ETV Bharat / state

ভাঙড়ে 21টি বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার - chaltaberia

ফের একবার ভাঙড় থেকে উদ্ধার করা হল বোমা ও বোমা তৈরির সামগ্রী ৷ ঘটনার তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ ৷

ফের 21 টি তাজা বোমা উদ্ধার ভাঙরে
ফের 21 টি তাজা বোমা উদ্ধার ভাঙরে
author img

By

Published : Mar 22, 2021, 9:13 AM IST

ভাঙড় , 22 মার্চ : নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই গোলা বারুদের আঁচে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা ৷ প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা ও বোমা তৈরির মশলা ৷ আজ ভাঙড়ের দু'জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমাসহ বোমা তৈরির মশলা ও বোমা বাঁধার নানা সামগ্রী ৷

ভাঙড়ের কাশীপুর থানার কাবিলডাঙা মাঠ ও চালতাবেড়িয়া এলাকা ৷ এই দু'জায়গায় তল্লাশি অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ ৷ কাবিলডাঙার মাঠ থেকে মেলে বোমা বানানোর সামগ্রী ৷ অন্যদিকে চালতাবেড়িয়ার বাঁশবাগান থেকে উদ্ধার করা হয় 21টি বোমা ৷

পুলিশ এবং বম্ব স্কোয়াডের দল যৌথভাবে বোমাগুলি নিস্ক্রিয় করবে। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।

আরও পড়ুন : কোচবিহারের মহিশকুচিতে বিজেপি সভানেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভাঙড় , 22 মার্চ : নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই গোলা বারুদের আঁচে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা ৷ প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা ও বোমা তৈরির মশলা ৷ আজ ভাঙড়ের দু'জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমাসহ বোমা তৈরির মশলা ও বোমা বাঁধার নানা সামগ্রী ৷

ভাঙড়ের কাশীপুর থানার কাবিলডাঙা মাঠ ও চালতাবেড়িয়া এলাকা ৷ এই দু'জায়গায় তল্লাশি অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ ৷ কাবিলডাঙার মাঠ থেকে মেলে বোমা বানানোর সামগ্রী ৷ অন্যদিকে চালতাবেড়িয়ার বাঁশবাগান থেকে উদ্ধার করা হয় 21টি বোমা ৷

পুলিশ এবং বম্ব স্কোয়াডের দল যৌথভাবে বোমাগুলি নিস্ক্রিয় করবে। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।

আরও পড়ুন : কোচবিহারের মহিশকুচিতে বিজেপি সভানেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.