ক্যানিং, ২৭ জুন : রাজ্যে ভোট মিটে গেলেও হিংসা বন্ধ হয়নি । ক্যানিংয়ের ইটখোলা গ্রামে তৃণমূলের উপপ্রধান খতিব সর্দার-সহ তাঁর অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । রবিবার বুধখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান খতিব সর্দার ও তাঁর অনুগামীরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের জন্য জমি চিহ্নিত করতে যান ।
অভিযোগ, সেই সময়ে আচমকাই কুড়ি-পঁচিশ জন আইএসএফ কর্মী লোহার রড-লাঠি নিয়ে হামলা করে তাঁর ওপর । মাথায় চোট পান তৃণমূল উপপ্রধান । মারধর করার পাশাপাশি খতিব সর্দারের গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । দুষ্কৃতীদের হামলায় তৃণমূলের ৬ জন কর্মী আহত হন । সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
আক্রান্ত উপপ্রধান খতিব সর্দারের কথায়, “আমরা প্ল্যান্টেশনের কাজে যাচ্ছিলাম । তখন হঠাৎ করে আইএসএফের লোকেরা হামলা করে । আমার মাথায় লাঠি দিয়ে মারে । আমার সঙ্গীদেরকেও মারা হয় । আইএসএফের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে ।”
তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, “আমরা খোঁজখবর চালাচ্ছি । কে বা কারা এই কাজটা করেছে তা দেখছি ।” যদিও, এই ঘটনায় আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন...নতুন ব্রিজ তৈরিতে ঢিলেমি, চন্দ্রকোণায় বসে গেল পুরনো ব্রিজ
উল্লেখ্য, নির্বাচনের সময় থেকেই আব্বাস সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে তৃণমূলের বিরোধ অব্য়াহত । ভাঙড় ও ক্যানিং এলাকায় ভোটের পরেও একের পর এক সন্ত্রাস ও হিংসার ঘটনার একাধিক ছবি সামনে এসেছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।