ETV Bharat / state

baul artist : কোভিডের তৃতীয় ঢেউয়ের আগে ক্যানিংয়ে সচেতনতা বার্তায় বর্ধমানের বাউল

author img

By

Published : Aug 1, 2021, 9:51 PM IST

আসছে করোনার তৃতীয় ঢেউ ৷ কিন্তু রাস্তা-ঘাটে বেরোলেই চোখে পড়ে মাস্কহীন মানুষের ভিড় ৷ আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে আজও করোনা নিয়ে সচেতন নন অনেকেই । এবার সুন্দরবনে করোনা সচেতনতায় পথে নামলেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷

বাউল শিল্পী
বাউল শিল্পী

ক্যানিং, 1 অগস্ট : বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷ বিভিন্ন জেলায় ঘুরে বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করেন তিনি ৷ এর আগে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সুন্দরবন এলাকাবাসীকে সচেতন করার কাজ করেছেন ৷ না, সরকারিভাবে নয় ৷ কেবল সচেতন করার ইচ্ছেতেই এই কাজ করেন স্বপনবাবু ৷

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনার ক্যানিং-1 ব্লকের মাতলা অঞ্চলের রাজারলাট, পুরাতন চাঁদনি, মাতলা 1নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত । বাউল গানের মধ্যে দিয়ে করোনা পরিস্থিতিতে কীভাবে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলতে হবে সে বিষয়ে সকলকে বোঝান তিনি ৷

আসছে করোনার তৃতীয় ঢেউ ৷ কিন্তু রাস্তা-ঘাটে বেরোলেই চোখে পড়ে মাস্কহীন মানুষের ভিড় ৷ আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে আজও করোনা নিয়ে সচেতন নন অনেকেই । সংক্রমণের সবচেয়ে বেশি আশঙ্কা যাঁদের সেই বয়স্ক থেকে কচিকাঁচা, কারওর মুখেই নেই মাস্ক ৷ তাই বাউল গানের মাধ্যমে যদি সাধারণ মানুষ সচেতন হন ও করোনা বিধি মেনে চলেন তাহলে তৃতীয় ঢেউ থেকে তাঁরা রক্ষা পাবেন বলেই শিল্পীর আশা ৷ স্থানীয় বাসিন্দারাও জানান, তাঁদের এই সচেতনতার প্রচার খুব ভাল লাগছে ৷ তাঁরা আগামী দিনে করোনা বিধি মেনে চলবেন ৷

ক্যানিংয়ে করোনা সচেতনতায় বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদার জানান, পশ্চিমবঙ্গ সরকার করোনা সংক্রমণ রুখতে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই বাউল শিল্পীর গানের মাধ্যমে সচেতনতায় অনেক মানুষ উপকৃত হবে বলেই আশা তাঁর ৷

আরও পড়ুন : নারী নির্যাতন রোধে সচেতনতার বার্তা দিতে বর্ধমান থেকে সুন্দরবনের রাস্তায় বাউল

ক্যানিং, 1 অগস্ট : বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷ বিভিন্ন জেলায় ঘুরে বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করেন তিনি ৷ এর আগে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সুন্দরবন এলাকাবাসীকে সচেতন করার কাজ করেছেন ৷ না, সরকারিভাবে নয় ৷ কেবল সচেতন করার ইচ্ছেতেই এই কাজ করেন স্বপনবাবু ৷

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনার ক্যানিং-1 ব্লকের মাতলা অঞ্চলের রাজারলাট, পুরাতন চাঁদনি, মাতলা 1নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত । বাউল গানের মধ্যে দিয়ে করোনা পরিস্থিতিতে কীভাবে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলতে হবে সে বিষয়ে সকলকে বোঝান তিনি ৷

আসছে করোনার তৃতীয় ঢেউ ৷ কিন্তু রাস্তা-ঘাটে বেরোলেই চোখে পড়ে মাস্কহীন মানুষের ভিড় ৷ আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে আজও করোনা নিয়ে সচেতন নন অনেকেই । সংক্রমণের সবচেয়ে বেশি আশঙ্কা যাঁদের সেই বয়স্ক থেকে কচিকাঁচা, কারওর মুখেই নেই মাস্ক ৷ তাই বাউল গানের মাধ্যমে যদি সাধারণ মানুষ সচেতন হন ও করোনা বিধি মেনে চলেন তাহলে তৃতীয় ঢেউ থেকে তাঁরা রক্ষা পাবেন বলেই শিল্পীর আশা ৷ স্থানীয় বাসিন্দারাও জানান, তাঁদের এই সচেতনতার প্রচার খুব ভাল লাগছে ৷ তাঁরা আগামী দিনে করোনা বিধি মেনে চলবেন ৷

ক্যানিংয়ে করোনা সচেতনতায় বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত ৷

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদার জানান, পশ্চিমবঙ্গ সরকার করোনা সংক্রমণ রুখতে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই বাউল শিল্পীর গানের মাধ্যমে সচেতনতায় অনেক মানুষ উপকৃত হবে বলেই আশা তাঁর ৷

আরও পড়ুন : নারী নির্যাতন রোধে সচেতনতার বার্তা দিতে বর্ধমান থেকে সুন্দরবনের রাস্তায় বাউল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.