ফলতা, 4 এপ্রিল : শেষ বেলা প্রচার বেরিয়ে আক্রান্ত হল বিজেপি প্রার্থী । যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফের একই ঘটনা । ডায়মন্ড হারবারের প্রার্থীর উপর হামলার ঘটনার রেস কাটতে না কাটতে রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গুরুতর জখম হয়েছেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই । রাস্তায় ফেলে তাঁকে লাগাতার কিল, চড় ও লাথি মারার অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি । ইতিমধ্যেই বিষয়টি ফলতা থানায় জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ।
স্থানীয় সূত্রে খবর, ফলতা বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই । অভিযোগ, আচমকা বেশ কিছু দুষ্কৃতী লাঠি ও বাঁশ নিয়ে তাঁর উপর হামলা চালায় । প্রার্থীর সঙ্গে থাকা কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় । প্রার্থীকে রাস্তায় ফেলে লাগাতার লাথি, চড় ও ঘুঁষি চলতে থাকে । তাঁর বুক, পিঠ ও পেটে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি করা হয়। জখম হন পাঁচ বিজেপি কর্মীও । পরে প্রার্থীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে ফলতা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । পরে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এখানেই চিকিৎসাধীন তিনি ।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রার্থী ও কর্মীদের উপর এদিন হামলা চালিয়েছে । ইতিমধ্যেই ফলতা থানায় অভিযোগ করেছে বিজেপি । জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও । এদিন হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী বিধান পাড়ুই বলেন,"ফলতার যুব তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অনুগামীরাই আমার উপর হামলা চালিয়েছে । তৃণমূল চাইছে মারধর করে বিরোধী কন্ঠস্বর বন্ধ করে রাখতে । কিন্তু প্রচারে গিয়ে মানুষের সমর্থন দেখে বুঝেছি তৃণমূলের দুষ্কৃতীদের মানুষ মেনে নিতে পারছে না । আমার উপর হামলা চালানোর কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি । আশাকরি তাঁরাই যথাযথ ব্যবস্থা নেবে ।"
আরও পড়ুন : বিজেপি কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুর ; অভিযুক্ত তৃণমূল
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের দাবি, গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়ে এই ঘটনা ঘটতে পারে । এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই ।