সুন্দরবন, 29 এপ্রিল : গত কয়েকদিন ধরে রাজ্যে চলছে দাবদাহ। তার সঙ্গে দোসর হয়েছে লু ৷ আর সেই গরম থেকে বাঁচতে সুন্দরবনের একমাত্র পুনর্বাসন কেন্দ্রে থাকা রয়াল বেঙ্গল টাইগারদের ভাল রাখাটা এখন বন দফতরের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। থুড়ি ! ভাল রাখা নয়, রাজকীয়ভাবে রাখা (jharkhali tiger rehabilitation centre take care their tigers) ৷
ঝড়খালির পুনর্বাসন কেন্দ্রে তিনটি বাঘ রয়েছে । তাদের মধ্যে একজন শেরনী। গরমে এই বাঘ, বাঘিনীদের খাওয়ার মেনুতে পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয়, তাদের শরীর ঠান্ডা রাখার জন্য যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে এই পুনর্বাসন কেন্দ্রের মধ্যে। প্রতিটি বাঘের কুঠুরিতে দেওয়া আছে দুটি করে হাই স্পিড ফ্যান। প্রতিটি বাঘের জন্য আলাদা করে বাথটব। তাছাড়া প্রতিদিন 6-7 লিটার ওআরএস মেশানো জল খাওয়ানো হচ্ছে।
তবে মোষের মাংস যে পরিমাণ প্রত্যেকদিন খাওয়ানো হত সেরকমই রাখা হয়েছে পরিমাণ। কোনওভাবেই যাতে শরীর না খারাপ হয় এই প্রচণ্ড গরমে তার জন্যই প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন : Ballavpur Deer Park : তীব্র দাবদাহে হরিণদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা বল্লভপুর অভয়ারণ্যে
যদিও নোনা জলে গা ডুবিয়ে এত দিন অভ্যস্ত ছিল তারা। আর সেভাবেই বড় হয়েছে বাঘ, বাঘিনী। এবার আর নোনাজল নয় একেবারে পরিশ্রুত মিষ্টি জলে ডুবিয়ে নধর শরীরটাকে চাঙ্গা করে দেওয়া হচ্ছে। তাছাড়া প্রতিদিন দুই থেকে তিনবার করে জল দিয়ে স্নান করানোর ব্যবস্থা করেছেন বনকর্মীরা। আর এইভাবেই আপাতত চলছে ঝড়খালি সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বাঘেদের গরম থেকে মুক্তি দেওয়ার উপায়।