ETV Bharat / state

Allegation of Death Threat in Sonarpur : মামলা না তুললে মহিলাকে খুনের হুমকি, অভিযুক্ত সোনারপুরের তৃণমূল নেতা - Allegation of Death Threat in Sonarpur

জমি সংক্রান্ত মামলা তুলে নিতে হবে, অন্যথায় তিনদিনের মধ্যে গুলি করে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (Allegation of Death Threat in Sonarpur) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে । অভিযুক্তের নাম পার্থ মণ্ডল ।

Allegation of woman been threatened to death in Sonarpur
Allegation of Death Threat in Sonarpur
author img

By

Published : Apr 26, 2022, 2:24 PM IST

সোনারপুর, 26 এপ্রিল : জমি সংক্রান্ত মামলা তুলে নিতে হবে । মামলা প্রত্যাহার না করলে বাড়িতে এসে মহিলাকে তিনদিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (Allegation of woman been threatened to death in Sonarpur) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে । অভিযুক্ত তৃণমূল নেতা সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি । অভিযুক্তের নাম পার্থ মণ্ডল ।

এই ঘটনায় সোনারপুর থানায় এফআইআর দায়ের করেছেন আক্রান্ত মহিলা মণিকা মজুমদার । তাঁর বক্তব্য, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনি ভাবে সেখানে নির্মাণ কাজ চলছে । ঘটনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি । অভিযোগ, সেই কারণে অভিযুক্ত চড়াও হন ওই মহিলার বাড়িতে । দ্রুত মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি, অশ্লীল ভাষায় গালাগালি ও গুলি করে মারার হুমকি দেন অভিযুক্ত।

মণিকা মজুমদারের ছেলে ও মেয়ে দুজনেই কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন । বাড়িতে তিনি একাই থাকেন । আর ভয় তাঁর এখানেই । একা থাকার সুযোগে যদি তাঁর উপর হামলা চালানো হয় ! এই ঘটনার জেরে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান ।

এই বিষয় নিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বলেন, আইন আইনের পথে চলবে । আক্রান্ত মহিলার সঙ্গে তাঁর কথা হয়েছে । তিনি তাঁর পাশে আছেন বলেও জানান । অভিযুক্ত পার্থ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বাইরে আছেন বলে জানান । এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন: Woman Floating In The River : মাঝ নদীতে মৃতদেহ ভেবে উদ্ধারের পরই সটান নৌকায় উঠে বসলেন মহিলা

সোনারপুর, 26 এপ্রিল : জমি সংক্রান্ত মামলা তুলে নিতে হবে । মামলা প্রত্যাহার না করলে বাড়িতে এসে মহিলাকে তিনদিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (Allegation of woman been threatened to death in Sonarpur) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে । অভিযুক্ত তৃণমূল নেতা সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি । অভিযুক্তের নাম পার্থ মণ্ডল ।

এই ঘটনায় সোনারপুর থানায় এফআইআর দায়ের করেছেন আক্রান্ত মহিলা মণিকা মজুমদার । তাঁর বক্তব্য, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনি ভাবে সেখানে নির্মাণ কাজ চলছে । ঘটনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি । অভিযোগ, সেই কারণে অভিযুক্ত চড়াও হন ওই মহিলার বাড়িতে । দ্রুত মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি, অশ্লীল ভাষায় গালাগালি ও গুলি করে মারার হুমকি দেন অভিযুক্ত।

মণিকা মজুমদারের ছেলে ও মেয়ে দুজনেই কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন । বাড়িতে তিনি একাই থাকেন । আর ভয় তাঁর এখানেই । একা থাকার সুযোগে যদি তাঁর উপর হামলা চালানো হয় ! এই ঘটনার জেরে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান ।

এই বিষয় নিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বলেন, আইন আইনের পথে চলবে । আক্রান্ত মহিলার সঙ্গে তাঁর কথা হয়েছে । তিনি তাঁর পাশে আছেন বলেও জানান । অভিযুক্ত পার্থ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বাইরে আছেন বলে জানান । এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন: Woman Floating In The River : মাঝ নদীতে মৃতদেহ ভেবে উদ্ধারের পরই সটান নৌকায় উঠে বসলেন মহিলা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.