ETV Bharat / state

বারুইপুরে রেশনের চাল পাচারের অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ, উদ্ধার করল পুলিশ

বেগমপুরের কটাখালের রেশন ডিলার বাবলু সরদার । তার বিরুদ্ধে অভিযোগ, অনেকদিন ধরেই রেশনের সামগ্রী নিয়ে অনিয়ম করছিল সে । রেগে ছিলেন স্থানীয়রা । গতরাতে বাবলুর রেশন দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

author img

By

Published : Apr 29, 2020, 1:24 PM IST

Baruipur ration dealer
বারুইপুর

বারুইপুর, 29 এপ্রিল : রেশনের চাল পাচারের অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বেগমপুরে। পুলিশ এসে ওই ডিলারকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জনতা । রেশন ডিলার বাবলু সরদারকে পুলিশের হাত থেকে টেনে নিয়ে মারধরের চেষ্টা করা হয় ।

বেগমপুরের কটাখালের রেশন ডিলার বাবলু সরদার । অনেকদিন ধরেই রেশন সামগ্রী নিয়ে সে অনিয়ম করছিল বলে অভিযোগ । ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা । গ্রামবাসী বারবার অভিযোগ করতে থাকেন, রেশন সামগ্রী না দিয়ে বাজারে বিক্রি করে দেয় বাবলু ।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বাবলু বেআইনিভাবে চাল পাচার করছিল । তাকে ধরে ফেলে গ্রামের কয়েকজন যুবক । গ্রামবাসীকে বিষয়টি জানানো হয় । বাবলুর বিরুদ্ধে আরও অভিযোগ, যে যুবকরা তাকে হাতেনাতে ধরে ফেলে তাদের অতিরিক্ত চাল দেওয়ার প্রস্তাব দিয়েছিল সে । এরপর গ্রামবাসীরা রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখায় । দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । বাবলুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তুললে উত্তেজনা চরমে ওঠে । পুলিশের গাড়ি থেকে ডিলারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় । পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বারুইপুর, 29 এপ্রিল : রেশনের চাল পাচারের অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বেগমপুরে। পুলিশ এসে ওই ডিলারকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় জনতা । রেশন ডিলার বাবলু সরদারকে পুলিশের হাত থেকে টেনে নিয়ে মারধরের চেষ্টা করা হয় ।

বেগমপুরের কটাখালের রেশন ডিলার বাবলু সরদার । অনেকদিন ধরেই রেশন সামগ্রী নিয়ে সে অনিয়ম করছিল বলে অভিযোগ । ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা । গ্রামবাসী বারবার অভিযোগ করতে থাকেন, রেশন সামগ্রী না দিয়ে বাজারে বিক্রি করে দেয় বাবলু ।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বাবলু বেআইনিভাবে চাল পাচার করছিল । তাকে ধরে ফেলে গ্রামের কয়েকজন যুবক । গ্রামবাসীকে বিষয়টি জানানো হয় । বাবলুর বিরুদ্ধে আরও অভিযোগ, যে যুবকরা তাকে হাতেনাতে ধরে ফেলে তাদের অতিরিক্ত চাল দেওয়ার প্রস্তাব দিয়েছিল সে । এরপর গ্রামবাসীরা রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখায় । দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । বাবলুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তুললে উত্তেজনা চরমে ওঠে । পুলিশের গাড়ি থেকে ডিলারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় । পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.