নরেন্দ্রপুর, 31 মে : সুন্দরবনের জঙ্গলের কথা মাথায় এলে বাঘ ও কুমিরের ভয়ে বুক কেপে ওঠেনি এমন লোক খুবই কম রয়েছে । কিন্তু ভালোবাসার টানে বাংলাদেশ থেকে সুন্দরবনের দুর্ভেদ্য জঙ্গল পেরিয়ে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে গেল বাংলাদেশের এক তরুণী (Bangladeshi Lady Arrested in Narendrapur) । পছন্দের পুরুষকে কালীঘাটে গিয়ে বিয়ে করেও শেষরক্ষা হল না । গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়া থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করার অপরাধে গ্রেফতার ওই করা হল ওই তরুণীকে । রানিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
জানা গিয়েছে, মাস ছয়েক আগে রানিয়ার এক বাসিন্দার সঙ্গে তাঁর আলাপ হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই আলাপ প্রেমে পরিণত হয় । নিজেদের ভালোবাসাকে পূর্ণতার রূপ দিতে বাঘের ভয়কে উপেক্ষা করে জঙ্গল পেরিয়ে নদী সাঁতরে এপারে আসেন ওই তরুণী ।
আরও পড়ুন : প্রেমের ডাকে এদেশে এসে ধরা পড়লেন বাংলাদেশি যুবক
অভিযুক্তকে আদালতে পেশ করবে নরেন্দ্রপুর থানার পুলিশ । পুলিশ আরও জানিয়েছে, বাঘের ভয়কে জয় করে প্রেমের টানে বাংলাদেশ থেকে সুন্দরবনের জঙ্গল পেরিয়েও প্রায় এক ঘণ্টার মত নদী সাঁতরে এপার বাংলায় প্রবেশ করে ওই তরুণী । মৃত্যুভয়কে উপেক্ষা করে প্রিয় মানুষকে পেতে এই কঠিন পদক্ষেপ বলে জানা গিয়েছে ।