ETV Bharat / state

Thieves at Partha-Arpita House: পার্থ ও অর্পিতার 'গুপ্তধন'য়ের খোঁজে দুষ্কৃতী হানা বারুইপুরের বাগানবাড়িতে - পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি

দক্ষিণ 24 পরগনা বারুইপুরের পুঁড়ি গ্রামে একটি সুবিশাল বাগানবাড়ি রয়েছে 'পার্থ ও অর্পিতার'। প্রায়শই 'বিশ্রামে' সময় কাটাতে আসতেন দু'জন (Thieves at Partha-Arpita House) ।

Partha and Arpita Baruipur House
পার্থ ও অর্পিতার বাড়িতে চুরি
author img

By

Published : Jul 28, 2022, 10:45 AM IST

Updated : Jul 28, 2022, 11:08 AM IST

বারুইপুর, 28 জুলাই: দুষ্কৃতীরা চুরি করল পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে ৷ প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের পাহাড় সমান সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে রাজ্যের একাধিক জেলা থেকে । দক্ষিণ 24 পরগনা বারুইপুরের পুঁড়ি গ্রামে একটি সুবিশাল বাগানবাড়ি রয়েছে 'পার্থ ও অর্পিতার'। প্রায়শই 'বিশ্রামে' সময় কাটাতে আসতেন দু'জন । প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বড্ড প্রিয় বাগানবাড়ি ছিল এই "বিশ্রাম" (Antisocials steal in Partha Chatterjee and Arpita Mukherjee House in Baruipur)।

বুধবার একদিকে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 28 কোটি টাকা ও প্রচুর সোনা । এদিন গভীর রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়ি 'বিশ্রাম'-এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । তাঁর সাধের বাগানবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ ।

দুষ্কৃতী হানা পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়িতে

আরও পড়ুন: উদ্ধার প্রায় 50 কোটি টাকা পার্থরই, জেরায় দাবি অর্পিতার

স্থানীয় সূত্রের খবর, বুধবার গভীর রাতে হঠাৎ 3-4 জন দুষ্কৃতী বাগানবাড়ির পাঁচিল টপকে ঘরের সামনে গেটের তালা ভেঙে মালপত্র বের করে একটি পণ্যবাহী গাড়িতে করে নিয়ে চম্পট দেয় । যেভাবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক বাড়ি থেকে উদ্ধার হচ্ছে পাহাড় সমান টাকা ও বিপুল সোনা গয়না । তেমনই বারুইপুরের এই বাগান বাড়িতে বিপুল অঙ্কের টাকা থাকা সম্ভব করেছে । সেই কারণে তদন্তকারীর সংস্থা আধিকারিকদের পৌঁছানোর আগে দুষ্কৃতী হানা "বিশ্রামে"। সর্বস্ব লুট করে যাওয়ার সময় পাশের একটি বাগানে ফেলে গিয়েছে গ্যাস সিলিন্ডার। অর্থাৎ পাঁচিল টপকে এসে দুষ্কৃতীরা ওই বাগান বাড়ির সমস্ত কিছু লুট করে পণ্যবাহী ট্রাকে তুলছিল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ।

বারুইপুর, 28 জুলাই: দুষ্কৃতীরা চুরি করল পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে ৷ প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের পাহাড় সমান সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে রাজ্যের একাধিক জেলা থেকে । দক্ষিণ 24 পরগনা বারুইপুরের পুঁড়ি গ্রামে একটি সুবিশাল বাগানবাড়ি রয়েছে 'পার্থ ও অর্পিতার'। প্রায়শই 'বিশ্রামে' সময় কাটাতে আসতেন দু'জন । প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বড্ড প্রিয় বাগানবাড়ি ছিল এই "বিশ্রাম" (Antisocials steal in Partha Chatterjee and Arpita Mukherjee House in Baruipur)।

বুধবার একদিকে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 28 কোটি টাকা ও প্রচুর সোনা । এদিন গভীর রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়ি 'বিশ্রাম'-এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । তাঁর সাধের বাগানবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ ।

দুষ্কৃতী হানা পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়িতে

আরও পড়ুন: উদ্ধার প্রায় 50 কোটি টাকা পার্থরই, জেরায় দাবি অর্পিতার

স্থানীয় সূত্রের খবর, বুধবার গভীর রাতে হঠাৎ 3-4 জন দুষ্কৃতী বাগানবাড়ির পাঁচিল টপকে ঘরের সামনে গেটের তালা ভেঙে মালপত্র বের করে একটি পণ্যবাহী গাড়িতে করে নিয়ে চম্পট দেয় । যেভাবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক বাড়ি থেকে উদ্ধার হচ্ছে পাহাড় সমান টাকা ও বিপুল সোনা গয়না । তেমনই বারুইপুরের এই বাগান বাড়িতে বিপুল অঙ্কের টাকা থাকা সম্ভব করেছে । সেই কারণে তদন্তকারীর সংস্থা আধিকারিকদের পৌঁছানোর আগে দুষ্কৃতী হানা "বিশ্রামে"। সর্বস্ব লুট করে যাওয়ার সময় পাশের একটি বাগানে ফেলে গিয়েছে গ্যাস সিলিন্ডার। অর্থাৎ পাঁচিল টপকে এসে দুষ্কৃতীরা ওই বাগান বাড়ির সমস্ত কিছু লুট করে পণ্যবাহী ট্রাকে তুলছিল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ।

Last Updated : Jul 28, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.