ETV Bharat / state

পায়ে হাত দিয়ে প্রণাম, আলিঙ্গন; রাজনৈতিক সৌহার্দ্যে মিশে গেল গেরুয়া-লাল

author img

By

Published : Mar 21, 2021, 9:27 PM IST

প্রচারে বেরিয়ে মুখোমুখি দেখা ৷ আর দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন ৷ দীপক হালদারের পায়ে হাত দিয়ে প্রণামও করলেন প্রতীক উর রহমান ৷ হাসিমুখে কুশল বিনিময় করলেন দু'জনে ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ছবি

ডায়মন্ড হারবার, 21 মার্চ : রবিবাসরীয় ভোটের প্রচার ৷ চাঁদি ফাটা রোদ মাথায় নিয়েই ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ ডায়মন্ড হারবারে জোড়াফুল ছেড়ে এবার পদ্ম প্রতীকে লড়ছেন দীপক হালদার ৷ বিপরীতে বামেদের বাজি তরুণ তুর্কি প্রতীক উর রহমান ৷

চলছে সাইকেল ব়্যালি ৷ বাড়ি বাড়ি গিয়ে চলছে জনসংযোগ ৷ এরই মধ্যে প্রচারে বেরিয়ে মুখোমুখি দুই বিরোধীশক্তির প্রার্থী ৷ দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন ৷ হাসিমুখে কুশল বিনিময় করলেন ৷ ভোটে গরম বাংলায় কাদা ছোড়াছুড়ির মধ্যেও এই সৌহার্দ্যের ছবি নিঃসন্দেহে আলাদা বার্তা দেবে আমজনতার মনে ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ভোটের প্রচারে বামেদের তরুণ নেতা প্রতীক উর রহমান

আরও পড়ুন : মমতাময়ী সংসারে মহিলাদের মাসে 500 টাকার হাতখরচা

তবে রাজনীতির ময়দানে কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ ৷ দীপক হালদারকে প্রশ্ন করতেই কাটমানি থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করলেন ৷ সরব হলেন কর্মসংস্থানের জন্যও ৷ আবার প্রতীকের মুখে, বিজেপি আর তৃণমূল উভয়কেই একইসঙ্গে আক্রমণের সুর ৷ সব মিলিয়ে সরগরম প্রচার অভিযান ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ভোটের প্রচারে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার

ডায়মন্ড হারবার, 21 মার্চ : রবিবাসরীয় ভোটের প্রচার ৷ চাঁদি ফাটা রোদ মাথায় নিয়েই ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ ডায়মন্ড হারবারে জোড়াফুল ছেড়ে এবার পদ্ম প্রতীকে লড়ছেন দীপক হালদার ৷ বিপরীতে বামেদের বাজি তরুণ তুর্কি প্রতীক উর রহমান ৷

চলছে সাইকেল ব়্যালি ৷ বাড়ি বাড়ি গিয়ে চলছে জনসংযোগ ৷ এরই মধ্যে প্রচারে বেরিয়ে মুখোমুখি দুই বিরোধীশক্তির প্রার্থী ৷ দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন ৷ হাসিমুখে কুশল বিনিময় করলেন ৷ ভোটে গরম বাংলায় কাদা ছোড়াছুড়ির মধ্যেও এই সৌহার্দ্যের ছবি নিঃসন্দেহে আলাদা বার্তা দেবে আমজনতার মনে ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ভোটের প্রচারে বামেদের তরুণ নেতা প্রতীক উর রহমান

আরও পড়ুন : মমতাময়ী সংসারে মহিলাদের মাসে 500 টাকার হাতখরচা

তবে রাজনীতির ময়দানে কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ ৷ দীপক হালদারকে প্রশ্ন করতেই কাটমানি থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করলেন ৷ সরব হলেন কর্মসংস্থানের জন্যও ৷ আবার প্রতীকের মুখে, বিজেপি আর তৃণমূল উভয়কেই একইসঙ্গে আক্রমণের সুর ৷ সব মিলিয়ে সরগরম প্রচার অভিযান ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ভোটের প্রচারে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.