কলকাতা, 10 ফেব্রুয়ারি : ফের পুরনো দায়িত্ব ফিরে পেলেন অরূপ বিশ্বাস (Arup Biswas Reinstate as TMC co-ordinator in South 24 Parganas) ৷ বুধবার দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের সমন্বয় কমিটির দায়িত্ব থেকে অরূপকে সরিয়ে দিয়েছিল তৃণমূল শীর্ষ নেত্বত্ব ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল দলের মুখপাত্র কুণাল ঘোষ ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে ৷ কিন্তু এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে, বৃহস্পতিবার ফের পুরনো দায়িত্ব ফিরে পেলেন অরূপ বিশ্বাস ৷
একইসঙ্গে বেড়েছে তাঁর দায়িত্বভারও ৷ দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব বর্ধমান ও জলপাইগুড়িতেও দলের সমন্বয়কারীর দায়িত্ব বর্তেছে অরূপের উপর ৷ তৃণমূল সূত্রে খবর, অরূপ বিশ্বাসকে তাঁর পুরনো দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলেও তাঁর সঙ্গে দক্ষিণ 24 পরগনায় এই সমন্বয়ের দায়িত্বে থাকছে্ন শুভাশিস চক্রবর্তী, কুণাল ঘোষ, সওকত মোল্লাও ৷
আরও পড়ুন : দক্ষিণ 24 পরগনায় সরানো হল অরূপকে, দায়িত্বে কুণাল-সওকত
অরূপ বিশ্বাসকে তাঁর দায়িত্ব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তৃণমূল সূত্রে খবর, পৌরভোটের প্রার্থী মনোনয়ন নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল দলের মধ্যে । তা মিটে গিয়েছে । অরূপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দলের নেতাদের দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াচ্ছেন । এরপরই তাঁকে দক্ষিণ 24 পরগনায় দলের সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরিয়ে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷