ETV Bharat / state

কাকদ্বীপে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আটক 4 - কাকদ্বীপে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

প্রচারের সময় দু'পক্ষ মুখোমুখি হতেই নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ৷ বচসা ধীরে ধীরে হাতাহাতিতে গড়ায় ৷ এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির ৷

Trinamool-BJP clash in Kakdwip arrested 4
Trinamool-BJP clash in Kakdwip arrested 4
author img

By

Published : Mar 28, 2021, 9:04 AM IST

কাকদ্বীপ, 28 মার্চ : প্রথম দফার ভোটের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল কাকদ্বীপ ৷ শনিবার রাতে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বচসা ও মারধরের ঘটনায় কাকদ্বীপের শ্রীনগর গ্রামে উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় চার জনকে আটক করেছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি ।

শনিবার বিকেলে কাকদ্বীপের শ্রীনগর গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছিলেন । প্রচারের সময় দু'পক্ষ মুখোমুখি হতেই নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ৷ বচসা ধীরে ধীরে হাতাহাতিতে গড়ায় ৷ বিজেপির অভিযোগ, এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ । এই ঘটনায় 4 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । শনিবার সন্ধেয় আটক যুবকদের মুক্তির দাবিতে বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা হারুড পয়েন্ট উপকূল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান । নেতৃত্বে ছিলেন কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ৷ বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ।

আরও পড়ুন : সকাল-সকাল তড়িঘড়ি ভোটদানের প্রবণতা কীসের ইঙ্গিত দিচ্ছে ?

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কাকদ্বীপ বিধানসভা এলাকার তৃণমূল নেতা দেবব্রত মাইতি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই ।" পাশাপাশি তাঁর অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরা প্রচারের সময় তৃণমূলের কর্মীদের মারধর করে ।

কাকদ্বীপ, 28 মার্চ : প্রথম দফার ভোটের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল কাকদ্বীপ ৷ শনিবার রাতে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বচসা ও মারধরের ঘটনায় কাকদ্বীপের শ্রীনগর গ্রামে উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় চার জনকে আটক করেছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি ।

শনিবার বিকেলে কাকদ্বীপের শ্রীনগর গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছিলেন । প্রচারের সময় দু'পক্ষ মুখোমুখি হতেই নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ৷ বচসা ধীরে ধীরে হাতাহাতিতে গড়ায় ৷ বিজেপির অভিযোগ, এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ । এই ঘটনায় 4 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । শনিবার সন্ধেয় আটক যুবকদের মুক্তির দাবিতে বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা হারুড পয়েন্ট উপকূল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান । নেতৃত্বে ছিলেন কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ৷ বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ।

আরও পড়ুন : সকাল-সকাল তড়িঘড়ি ভোটদানের প্রবণতা কীসের ইঙ্গিত দিচ্ছে ?

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কাকদ্বীপ বিধানসভা এলাকার তৃণমূল নেতা দেবব্রত মাইতি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই ।" পাশাপাশি তাঁর অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরা প্রচারের সময় তৃণমূলের কর্মীদের মারধর করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.