ETV Bharat / state

ভাঙড়ে ভাঙন তৃণমূলের, BJP-তে যোগ আরাবুল অনুগামীদের - congress

গতকাল ভোগালি 2-এর প্রাক্তন তৃণমূল উপপ্রধান সুশীল মণ্ডল, তৃণমূল নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ সহ প্রায় 800 জন তৃণমূলকর্মী-সমর্থক BJP-তে যোগদান করে । ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের এলাকায় তৃণমূল কর্মীদের এভাবে BJP-তে যোগ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 5, 2019, 5:25 AM IST

Updated : Jul 5, 2019, 7:41 AM IST

ভাঙড়, 5 জুলাই : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত । এবার ভাঙড় । গতকাল প্রায় 800 তৃণমূলকর্মী BJP-তে যোগদান করেন । এদের মধ্যে একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । সংখ্যালঘু ভোটারদের সদস্য করতে গতকাল ভাঙড়ের পোলেরহাটে সভা করে BJP-র ভাঙড় 3 নম্বর মণ্ডল । সেখানে ভোগালি 2-এর প্রাক্তন তৃণমূল উপপ্রধান সুশীল মণ্ডল, তৃণমূল নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ সহ প্রায় 800 জন তৃণমূলকর্মী-সমর্থক BJP-তে যোগদান করে । রাজনৈতিক মহলের একাংশের মতে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের এলাকায় তৃণমূল কর্মীদের এভাবে BJP-তে যোগ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ।

গতকালের সভায় ভাঙড়ের স্থানীয় নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুনীপ দাস, জেলা সভানেত্রী অমৃতা বন্ধ্যোপাধ্যায় সহ অন্যরা । এইবিষয়ে, জেলা সভাপতি সুনীপ দাস বলেন, "তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ প্রায় 800 জন BJP-তে যোগ দিয়েছেন । কাতারে কাতারে মানুষ এসে BJP-তে যোগ দিচ্ছে । এবার প্রচুর সংখ্যালঘু মানুষ যোগ দিয়েছেন ।"

ভিডিয়োয় শুনুন BJP নেতা সুনীপ দাসের বক্তব্য

BJP নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে আগাগোড়া তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন । তিনি বলেন, "তৃণমূল দলটা এখন 'তৃণ কাট, মানি মূল' দলে পরিণত হয়েছে । আর মুখ্যমন্ত্রী চিফ কাটমানি মিনিষ্টার হয়েছেন । যেভাবে তৃণমূলে ভাঙন ধরছে তাতে কয়েকদিন পর দিদি পাগল হয়ে যাবেন । আমরা পয়সা খরচ করে ওঁর চিকিৎসা করাবো ।" ভাঙড়ের 277 টি বুথের প্রতিটি বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ অভিযান করার নির্দেশ দেওয়া হয়েছে গতকালের সভায় ।

অন্যদিকে, তৃণমূল কর্মীদের BJP যোগদান নিয়ে আরাবুল বলেন, "কয়েকজন সুবিধাভোগী স্বার্থপর মানুষ আছে । যারা একবার এই ডাল একবার ওই ডাল ধরে । যারা এখানে সুবিধা করতে পারেনি তাঁরাই এখন BJP-তে যাবে । "

ভাঙড়, 5 জুলাই : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত । এবার ভাঙড় । গতকাল প্রায় 800 তৃণমূলকর্মী BJP-তে যোগদান করেন । এদের মধ্যে একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । সংখ্যালঘু ভোটারদের সদস্য করতে গতকাল ভাঙড়ের পোলেরহাটে সভা করে BJP-র ভাঙড় 3 নম্বর মণ্ডল । সেখানে ভোগালি 2-এর প্রাক্তন তৃণমূল উপপ্রধান সুশীল মণ্ডল, তৃণমূল নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ সহ প্রায় 800 জন তৃণমূলকর্মী-সমর্থক BJP-তে যোগদান করে । রাজনৈতিক মহলের একাংশের মতে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের এলাকায় তৃণমূল কর্মীদের এভাবে BJP-তে যোগ শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ।

গতকালের সভায় ভাঙড়ের স্থানীয় নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুনীপ দাস, জেলা সভানেত্রী অমৃতা বন্ধ্যোপাধ্যায় সহ অন্যরা । এইবিষয়ে, জেলা সভাপতি সুনীপ দাস বলেন, "তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ প্রায় 800 জন BJP-তে যোগ দিয়েছেন । কাতারে কাতারে মানুষ এসে BJP-তে যোগ দিচ্ছে । এবার প্রচুর সংখ্যালঘু মানুষ যোগ দিয়েছেন ।"

ভিডিয়োয় শুনুন BJP নেতা সুনীপ দাসের বক্তব্য

BJP নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে আগাগোড়া তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন । তিনি বলেন, "তৃণমূল দলটা এখন 'তৃণ কাট, মানি মূল' দলে পরিণত হয়েছে । আর মুখ্যমন্ত্রী চিফ কাটমানি মিনিষ্টার হয়েছেন । যেভাবে তৃণমূলে ভাঙন ধরছে তাতে কয়েকদিন পর দিদি পাগল হয়ে যাবেন । আমরা পয়সা খরচ করে ওঁর চিকিৎসা করাবো ।" ভাঙড়ের 277 টি বুথের প্রতিটি বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ অভিযান করার নির্দেশ দেওয়া হয়েছে গতকালের সভায় ।

অন্যদিকে, তৃণমূল কর্মীদের BJP যোগদান নিয়ে আরাবুল বলেন, "কয়েকজন সুবিধাভোগী স্বার্থপর মানুষ আছে । যারা একবার এই ডাল একবার ওই ডাল ধরে । যারা এখানে সুবিধা করতে পারেনি তাঁরাই এখন BJP-তে যাবে । "

Intro:সংখ্যালঘু ভোটারদের সদস্য করতে ভাঙড়ের ভাঙড়ের পোলেরহাটে সদস্যতা অভিযান নিয়ে আগাম সভা করে বিজেপির ভাঙড় ৩ নম্বর মন্ডল। সেই সভায় ভাঙড়ের নেতৃত্ব ছাড়াও বিজেপির দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি সুনীপ দাস, জেলা সভানেত্রী অমৃতা বন্ধ্যোপাধ্যায় প্রমুখ উপস্তিত ছিলেন। সেখানে ভোগালী ২ এর প্রাক্তন তৃনমূল উপ প্রধান সুশীল মন্ডল,তৃনমূল নেতা সেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখা ছাড়াও ছশো থেকে সাতশো তৃনমূল কর্মী সমর্থক যোগদান করে বলে বিজেপি নেতৃত্ব দাবী করেছে। যোগাদন কারিদের একটা বড় অংশ ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ভাঙড়ের দাপুটে তৃনমূল নেতা আরাবুল ইসলাম, নান্নু হোসেনের অনুগামীরা এদিনের সভায় যোগদান করেন।

জেলা সভাপতি সুনীপ দাস জয় শ্রীরাম নিয়ে বলেন, ‘জয় শ্রীরাম কোন ধর্মীয় শ্লোগান নয়।রামের মত চরিত্র, পিতৃ ভক্তী প্রতিটি ভারতবাসীর হওয়া উচিত।রাম আমাদের পূর্ব পুরুষ। তাঁর মত সাহস, নিষ্টা, আদর্শ আমাদের পাথেয়। তাঁকে সম্মান করেই জয় শ্রীরাম বলা হয়।‘ এদিনের সভায় বিজেপি নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে আগাগোড়া তৃনমূল নেত্রীকে আক্রমন করেন। তিনি বলেন, ‘তৃনমূল দলটা এখন ‘তৃন কাঠ, মানি মূল’ এই দলে পরিণত হয়েছে। আর মুখ্যমন্ত্রী চিফ কাটমানি মিনিষ্টার হয়েছেন।যে ভাবে তৃনমূলে ভাঙন ধরছে তাতে কয়েকদিন পর দিদি পাগল হয়ে যাবেন। আমরা পয়সা খরচ করে ওঁর চিকিৎসা করাবো।‘

ভাঙড়ের ২৭৭ টি বুথের প্রতিটি বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ অভিযান করার নির্দেশ দেন নেতৃত্ব। এদিন তৃনমূল কর্মীদের বিজেপি যোগাদান নিয়ে আরাবুল বলেন, ‘কিছু সুবিধাভোগী স্বার্থপর মানুষ আছে যারা একবার এ ডাল একবার ও ডাল ধরে। যারা এখানে সুবিধা করতে পারেনি তাঁরাই এখন বিজেপিতে যাবে।‘Body:Intro তে কপি দিলাম Conclusion:জেলার জন্য ঘুরুত্বপূর্ণ কপি একটু দেখবেন
Last Updated : Jul 5, 2019, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.