বারুইপুর, 30 এপ্রিল : এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান জমা বারুইপুর জেলা পুলিশের । দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত সব পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশকর্মী তাঁদের একদিনের বেতন তুলে দিলেন এই ত্রাণ তহবিলে । জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 33 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
কোরোনা আতঙ্কে রয়েছে দেশ । চলছে লকডাউন । ফলে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলি । কাজ বন্ধ হয়ে যাওয়ায় রুজি-রুটি একেবারেই বন্ধ হয়ে গেছে তাঁদের। তাঁদের কথা ভেবে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ রাজ্যের ত্রাণ তহবিলে অর্থ দান করছেন । এবার এগিয়ে এল বারুইপুর জেলা পুলিশও ।
লকডাউনের শুরু থেকেই যেভাবে রাস্তায় নেমে দায়িত্ব সামলাচ্ছেন পুলিশকর্মীরা তার জন্য বারুইপুর জেলা পুলিশের অধীন সকলে তাঁদের সাধুবাদ জানিয়েছেন । এর পাশাপাশি ব্লাড ব্যাঙ্কে রক্তাল্পতার কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছে পুলিশ । এবার রাজ্যের ত্রাণ তহবিলেও নিজেদের একদিনের পারিশ্রমিক তুলে দিলেন তাঁরা ।