ভাঙড়, 24 মার্চ : সামনে নির্বাচন । আর তার আগেই বোমা উদ্ধার হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। গতকাল ভাঙড়ের কাশীপুর বামুনিয়া থেকে 13 টি এবং ফলতায় 2টি বোমা উদ্ধার করেছে পুলিশ । তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন : সামশেরগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার জার ভরতি বোমা
গতকাল বামুনিয়া খালপাড়ে পড়ে থাকা একটি ব্যাগে স্থানীয়রা প্রথমে একাধিক বোমা দেখতে পান । তাঁরা কাশীপুর থানায় খবর দেন । পুলিশ এসে সেখান থেকে 13 টি তাজা বোমা উদ্ধার করে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
অন্যদিকে ফলতার চালুয়ারি গ্রামের অটোস্ট্যান্ডের পাশে দু'টি বোমা দেখতে পান স্থানীয়রা । ফলতা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থান থেকে বোমা উদ্ধার করে । এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।
বিজেপির অভিযোগ, এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাটি ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই ঘটনার সাথে তারা যুক্ত নয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে।