ETV Bharat / state

জয়নগরে বিজেপির সভাতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

author img

By

Published : Jan 19, 2021, 9:53 PM IST

বারাসতের জয়নগরে দলীয় সভা চলাকালীন বিজেপির সভামঞ্চ ভাঙচুর করল দুষ্কৃতীরা ৷ সভাস্থানে বিজেপির কর্মী সমর্থকদের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

Attack on BJP meeting at Jayanagar
বিজেপির সভামঞ্চ ভাঙচুর

জয়নগর, 19 জানুয়ারি : জয়নগরে দক্ষিণ বারাসতে দলীয় সভা চলাকালীন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা।অভিযোগের তীর তৃণমূলের দিকে ।
আজ বিকালে দক্ষিণ বারাসতে বাজারে স্থানীয় বিজেপির পক্ষ থেকে একটি পথসভা চলছিল। সভা চলাকালীন একদল যুবক এসে সভা বন্ধ করতে বলে বলে অভিযোগ ৷

জয়নগরে বিজেপির সভাতে হামলা

এই দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে সভাস্থানে ভাঙচুর শুরু করে। ভেঙে দেওয়া হয় মঞ্চ ,মাইক, ও চেয়ার। বিজেপির পক্ষ থেকে দেবতোষ আচার্য জানান,তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনীর পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। তাঁর অভিযোগ,সম্পূর্ণ ঘটনা পুলিশের উপস্থিতিতেই ঘটেছে। এই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ বারাসাত ও কুল্পি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

আরও পড়ুন :আমিও এবার বিজেপির মিটিংয়ে লোক পাঠাব ডিস্টার্ব করতে : মমতা

তৃণমূল যুব কংগ্রেসের জয়নগর 1 নম্বর ব্লক সভাপতি তুহিন বিশ্বাস বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, "বিজেপির অন্তদ্বন্দ্বে নিজেদের মধ্যেই গন্ডগোল হয়েছে । এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নেই।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জয়নগর থানার পুলিশ । পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা। দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা ।

জয়নগর, 19 জানুয়ারি : জয়নগরে দক্ষিণ বারাসতে দলীয় সভা চলাকালীন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা।অভিযোগের তীর তৃণমূলের দিকে ।
আজ বিকালে দক্ষিণ বারাসতে বাজারে স্থানীয় বিজেপির পক্ষ থেকে একটি পথসভা চলছিল। সভা চলাকালীন একদল যুবক এসে সভা বন্ধ করতে বলে বলে অভিযোগ ৷

জয়নগরে বিজেপির সভাতে হামলা

এই দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে সভাস্থানে ভাঙচুর শুরু করে। ভেঙে দেওয়া হয় মঞ্চ ,মাইক, ও চেয়ার। বিজেপির পক্ষ থেকে দেবতোষ আচার্য জানান,তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনীর পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। তাঁর অভিযোগ,সম্পূর্ণ ঘটনা পুলিশের উপস্থিতিতেই ঘটেছে। এই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ বারাসাত ও কুল্পি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

আরও পড়ুন :আমিও এবার বিজেপির মিটিংয়ে লোক পাঠাব ডিস্টার্ব করতে : মমতা

তৃণমূল যুব কংগ্রেসের জয়নগর 1 নম্বর ব্লক সভাপতি তুহিন বিশ্বাস বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, "বিজেপির অন্তদ্বন্দ্বে নিজেদের মধ্যেই গন্ডগোল হয়েছে । এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নেই।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জয়নগর থানার পুলিশ । পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা। দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.