ডায়মন্ডহারবার, 25 সেপ্টেম্বর : অনেকদিন আগেই কাঠামোতে পড়ে গিয়েছে মাটির প্রলেপ ৷ সেজে উঠছে সপরিবারে উমা ৷ শুধু তুলির টানে রাঙানো বাকি মাকে ৷ আসলে বৃষ্টিতে শুকোতে দেরি হচ্ছে প্রতিমা ৷ এদিকে হাতে আর সময়ও বেশি নেই ৷ তাই নাওয়া-খাওয়া ভুলে এখন একভাবে প্রতিমা তৈরি করে চলেছেন মৃৎশিল্পীরা ৷ সেরকমই ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার পোটোপাড়াগুলিতে ৷ এখনও অর্ডার দিচ্ছে পুজো কমিটিগুলি ৷ তাই শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে ৷
গতবছর করোনার জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হন মৃৎশিল্পীরা । এর প্রভাবে অনেক পুজো কমিটি তাদের পুজো বন্ধ করে দেয় ৷ বলতে গেলে বাজার একেবারেই ছিল না ৷ তাই অর্ডারও খুব কম এসেছিল ৷ তবে এবছরের পরিস্থিতি তুলনামূলক ভাল ৷ অর্ডারের পরিমাণ ভাল ৷ তবে একটাই সমস্যা ৷ কাঁচামালের দাম অনেকটা বেড়ে গিয়েছে ৷ কিন্তু প্রতিমার বিক্রয় মূল্য তেমন একটা বৃদ্ধি পায়নি ৷ ফলে লাভের অঙ্ক কিছুটা কমেছে । প্রতিমার কম মূল্য পাচ্ছেন ৷ 5-6 হাজার টাকা কম পাচ্ছেন ৷ এই বিষয়ে শিল্পী মৌসম পাল বলেন, "প্রতিমার মূল্য কম পাচ্ছি । আগে যে প্রতিমা 25-26 হাজার টাকায় বিক্রি হত, সেই প্রতিমা এখন 20-21 হাজার টাকায় বিক্রি হচ্ছে । আগে প্রতিমা তৈরির সঙ্গে নিযুক্ত শ্রমিকরা মজুরি পেতেন 800 থেকে 900 টাকা ৷ সেই মজুরি এখন 600 টাকায় এসে দাঁড়িয়েছে ।"
আরও পড়ুন, DurgaPuja : শরিক বিবাদে জৌলুসহীন 405 বছরের চিড়িমারসাই নন্দীবাড়ির পুজো
তবে আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই করে চলেছেন শিল্পীরা । গত বছরের থেকে ভাল হচ্ছে পরিস্থিতি ৷ ইতিমধ্যেই বহু পুজো কমিটি তাদের বায়না দিয়ে গিয়েছে ৷ আরও পুজো কমিটি যোগাযোগ করছে শিল্পীদের সঙ্গে । শিল্পী কার্তিক পাল বলেন, "গতবছরের থেকে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে । অন্যান্য বছরগুলোর মতো গত বছরই তেমনভাবে প্রতিমা বিক্রি হয়নি ৷ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । প্রতিমা আগে দক্ষিণ 24 পরগনার গড়িয়া, বারুইপুর, আমতলা ,কলকাতা, ডায়মন্ডহারবার, ক্যানিং, ভাঙড়, সাগর-সহ বিভিন্ন জায়গায় যেত ৷ তবে এবার সব জায়গা থেকে অর্ডার আসেনি ৷ স্থানীয়দের মধ্যে বিভিন্ন পুজো কমিটি তাদের প্রতিমা অর্ডার দিয়ে গিয়েছে ।"
আরও পড়ুন, Durga Puja : বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাবের এবারের পুজোর থিম গাছ পুজো
একটানা বৃষ্টির জেরেও প্রতিমা তৈরির কাজে ব্যাঘাত ঘটছে । সমস্ত কিছু বাধা উপেক্ষা করে এখন মায়ের মূর্তি তৈরি করে চলেছেন শিল্পীরা ৷