ETV Bharat / state

সুন্দরবনে আটক বাংলাদেশি ট্রলার, উদ্ধার লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি - বাংলাদেশি ট্রলার

ট্রলারটি গোসাবার সুন্দরবন উপকূল থানার হাতে তুলে দেয় কোস্টগার্ড । ট্রলারটি থেকে উদ্ধার করা হয় 363 টি ভারতীয় শাড়ি, যার বাজার মূল্য কয়েক লাখ টাকা ।

সুন্দরবনে আটক বাংলাদেশি ট্রলার
সুন্দরবনে আটক বাংলাদেশি ট্রলার
author img

By

Published : Mar 21, 2021, 8:59 PM IST

সুন্দরবন, 21 মার্চ : সুন্দরবনের নদীতে উদ্ধার হল বাংলাদেশি ট্রলার সহ প্রচুর ভারতীয় শাড়ি । শুক্রবার সারা রাত অভিযান চালিয়ে সাফল্য পেল কোস্টগার্ড ।

বেশ কিছুদিন ধরেই বঙ্গোপসাগর লাগোয়া কেন্দুয়া (কেঁদো) দ্বীপের কাছে বাংলাদেশি বোটের আনাগোনার খবর আসছিল । শুক্রবার রাতে টহল দেওয়ার সময় কেন্দুয়া দ্বীপের কাছে একটি ট্রলারকে দ্রুত যেতে দেখে কোস্টগার্ড । সন্দেহ হওয়ায় কালো পতাকা লাগানো বড় ট্রলারের পিছনে ধাওয়া করে কোস্টগার্ড । কোস্টকগার্ড ট্রলারটি পেলেও, ট্রলারে থাকা সাত থেকে আট পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে জঙ্গলে পালায় । সন্দেহ হওয়ায় কালো পতাকা লাগানো বড় ট্রলারের পিছনে ধাওয়া করে কোস্টগার্ড । কোস্টকগার্ড ট্রলারটি পেলেও, ট্রলারে থাকা সাত থেকে আট পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে বাঘের জঙ্গলে পালায় ।

আরও পড়ুন : বিজেপি প্রার্থী যশের সঙ্গে ছবি তুলে বিতর্কে ভোটকর্মীরা

ট্রলারটি গোসাবার সুন্দরবন উপকূল থানার হাতে তুলে দেয় কোস্টগার্ড । ট্রলারটি থেকে উদ্ধার করা হয় 363 টি ভারতীয় শাড়ি, যার বাজার মূল্য কয়েক লাখ টাকা । একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় বাংলাদেশি ট্রলারটিও ।

সুন্দরবন, 21 মার্চ : সুন্দরবনের নদীতে উদ্ধার হল বাংলাদেশি ট্রলার সহ প্রচুর ভারতীয় শাড়ি । শুক্রবার সারা রাত অভিযান চালিয়ে সাফল্য পেল কোস্টগার্ড ।

বেশ কিছুদিন ধরেই বঙ্গোপসাগর লাগোয়া কেন্দুয়া (কেঁদো) দ্বীপের কাছে বাংলাদেশি বোটের আনাগোনার খবর আসছিল । শুক্রবার রাতে টহল দেওয়ার সময় কেন্দুয়া দ্বীপের কাছে একটি ট্রলারকে দ্রুত যেতে দেখে কোস্টগার্ড । সন্দেহ হওয়ায় কালো পতাকা লাগানো বড় ট্রলারের পিছনে ধাওয়া করে কোস্টগার্ড । কোস্টকগার্ড ট্রলারটি পেলেও, ট্রলারে থাকা সাত থেকে আট পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে জঙ্গলে পালায় । সন্দেহ হওয়ায় কালো পতাকা লাগানো বড় ট্রলারের পিছনে ধাওয়া করে কোস্টগার্ড । কোস্টকগার্ড ট্রলারটি পেলেও, ট্রলারে থাকা সাত থেকে আট পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে বাঘের জঙ্গলে পালায় ।

আরও পড়ুন : বিজেপি প্রার্থী যশের সঙ্গে ছবি তুলে বিতর্কে ভোটকর্মীরা

ট্রলারটি গোসাবার সুন্দরবন উপকূল থানার হাতে তুলে দেয় কোস্টগার্ড । ট্রলারটি থেকে উদ্ধার করা হয় 363 টি ভারতীয় শাড়ি, যার বাজার মূল্য কয়েক লাখ টাকা । একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় বাংলাদেশি ট্রলারটিও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.