয়ে যাওয়ায় হেলিকপ্টার নামার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলেই সভা বাতিল করা হয়েছে বলে অডিয়ো বার্তায় দাবি করেন শাহ ।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর সভা বাতিল হওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের একাংশ । দ্বিতীয় দফা নির্বাচনের আগে মঙ্গলবার ছিল শেষ প্রচার । তাই নন্দীগ্রাম, পাঁশকুড়া, ডেবরা সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড-শো তে এদিন ব্যস্ত ছিলেন অমিত শাহ । কথা ছিল ডায়মণ্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার এবং ফলতা বিধানসভার প্রার্থী বিধান পাড়ুইয়ের সমর্থনে বিকেল সাড়ে চারটে নাগাদ সরিষার হাইস্কুল মাঠে জনসভায় যোগ দেবেন তিনি । সেই মত এদিন দুপুর থেকে ফলতা ও ডায়মণ্ড হারবার বিধানসভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন সভাস্থলে । কিন্তু নির্ধারিত সময়ের পর দু'ঘন্টা কেটে গেলেও দেখা মেলেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ।
আরও পড়ুন : ‘বেচারা’ মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়, সার্টিফিকেট মমতার
ঠিক ছটা পনেরো নাগাদ দলের তরফে জানানো হয় হেলিকপ্টার ল্যান্ড করতে সমস্যা হওয়ার জন্য নামতে পারছেন না অমিত শাহ, তাই সভা বাতিল করা হল । তবে উপস্থিত কর্মী সমর্থকদের জন্য একটি অডিয়ো বার্তা পাঠান অমিত শাহ । সেই অডিয়ো চালানো হয় সভাস্থলে । অডিয়ো বার্তায় শাহ বলেন, 'সভায় না আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী । তবে মোদীর সোনার বাংলা গড়তে ডায়মণ্ড হারবার ও ফলতার বিজেপি প্রার্থীকে আপনারা ভোট দিন । ভোট গণনার পর অবশ্যই আমি এখানে আসব । রাজ্যের দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেট রাজ বন্ধ করবেন আপনারা ।'
তবে দুপুরের কাঠফাটা রোদকে উপেক্ষা করে বসে থেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা না পেয়ে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক ফলতার এক বিজেপি কর্মী বলেন, 'অমিত জির কথা শুনব বলে আজ কাজ বন্ধ করে সভায় এসেছিলাম । কিন্তু নিরাশ হয়ে বাড়ি ফিরছি । তবে লড়াই ছাড়ছি না ।'
আরও পড়ুন : শেষবেলার প্রচারে ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রামে হেভিওয়েটদের ছড়াছড়ি
অন্যদিকে শাহের সভা বাতিলকে কেন্দ্র করে তুমুল চর্চা শুরু হয়েছে বিরোধী দলে । তৃণমূলের দাবি, সভায় লোক না হওয়াতেই আসেননি শাহ । ডায়মণ্ড হারবারের যুব তৃণমূল নেতা শামিম আহমেদ বলেন, 'সভায় তেমন লোকই ছিল না । বিজেপির সভা পুরোপুরি ফ্লপ করে গিয়েছিল । তাই সন্ধে হওয়ার দোহাই দিয়ে সভা বাতিল করেছেন শাহ । আগামী দিন ভোটেও মানুষ বুঝিয়ে দেবে এই দাঙ্গাবাজদের বাংলায় কোন স্থান নেই ।'
বিষয়টি নিয়ে ডায়মণ্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির কনভেনার দেবাংশু পণ্ডা বলেন, 'সন্ধে হওয়ার জন্য হেলিকপ্টার নামতে পারেনি ৷ তাই সভা বাতিল হয়েছে । তৃণমূল কি বলল না বলল কিছুই যায় আসে না । মিথ্যে অপপ্রচার করাটা ওদের স্বভাবে দাঁড়িয়েছে । তৃণমূল নেতাদের হুমকি উপেক্ষা করেই আজ দুটি বিধানসভা থেকে প্রচুর মানুষ সভায় এসেছিলেন । আগামী দিন এখান থেকে আমরাই জিতছি ।'