ETV Bharat / state

ভোটের লাইনে কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে - ভোটের লাইনে হাজার টাকার কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এই ঘটনায় অরবিন্দ নামের এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ।

bjp-accused-of-distributing-coupons-of-thousands-rupees-in-vote-casting-line
bjp-accused-of-distributing-coupons-of-thousands-rupees-in-vote-casting-line
author img

By

Published : Apr 6, 2021, 7:33 PM IST

রায়দিঘি, 6 এপ্রিল: ভোটের লাইনে হাজার টাকার কুপন বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চলের ঘটনা । এই ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে ।

এদিন সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় লালপুরের বুথ পরিদর্শনে যান । তাঁর কিছুক্ষণ পরই অভিযোগ ওঠে বিজেপি বেশ কিছু কুপন বিলি করেছে স্থানীয় ভোটারদের মধ্যে । ভোট দিলেই যে কুপনের মাধ্যমে হাজার টাকা মিলবে। এই ঘটনায় সিপিএম ও তৃণমূল উভয়পক্ষই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে । বুথের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে । পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অরবিন্দ নামের এক বিজেপি কর্মীকে আটকও করে পুলিশ ।

ভোটের লাইনে হাজার টাকার কুপন বিলি

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি মিথ্যাবাদী দুঃশাসন, মাথাভাঙা থেকে আক্রমণ মমতার

গত 1 এপ্রিল জয়নগরের পদুয়ার মোড়ে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অভিযোগ, সেই সভা থেকেই এই কুপুন বিলি করা হয় ৷ বিজেপিতে ভোট দিলেই নাকি কুপন দেখিয়ে হাজার টাকা মিলবে ৷ সাধারণ মানুষকে এমনটা বোঝানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ । ভোটের দিন দুপুরেও সেই কুপন বিলি করার অভিযোগ উঠল ।

এই বিষয়ে রায়দিঘির তৃণমূল প্রার্থী ডাঃ অলোক জলদাতা বলেন, "ভোটে জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি । টাকা ছড়িয়ে বেআইনি ভাবে ভোট করাতে চাইছে । যদিও কোনও লাভ হবে না । ভোটে আবারও তৃণমূল জিতবে । বিজেপির নোংরা খেলায় মানুষ আর পা দেবে না ।"

বিজেপি প্রার্থী শান্তনু বাপুলি বলেন, "সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সিপিএম ও তৃণমূল । বিজেপির তরফে কোন কুপন বিলি করা হয়নি ।"

রায়দিঘি, 6 এপ্রিল: ভোটের লাইনে হাজার টাকার কুপন বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চলের ঘটনা । এই ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে ।

এদিন সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় লালপুরের বুথ পরিদর্শনে যান । তাঁর কিছুক্ষণ পরই অভিযোগ ওঠে বিজেপি বেশ কিছু কুপন বিলি করেছে স্থানীয় ভোটারদের মধ্যে । ভোট দিলেই যে কুপনের মাধ্যমে হাজার টাকা মিলবে। এই ঘটনায় সিপিএম ও তৃণমূল উভয়পক্ষই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে । বুথের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে । পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অরবিন্দ নামের এক বিজেপি কর্মীকে আটকও করে পুলিশ ।

ভোটের লাইনে হাজার টাকার কুপন বিলি

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি মিথ্যাবাদী দুঃশাসন, মাথাভাঙা থেকে আক্রমণ মমতার

গত 1 এপ্রিল জয়নগরের পদুয়ার মোড়ে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অভিযোগ, সেই সভা থেকেই এই কুপুন বিলি করা হয় ৷ বিজেপিতে ভোট দিলেই নাকি কুপন দেখিয়ে হাজার টাকা মিলবে ৷ সাধারণ মানুষকে এমনটা বোঝানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ । ভোটের দিন দুপুরেও সেই কুপন বিলি করার অভিযোগ উঠল ।

এই বিষয়ে রায়দিঘির তৃণমূল প্রার্থী ডাঃ অলোক জলদাতা বলেন, "ভোটে জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি । টাকা ছড়িয়ে বেআইনি ভাবে ভোট করাতে চাইছে । যদিও কোনও লাভ হবে না । ভোটে আবারও তৃণমূল জিতবে । বিজেপির নোংরা খেলায় মানুষ আর পা দেবে না ।"

বিজেপি প্রার্থী শান্তনু বাপুলি বলেন, "সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সিপিএম ও তৃণমূল । বিজেপির তরফে কোন কুপন বিলি করা হয়নি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.