ETV Bharat / state

Baruipur Police Nab Robbers: প্রেস স্টিকার লাগানো গাড়িতে চড়ে ডাকাতির ছক ! বারুইপুরে গ্রেফতার 3, উদ্ধার আগ্নেয়াস্ত্র - ডাকাতির ছক বানচাল

প্রেস স্টিকার লাগানো গাড়িতে (Press sticker in car) চড়ে ডাকাতির ছক বানচাল করে দিল বারুইপুর পুলিশ (Baruipur Police Nab Robbers)৷ গ্রেফতার করা হয়েছে 3 জনকে ৷ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ৷

Baruipur police arrest 3 miscreants who used press sticker in car for robbery
প্রেস স্টিকার লাগানো গাড়িতে চড়ে ডাকাতির ছক ! বারুইপুরে গ্রেফতার 3, উদ্ধার আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Nov 28, 2022, 6:22 PM IST

বারুইপুর, 28 নভেম্বর: সংবাদমাধ্যমের স্টিকার (Press sticker in car) লাগানো গাড়িতে করে ডাকাতির ছক (Baruipur Police Nab Robbers)। গোপন সূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করে দিল বারুইপুর পুলিশ । গ্রেফতার করা হল তিনজনকে ৷

গোপন সূত্রে আগেই খবর পেয়ে গিয়েছিল বারুইপুর পুলিশ জেলার পুলিশ । রবিবার রাতে পুলিশ ফুলতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল । পুলিশের নজর এড়ানোর জন্য গাড়িতে প্রেস লেখা স্টিকার ব্যবহার করে দুষ্কৃতীরা । কিন্তু শেষ রক্ষা হয়নি । নাকা চেকিং চলার সময় প্রেস লেখা গাড়িটি দেখে গাড়িটিকে দাঁড় করান কর্তব্যরত পুলিশকর্মীরা । গাড়ির মধ্যে থাকা তিন যাত্রীকে জিজ্ঞাসা করা হলে তাঁরা নিজেদের সংবাদমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দেন । তিন দুষ্কৃতীর কথায় সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীর । তিনি পরিচয় পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি দুষ্কৃতীরা ৷ এরপর পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । সঙ্গে সঙ্গে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ ।

ধৃত দুষ্কৃতীদের নাম আসিফ নস্কর, মহম্মদ হাবিবুল ইসলাম গাজী, প্রবীর মণ্ডল ৷ তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি । এছাড়াও উদ্ধার হয় ডাকাতির সরঞ্জাম ।

আরও পড়ুন: শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে

পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, "পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীদের ধরার উদ্দেশ্যে নাকা চেকিং চালাচ্ছিল ৷ সেই সময় পুলিশের জালে ধরা পড়ে তিন দুষ্কৃতী । উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম । ধৃতদের আজ বারাইপুর মহকুমা আদালতে পেশ করা হবে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 379 ও 402 ধারায় মামলা রুজু করেছে পুলিশ । ডাকাতি করার জন্য নতুন পন্থা অবলম্বন করছে দুষ্কৃতীরা । গাড়িতে প্রেস লেখা স্টিকার লাগিয়ে পুলিশের চোখ এড়ানোর চেষ্টা করে তারা ।"

বারুইপুর, 28 নভেম্বর: সংবাদমাধ্যমের স্টিকার (Press sticker in car) লাগানো গাড়িতে করে ডাকাতির ছক (Baruipur Police Nab Robbers)। গোপন সূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করে দিল বারুইপুর পুলিশ । গ্রেফতার করা হল তিনজনকে ৷

গোপন সূত্রে আগেই খবর পেয়ে গিয়েছিল বারুইপুর পুলিশ জেলার পুলিশ । রবিবার রাতে পুলিশ ফুলতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল । পুলিশের নজর এড়ানোর জন্য গাড়িতে প্রেস লেখা স্টিকার ব্যবহার করে দুষ্কৃতীরা । কিন্তু শেষ রক্ষা হয়নি । নাকা চেকিং চলার সময় প্রেস লেখা গাড়িটি দেখে গাড়িটিকে দাঁড় করান কর্তব্যরত পুলিশকর্মীরা । গাড়ির মধ্যে থাকা তিন যাত্রীকে জিজ্ঞাসা করা হলে তাঁরা নিজেদের সংবাদমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দেন । তিন দুষ্কৃতীর কথায় সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীর । তিনি পরিচয় পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি দুষ্কৃতীরা ৷ এরপর পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । সঙ্গে সঙ্গে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ ।

ধৃত দুষ্কৃতীদের নাম আসিফ নস্কর, মহম্মদ হাবিবুল ইসলাম গাজী, প্রবীর মণ্ডল ৷ তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি । এছাড়াও উদ্ধার হয় ডাকাতির সরঞ্জাম ।

আরও পড়ুন: শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে

পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, "পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীদের ধরার উদ্দেশ্যে নাকা চেকিং চালাচ্ছিল ৷ সেই সময় পুলিশের জালে ধরা পড়ে তিন দুষ্কৃতী । উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম । ধৃতদের আজ বারাইপুর মহকুমা আদালতে পেশ করা হবে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 379 ও 402 ধারায় মামলা রুজু করেছে পুলিশ । ডাকাতি করার জন্য নতুন পন্থা অবলম্বন করছে দুষ্কৃতীরা । গাড়িতে প্রেস লেখা স্টিকার লাগিয়ে পুলিশের চোখ এড়ানোর চেষ্টা করে তারা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.