ETV Bharat / state

Bengali New Year: তাপপ্রবাহের জেরে নববর্ষে পর্যটকহীন বকখালির সমুদ্র সৈকত, চিন্তায় ব্যবসায়ীরা

author img

By

Published : Apr 15, 2023, 8:37 PM IST

Updated : Apr 15, 2023, 9:29 PM IST

পয়লা বৈশাখে ফাঁকা বকখালি সমুদ্র সৈকত ৷ তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেতে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ ফল স্বরূপ বকখালির সমুদ্র সৈকতও প্রায় পর্যটক শূন্য ৷ মাথায় হাত হোটেল মালিক থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীদের ৷

Etv Bharat
নববর্ষে পর্যটকহীন বকখালি সমুদ্র সৈকত
নববর্ষে পর্যটকহীন বকখালি সমুদ্র সৈকত

বকখালি, 15 এপ্রিল: ইংরেজি নববর্ষে তিল ধারণের জায়গা থাকেনা বকখালি সমুদ্র সৈকতে ৷ কিন্তু বাংলা নববর্ষে সেই ছবিটা যেন ব্যতিক্রম । কার্যত পয়লা বৈশাখের প্রথম দিনে শুনশান বকখালি সমুদ্র সৈকত । দেখা মেলেনি কোনও পর্যটকের ৷ খাঁ খাঁ করছে নামকরা এই পর্যটনকেন্দ্র । সমস্যায় পড়েছেন এলাকার ব্যবসায়ীরা ।

মূলত গরমের কারণেই পর্যটকরা এখন বকখালিতে আসছেন না বলে মনে করা হচ্ছে । শীতকালে যে বকখালি সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে ও কোলাহলে গমগম করত, সেই আমেজ এখন সম্পূর্ণ উধাও এখান থেকে ৷ স্থানীয় হোটেল ব্যবসায়ী প্রসেনজিৎ জানা বলেন,"ইংরেজি নববর্ষে বকখালিতে পর্যটকদের ভিড় থাকলেও বাংলা নববর্ষে সেই ভিড় আর চোখে পড়ে না । বকখালি সমুদ্র সৈকতের নাব্যতা অনেকটাই কমে গিয়েছে ৷ সেই কারণে সমুদ্রের জল অনেক দূরে চলে গিয়েছে ৷ ফলে এই গরমে পর্যটকরা এখানে আসতে চাইছেন না ৷"

আরও পড়ুন: কম বাজেটে একটি স্মরণীয় ছুটি কাটাতে চান, তাহলে এই পর্যটন গন্তব্য হয়ে উঠবে পারফেক্ট

এছাড়াও ঘূর্ণিঝড় যশ, আমফান থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বকখালির ঝাউবন থেকে শুরু করে সৌন্দর্যায়নের জন্য যে সমস্ত গাছ-গাছালি বসানো হয়েছিল সেই সবই ধ্বংস হয়ে গিয়েছে । বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য কোনওরকম ব্যবস্থা না থাকায় এই গরমে যাঁরা বকখালিতে এসেছেন তাঁদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ তবে রাজ্যের পর্যটন দফতরের পক্ষ থেকে বকখালিকে নতুন রূপে সাজানোর প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু করা হয়েছে । অনাথ বন্ধু দোলুই নামে এক ব্যবসায়ী বলেন,"শীতের মৌসুমে পিকনিকের আমেজে মেতে ওঠে বকখালি কিন্তু শীত চলে যাওয়ার পর, বকখালিতে তেমন পর্যটকদের দেখা মেলে না ।" এই পরিস্থিতি বকখালির পর্যটনের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে ৷ এক প্রকার মুখ থুবড়ে পড়েছে বকখালির পর্যটন শিল্প । কবে হাল ফিরবে বকখালির সেদিকেই তাকিয়ে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা।

নববর্ষে পর্যটকহীন বকখালি সমুদ্র সৈকত

বকখালি, 15 এপ্রিল: ইংরেজি নববর্ষে তিল ধারণের জায়গা থাকেনা বকখালি সমুদ্র সৈকতে ৷ কিন্তু বাংলা নববর্ষে সেই ছবিটা যেন ব্যতিক্রম । কার্যত পয়লা বৈশাখের প্রথম দিনে শুনশান বকখালি সমুদ্র সৈকত । দেখা মেলেনি কোনও পর্যটকের ৷ খাঁ খাঁ করছে নামকরা এই পর্যটনকেন্দ্র । সমস্যায় পড়েছেন এলাকার ব্যবসায়ীরা ।

মূলত গরমের কারণেই পর্যটকরা এখন বকখালিতে আসছেন না বলে মনে করা হচ্ছে । শীতকালে যে বকখালি সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে ও কোলাহলে গমগম করত, সেই আমেজ এখন সম্পূর্ণ উধাও এখান থেকে ৷ স্থানীয় হোটেল ব্যবসায়ী প্রসেনজিৎ জানা বলেন,"ইংরেজি নববর্ষে বকখালিতে পর্যটকদের ভিড় থাকলেও বাংলা নববর্ষে সেই ভিড় আর চোখে পড়ে না । বকখালি সমুদ্র সৈকতের নাব্যতা অনেকটাই কমে গিয়েছে ৷ সেই কারণে সমুদ্রের জল অনেক দূরে চলে গিয়েছে ৷ ফলে এই গরমে পর্যটকরা এখানে আসতে চাইছেন না ৷"

আরও পড়ুন: কম বাজেটে একটি স্মরণীয় ছুটি কাটাতে চান, তাহলে এই পর্যটন গন্তব্য হয়ে উঠবে পারফেক্ট

এছাড়াও ঘূর্ণিঝড় যশ, আমফান থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বকখালির ঝাউবন থেকে শুরু করে সৌন্দর্যায়নের জন্য যে সমস্ত গাছ-গাছালি বসানো হয়েছিল সেই সবই ধ্বংস হয়ে গিয়েছে । বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য কোনওরকম ব্যবস্থা না থাকায় এই গরমে যাঁরা বকখালিতে এসেছেন তাঁদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ তবে রাজ্যের পর্যটন দফতরের পক্ষ থেকে বকখালিকে নতুন রূপে সাজানোর প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু করা হয়েছে । অনাথ বন্ধু দোলুই নামে এক ব্যবসায়ী বলেন,"শীতের মৌসুমে পিকনিকের আমেজে মেতে ওঠে বকখালি কিন্তু শীত চলে যাওয়ার পর, বকখালিতে তেমন পর্যটকদের দেখা মেলে না ।" এই পরিস্থিতি বকখালির পর্যটনের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে ৷ এক প্রকার মুখ থুবড়ে পড়েছে বকখালির পর্যটন শিল্প । কবে হাল ফিরবে বকখালির সেদিকেই তাকিয়ে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা।

Last Updated : Apr 15, 2023, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.