ETV Bharat / state

ফ্লাইঅ্যাশ ভরতি জাহাজ ডুবল মুড়িগঙ্গা নদীতে, মৎস্যজীবীর তৎপরতায় উদ্ধার 7 - south 24 pargana

ফ্লাইঅ্যাশ ভরতি বাংলাদেশি জাহাজ ডুবে গেল মুড়াগঙ্গা নদীতে । জাহাজে থাকা 7 জন ব্যক্তির প্রাণ বাঁচালেন এক মৎসজীবী ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 19, 2020, 9:52 AM IST

সুন্দরবন, 19 এপ্রিল : ফ্লাইঅ্যাশ ভরতি একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেল মুড়িগঙ্গা নদীতে । জাহাজটির নাম আরিয়াল খান । এক মৎস্যজীবীর তৎপরতায় উদ্ধার হয় ওই জাহাজে থাকা 7 জন ব্যক্তি ।

জাহাজটি ফ্লাইঅ্যাশ ভরতি করে খিদিরপুরের দিক থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল । যাওয়ার পথে গতকাল বিকেলে মুড়িগঙ্গা নদীতে হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকার বড়তলা ঘাটের কাছে ডুবে যায় । সেই সময় পাশে ট্রলারে থাকা পীর আলি শেখ নামে এক মৎস্যজীবী সোহাগ হোসেন, আলাউদ্দিন মোল্লা, তাজমুল মোল্লা, মিঠুন শেখ, লিমন, রাজীব মোল্লা ও মাসুম বিল্লাহ শেখদের উদ্ধার করেন । পরে তাঁদের অন্য একটি জাহাজে পৌঁছে দেন তিনি ।

ঘটনার পর খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান সুন্দরবনের পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশ সূত্রে খবর, ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা অন্য একটি জাহাজে রয়েছেন । বর্তমানে জাহাজটি ঘোড়ামারা দ্বীপের কাছে রয়েছে ।

এদিকে পরপর জাহাজ ডুবির ঘটনায় প্রশ্ন উঠছে জলপথের নিরাপত্তা নিয়ে । এই নিয়ে চলতি মাসে তিনটি বাংলাদেশি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে । আজ বাংলাদেশি জাহাজের কর্মীদের পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে থার্মাল স্ক্যানিংয়ের পর তাঁদের আপাতত কোয়ারানটাইনে রাখবে বলে সূত্রে খবর ।

সুন্দরবন, 19 এপ্রিল : ফ্লাইঅ্যাশ ভরতি একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেল মুড়িগঙ্গা নদীতে । জাহাজটির নাম আরিয়াল খান । এক মৎস্যজীবীর তৎপরতায় উদ্ধার হয় ওই জাহাজে থাকা 7 জন ব্যক্তি ।

জাহাজটি ফ্লাইঅ্যাশ ভরতি করে খিদিরপুরের দিক থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল । যাওয়ার পথে গতকাল বিকেলে মুড়িগঙ্গা নদীতে হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকার বড়তলা ঘাটের কাছে ডুবে যায় । সেই সময় পাশে ট্রলারে থাকা পীর আলি শেখ নামে এক মৎস্যজীবী সোহাগ হোসেন, আলাউদ্দিন মোল্লা, তাজমুল মোল্লা, মিঠুন শেখ, লিমন, রাজীব মোল্লা ও মাসুম বিল্লাহ শেখদের উদ্ধার করেন । পরে তাঁদের অন্য একটি জাহাজে পৌঁছে দেন তিনি ।

ঘটনার পর খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান সুন্দরবনের পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশ সূত্রে খবর, ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা অন্য একটি জাহাজে রয়েছেন । বর্তমানে জাহাজটি ঘোড়ামারা দ্বীপের কাছে রয়েছে ।

এদিকে পরপর জাহাজ ডুবির ঘটনায় প্রশ্ন উঠছে জলপথের নিরাপত্তা নিয়ে । এই নিয়ে চলতি মাসে তিনটি বাংলাদেশি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে । আজ বাংলাদেশি জাহাজের কর্মীদের পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে থার্মাল স্ক্যানিংয়ের পর তাঁদের আপাতত কোয়ারানটাইনে রাখবে বলে সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.