ETV Bharat / state

বাসন্তীতে বোমাবাজি-গুলি , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - west bengal election 2021

গতরাতে বাসন্তীর হেদিয়া এলাকায় বোমাবাজি এবং গুলি চলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এছাড়াও বিজেপির পতাকা এবং পোস্টার ছেড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷

বাসন্তীতে বোমাবাজি-গুলি
বাসন্তীতে বোমাবাজি-গুলি
author img

By

Published : Apr 6, 2021, 9:12 AM IST

বাসন্তী , 6 এপ্রিল : তৃতীয় দফার শুরুতেই উত্তেজনা ছড়াল বাসন্তী বিধানসভা কেন্দ্রে। বাসন্তীর হেদিয়ায় চলে বোমা ও গুলি ৷

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ ভোট রয়েছে দক্ষিণ 24 পরগনার 16টি বিধানসভা কেন্দ্রে ৷ এর মধ্যে ভোট রয়েছে বাসন্তী বিধানসভা কেন্দ্রে ৷ আর তার আগে গতরাতে বাসন্তীর হেদিয়া এলাকায় বোমাবাজি এবং গুলি চলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ এক্ষেত্রে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ সকালে ভোট দানে বেরিয়ে এলাকাবাসী গুলির খোল, বোমার সুতুলি দেখতে পান ৷ এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ পুলিশ এসে গুলির খোল উদ্ধার করে ৷ এছাড়াও বিজেপির পতাকা এবং পোস্টার ছেড়ার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : ক্যানিংয়ে বিজেপি কর্মীকে মার; তৃণমূল-আইএসএফ সংঘর্ষ

পাশাপাশি সকাল থেকেই বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ তবে কিছু পরে সেই সমস্যার সমাধান হয়ে যায় ৷ ভোটদানের শুরুতেই এই অশান্তিতে উত্তেজনা রয়েছে এলাকায় ৷

বাসন্তী , 6 এপ্রিল : তৃতীয় দফার শুরুতেই উত্তেজনা ছড়াল বাসন্তী বিধানসভা কেন্দ্রে। বাসন্তীর হেদিয়ায় চলে বোমা ও গুলি ৷

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ ভোট রয়েছে দক্ষিণ 24 পরগনার 16টি বিধানসভা কেন্দ্রে ৷ এর মধ্যে ভোট রয়েছে বাসন্তী বিধানসভা কেন্দ্রে ৷ আর তার আগে গতরাতে বাসন্তীর হেদিয়া এলাকায় বোমাবাজি এবং গুলি চলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ এক্ষেত্রে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ সকালে ভোট দানে বেরিয়ে এলাকাবাসী গুলির খোল, বোমার সুতুলি দেখতে পান ৷ এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ পুলিশ এসে গুলির খোল উদ্ধার করে ৷ এছাড়াও বিজেপির পতাকা এবং পোস্টার ছেড়ার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : ক্যানিংয়ে বিজেপি কর্মীকে মার; তৃণমূল-আইএসএফ সংঘর্ষ

পাশাপাশি সকাল থেকেই বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ তবে কিছু পরে সেই সমস্যার সমাধান হয়ে যায় ৷ ভোটদানের শুরুতেই এই অশান্তিতে উত্তেজনা রয়েছে এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.