বারুইপুর, 21 নভেম্বর: বারুইপুরে স্ত্রী ও ছেলের হাতে খুন প্রাক্তন নৌসেনা কর্মীর কোমরের সন্ধান পেল পুলিশ (Body parts of ex navy personnel recovered)। পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার হল খুনে ব্যবহৃত অস্ত্র । দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ডিহি মদন মাল্লো এলাকার একটি পুকুর এবং তার আশপাশের ঝোঁপে সন্ধান চালান তদন্তকারীরা । জানা গিয়েছে, সেখান থেকে পাওয়া গিয়েছে উজ্জ্বলের কোমরের অংশ । প্রাক্তন সেনাকর্মীর ছেলে জয় জানিয়েছিলেন, দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ঘটনা দেখে অনুপ্রাণিত হয়ে তিনি দেহ কাটার সিদ্ধান্ত নেন ।
কিন্তু কেন এই সিদ্ধান্ত ? জেরায় জয় দাবি করেন যে, খুন হয়ে যাওয়ার পরে তাঁরা বুঝতে পারছিলেন না কী করবেন । তাঁর মা বারবার তাঁকে জিজ্ঞেস করেন, এ বার কী করা হবে এবং দেহের কী ব্যবস্থা হবে ৷ সেই সময়েই তিনি তাঁর মাকে জানান, দিল্লির ঘটনার মতোই দেহের টুকরো করে সেগুলিকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হোক ।
প্রসঙ্গত, ইতিমধ্যে উজ্জ্বলের মাথা, কোমর, দু’টি পা-সহ 4টি টুকরোর সন্ধান পেয়েছে পুলিশ । তবে এখনও উজ্জ্বলের 2টি হাতের কোনও খোঁজ পাওয়া যায়নি । রবিবার সকালে নিহত উজ্জ্বল চক্রবর্তীর ছেলে জয়কে বারুইপুরের ডিহি মদন মাল্লো এলাকায় নিয়ে যান তদন্তকারীরা । সেখানে পুকুর ও পুকুর সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয় । পুলিশের দাবি, জেরায় জয় জানিয়েছেন, কাঠ কাটার করাত দিয়ে তিনি তাঁর বাবার দেহ 6 টুকরো করেন । এর পর উজ্জ্বলের দেহাংশ তিনি ছড়িয়ে দেন পুকুর এবং পুকুর সংলগ্ন এলাকায় । তিনি করাতটিও পুকুরে ফেলে দেন বলে জানান ।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার জেরে বাবার প্রতি তীব্র বিতৃষ্ণা, কীভাবে দেহ কাটা যায় অনলাইনে শেখেন ছেলে
করাত ও উজ্জ্বল চক্রবর্তীর দেহাংশ সন্ধানে পুকুরে ডুবুরি নামানো হয় । তল্লাশি চালানো হয় আশপাশের জঙ্গলে । জঙ্গল থেকে পাওয়া যায় উজ্জ্বলের কোমরের অংশটি । পাশাপাশি ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার হয় করাত ।
এ দিকে, অভিযুক্ত জয় ও শ্যামলীকে আদালতে হাজির করানো হলে তাঁদের 12 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের রাতে প্রথমে মারধর করা উজ্জ্বলকে । তার পর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় । এর পর উজ্জ্বলের দেহ শৌচাগারে নিয়ে গিয়ে করাত দিয়ে কেটে ছয় টুকরো করেন জয় । তাঁকে সাহায্য করেন তাঁর মা শ্যামলী । গভীর রাতে শ্যামলী এবং জয় উজ্জ্বলের মাথা থেকে পেট পর্যন্ত দেহাংশ নিয়ে সাইকেলে চড়ে পুকুরে ফেলে আসেন বলে পুলিশের দাবি । পুলিশের আরও দাবি, খুনের রাতে 3 বার বাড়ি থেকে বেরিয়েছিলেন জয় । পরে উজ্জ্বলের দেহের যে অংশ পুকুরে ফেলা হয়েছিল তা ভেসে ওঠে । এরপরই প্রকাশ্যে আসে হাড়হিম করা ওই বারুইপুর হত্যাকাণ্ডের ঘটনা ।