ETV Bharat / state

জয়শ্রীরাম বলে কলকাতা যাচ্ছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন : অমিত শাহ - election

ফাইল ফোটো
author img

By

Published : May 13, 2019, 1:10 PM IST

Updated : May 13, 2019, 1:30 PM IST

2019-05-13 12:20:59

13 মে, ক্যানিং : BJP প্রার্থীর সমর্থনে ক্যানিংয়ের TWB মাঠে জনসভা করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আজ রাজ্যে তিনটি সভা করার কথা ছিল তাঁর । কিন্তু শেষমুহূর্তে বারুইপুরের সীতাকুণ্ডের সভাটি বাতিল হয়ে যায় ।

অমিত শাহ-র বক্তব্য -

  • সোনার বাংলা আবার বানাতে বাংলায় BJP-কে আনুন
  • সোনার বাংলা এখন কাঙাল বাংলায় পরিণত হয়েছে
  • এখানে শুধু গোলার কারখানা হয়েছে আর কোনও উন্নয়ন হয়নি
  • এই সরকার থাকলে পাকিস্তান থেকে গুলি এলে এখান থেকে গোলা যাবে
  • দিদি সন্ত্রাসবাদীদের সাথে আপনি কথা বলুন
  • পুলওয়ামায় হানার বদলা নিতে মোদিজি একদম দেরি করেননি
  • নাগরিকত্ব বিল এলে অনুপ্রবেশ থেকে বাংলা বাঁচবে
  • মোদি সরকারকে একবার আনুন, দেখবেন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে
  • বাংলার সংস্কৃতি ফেরাতে বাংলায় BJP-কে আনতে হবে
  • বাংলায় একসময় চৈতন্য মহাপ্রভুর কীর্তন, রবীন্দ্র সংগীত শোনা যেত, এখন যায় না
  • আমরা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নতুন করে প্রতিষ্ঠা করব
  • ইসলামপুরে বাংলায় পড়তে চেয়ে খুন হতে হল রাজেশ ও তাপসকে
  • ভাইপোর কেন্দ্রে মমতাদিদি বিরোধীদের প্রচার করতে দিচ্ছেন না
  • এখানে দুর্গাপুজোর অনুমতি পাওয়া যায় না
  • এখানে মমতাদিদি আছেন, এখানে কিছু পাবেন না
  • মোদিজি গরিবদের ঘর দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, গ্যাস দিয়েছেন
  • ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন
  • জয়নগরের সভায় দাঁড়িয়ে জয়শ্রীরাম বলছি, এরপর কলকাতায় যাব
  • মমতা বলেছেন জয় শ্রীরাম বলা যাবে না

2019-05-13 12:20:59

13 মে, ক্যানিং : BJP প্রার্থীর সমর্থনে ক্যানিংয়ের TWB মাঠে জনসভা করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আজ রাজ্যে তিনটি সভা করার কথা ছিল তাঁর । কিন্তু শেষমুহূর্তে বারুইপুরের সীতাকুণ্ডের সভাটি বাতিল হয়ে যায় ।

অমিত শাহ-র বক্তব্য -

  • সোনার বাংলা আবার বানাতে বাংলায় BJP-কে আনুন
  • সোনার বাংলা এখন কাঙাল বাংলায় পরিণত হয়েছে
  • এখানে শুধু গোলার কারখানা হয়েছে আর কোনও উন্নয়ন হয়নি
  • এই সরকার থাকলে পাকিস্তান থেকে গুলি এলে এখান থেকে গোলা যাবে
  • দিদি সন্ত্রাসবাদীদের সাথে আপনি কথা বলুন
  • পুলওয়ামায় হানার বদলা নিতে মোদিজি একদম দেরি করেননি
  • নাগরিকত্ব বিল এলে অনুপ্রবেশ থেকে বাংলা বাঁচবে
  • মোদি সরকারকে একবার আনুন, দেখবেন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে
  • বাংলার সংস্কৃতি ফেরাতে বাংলায় BJP-কে আনতে হবে
  • বাংলায় একসময় চৈতন্য মহাপ্রভুর কীর্তন, রবীন্দ্র সংগীত শোনা যেত, এখন যায় না
  • আমরা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নতুন করে প্রতিষ্ঠা করব
  • ইসলামপুরে বাংলায় পড়তে চেয়ে খুন হতে হল রাজেশ ও তাপসকে
  • ভাইপোর কেন্দ্রে মমতাদিদি বিরোধীদের প্রচার করতে দিচ্ছেন না
  • এখানে দুর্গাপুজোর অনুমতি পাওয়া যায় না
  • এখানে মমতাদিদি আছেন, এখানে কিছু পাবেন না
  • মোদিজি গরিবদের ঘর দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, গ্যাস দিয়েছেন
  • ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন
  • জয়নগরের সভায় দাঁড়িয়ে জয়শ্রীরাম বলছি, এরপর কলকাতায় যাব
  • মমতা বলেছেন জয় শ্রীরাম বলা যাবে না
Intro:বাসন্তিতে মমতার বক্তব্য Body:পাঠালামConclusion:একটু দেখে নেবেন
Last Updated : May 13, 2019, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.